সিলিন্ডার গ্যাস । LP GAS CYLINDER
আজকে আমরা গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪ সম্পর্কে জানব। গ্যাসের সঠিক ব্যবহার এবং পরিবহনের কথা চিন্তা করেই গ্যাস সিলিন্ডার বের হয়েছে। গ্যাস সিলিন্ডারের বের হওয়ার কারণে আগে শুধু যে সকল স্থানে গ্যাস লাইন ছিলো সেসকল এলাকায় মানুষ গ্যাস ব্যবহার করতে পারবেন এখন গ্রামগঞ্জে অথবা প্রত্যন্ত এলাকায় সবত্রই সিলিন্ডার গ্যাস ব্যবহার ও পরিবহন করা যায়। বোতলজাত হওয়ার ফলে এলপি গ্যাস সহজলভ্য হয়েছে।
সূচীপত্র
এলপি গ্যাস সিলিন্ডার এর দাম গত মাসের চেয়ে কিছুটা কমেছে। সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডার ৬৫১ টাকা,১২ কেজি ওজনের সিলিন্ডার ১৪২১ টাকা,সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডার ১৪৮১ টাকা,১৫ কেজি সিলিন্ডার ১৭৭৭ টাকা,১৬ কেজি সিলিন্ডার ১৮৯৫ টাকা,১৮ কেজি সিলিন্ডার ২১৩২ টাকা,২০ কেজি সিলিন্ডার ২৩৬৯ টাকা,২২ কেজি সিলিন্ডার ২৬০৬ টাকা,
২৫ কেজি সিলিন্ডার ২৯৬১ টাকা,৩০ কেজি সিলিন্ডার ৩৫৫৩ টাকা,৩৩ কেজি সিলিন্ডার ৩৯০৯ টাকা,৩৫ কেজি সিলিন্ডার
৪১৪৫ টাকা,৪৫ কেজি সিলিন্ডার ৫৩৩০ টাকা করা হয়েছে।
সিলিন্ডার গ্যাস সম্পর্কে আমরা যেসকল বিষয় গুগলে খুঁজে থাকি,সিলিন্ডার গ্যাসের দাম,আজকের গ্যাসের দাম কত 2024,আজ গ্যাসের দাম কত,সিলিন্ডার সহ গ্যাসের দাম কত,১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪,বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের দাম ১২ কেজি,আজকের গ্যাস সিলিন্ডারের দাম কত?,বর্তমানে এলপি গ্যাসের দাম কত?।
সিলিন্ডার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান সমূহ
বর্তমানে ১৮টি কোম্পানি এলপি গ্যাস বাজারজাত করছে তার মধ্যে অন্যতম ও জনপ্রিয় প্রতিষ্ঠান সমূহের নাম দেওয়া হলো।
- বসুন্ধরা এলপি গ্যাস
- ওমেরা এলপি গ্যাস
- টোটাল এলপি গ্যাস
- যমুনা এলপি গ্যাস
- ইনডেক্স এলপি গ্যাস
- বিএম এলপি গ্যাস
- লাফ্স এলপি গ্যাস
- জেএমআই এলপি গ্যাস
- ইউনিভার্সাল এলপি গ্যাস
- নাভানা এলপি গ্যাস
- সেনা এলপি গ্যাস
- পেট্রোম্যাক্স
আজকের সিলিন্ডার গ্যাসের দাম ২০২৪ । Ajker Cylinder Gas er Dam
বিভিন্ন পরিমাণের বোতলজাতকৃত বেসরকারি এলপিজি’র ভোক্তাপর্যায়ে সমন্বয়কৃত মূল্য, ০২ সেপ্টেম্বর ২০২৪
সিলিন্ডার এর সাইজ | দাম |
---|---|
সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডার | ৬৫১ টাকা |
১২ কেজি ওজনের সিলিন্ডার | ১৪২১ টাকা |
সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডার | ১৪৮১ টাকা |
১৫ কেজি সিলিন্ডার | ১৭৭৭ টাকা |
১৬ কেজি সিলিন্ডার | ১৮৯৫ টাকা |
১৮ কেজি সিলিন্ডার | ২১৩২ টাকা |
২০ কেজি সিলিন্ডার | ২৩৬৯ টাকা |
২২ কেজি সিলিন্ডার | ২৬০৬ টাকা |
২৫ কেজি সিলিন্ডার | ২৯৬১ টাকা |
৩০ কেজি সিলিন্ডার | ৩৫৫৩ টাকা |
৩৩ কেজি সিলিন্ডার | ৩৯০৯ টাকা |
৩৫ কেজি সিলিন্ডার | ৪১৪৫ টাকা |
৪৫ কেজি সিলিন্ডার | ৫৩৩০ টাকা |
তথ্য সূত্রঃবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
সিলিন্ডার গ্যাসের দাম ২০২৪ বিজ্ঞপ্তি
১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কত?
০৩ জুন ২০২৪ তারিখের অর্ডার অনুযায়ী ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১৪২১ টাকা।
সিলিন্ডার গ্যাসের দাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার এর দাম কত?
১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার এর দাম ১৪২১ টাকা।
সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম কত?
সাড়ে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার এর দাম ১৪৮১ টাকা।
বসুন্ধরা ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার এর দাম কত?
১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার এর দাম ১৪২১ টাকা।
ওমেরা ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার এর দাম কত?
১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার এর দাম ১৪২১ টাকা।
উপরের গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪ সমূহ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কতৃক নির্ধারিত। বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের থেকে বেশি মূল্যে বিক্রয় হতে দেখা যায়। আশা করছি সিলিন্ডার গ্যাসের দাম গুলি ক্রয় করার সময় কাজে আসবে মূল্য পরিবর্তন হলে আমরা সাথে সাথে পরিবর্তন করে দিবো। এছাড়া বর্তমান ধন্যবাদ
আমার এলাকাতে পাইকারি মূল্য 1350 এটা সঠিক
আমার এলাকায় ১২কেজি এল পি দাম চাই বসুন্ধরা, ১৮০০টাকা,অন্যান্য বোতল ১২কেজি ১৫০০টাকা।
খুব দুঃখজনক দাম বারানু আমদের এলাকায় দাম ১৪০০ টাকা চায়
আমি উত্তরা থেকে লেখছি…আমার এলাকায় ১৪৫০টাকা করে বাজার যাচ্ছে🥲
বসুন্ধরা ১২ কেজি এল পি গ্যাস ১৬৩০ টাকা নিয়েছে কাঠের পুল সদর সিরাজগঞ্জ