আজকের ডিমের দাম । ১ হালি ডিমের দাম কত । Ajker Dimer Dam 2025

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

ডিম: প্রতি দিনের খাদ্য তালিকায় ডিম একটি পরিচিত নাম। ডিম থেকে আমরা প্রচুর পরিমানে প্রোটিন ও কোলিন পেয়ে থাকি। ডিমের প্রায় সকল অংশই খাদ্যোপযোগী, যদিও ডিমের খোসা খাওয়া হয়না। প্রতি ১০০ গ্রাম ডিমে ১৫৫ ক্যালরি শক্তি পাওয়া যায়। ডিম হচ্ছে উন্নতমানের আমিষজাতীয় খাদ্য; যাতে রয়েছে প্রাকৃতিক ভিটামিন, যা দেহগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব ধরনের ডিমে রয়েছে অতি মূল্যবান ওমেগা-৩, যা হৃৎপিণ্ডকে কার্যকর রাখতে সাহায্য করে।

বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের ডিম পাওয়া যায় যেমনঃ সাদা ডিম, লাল ডিম ,দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম ইত্যাদি । আজকে আমরা বাজারে ডিম কেনার পূর্বেই ডিমের দাম সম্পর্কে জেনে নিবো।

আজকের ডিমের দাম,Ajker Dimer Dam 2025
আজকের ডিমের দাম । Ajker Dimer Dam 2025

আজকের এই নিবন্ধে বিভিন্ন প্রকার ডিমের দাম সম্পর্কে জানানো হবে। প্রতিদিন ডিম সম্পর্কে যে সকল বিষয়ে আমরা জানতে চাই যেমন, আজকের ডিমের দাম ২০২৫,১ হালি ডিমের দাম কত,Dimer Dam 2025, ডিমের আজকের বাজার দর, আজকের হাঁসের ডিমের দাম,আজকের বয়লার মুরগির ডিমের দাম, আজকের মুরগির ডিমের দাম, বয়লার মুরগির ডিমের দাম, দেশী মুরগির ডিমের দাম,কাজী ফার্মস ডিমের দাম ইত্যাদি।

আজকের ডিমের দাম ২০২৫

আজ ০৪ জানুয়ারি ২০২৫ তারিখ শনিবার বাজার যাচাই করে আজকের বিভিন্ন প্রকারের ডিমের দাম ২০২৫ নিচের ছকে দেওয়া হলোঃ

এক হালি হাঁসের ডিমের দাম৬০-৬৫ টাকা
এক হালি বয়লার মুরগির ডিমের দাম৪৮-৫০ টাকা
এক হালি দেশী মুরগির ডিমের দাম৬০-৭০ টাকা

আজকের ডিমরে বাজার দর অনুযায়ী প্রতিটি হাঁসের ডিমের দাম ১৬ টাকা, বয়লার/ফার্মের মুরগির ডিমের দাম ১২.৫ টাকা ও দেশী মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৭ টাকায়।

আজকের হাঁসের ডিমের দাম

আজকে ডিমের দাম যাচাই করে দেখা যায় গত সপ্তাহ থেকে এই সপ্তাতে হাঁসের ডিমের দাম কিছু বেড়ে গেছে। বর্তমানে বাজারে প্রতিটি হাঁসের ডিমের দাম ১৬ টাকা ,এক হালি হাঁসের ডিমের দাম ৬০-৬৫ টাকা ও এক ডজন হাঁসের ডিমের দাম ১৮০/১৯৫ টাকা।

আরো দেখুনঃ

আজকের বয়লার/ফার্মের মুরগির ডিমের দাম

বয়লার/ফার্মের মুরগির ডিমের দাম অনান্য ডিম থেকে দাম কিছুটা কম থাকে তাই বয়লার/ফার্মের মুরগির ডিমের চাহিদা প্রচুর। আজকের বাজার দর অনুযায়ী ১ টি বয়লার/ফার্মের মুরগির ডিমের দাম ১২.৫ টাকা, এক হালি বয়লার/ফার্মের মুরগির ডিমের দাম ৪৮-৫০ টাকা ও এক ডজন বয়লার/ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪৪/১৫০ টাকায়।

আজকের দেশী মুরগির ডিমের দাম

দেশী মুরগির ডিমের স্বাদ বা চাহিদা অন্য চিমের চেয়ে বেশি। পুষ্টিগুনেও অন্যান্য ডিমের চেয়ে দেশি মুরগির ডিমে অনেক বেশি থাকে। অনান্য ডিমের সাথে দেশী মুরগির ডিমের দামও বেড়ে গেছে। আজকের বাজার দর অনুযায়ী ১ টি দেশী মুরগির ডিমের দাম ১৬ টাকা, এক হালি দেশী মুরগির ডিমের দাম ৬৫ টাকা ও ১ ডজন দেশী মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৯২ টাকায়।

ডিম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ডিমের কি সকল অংশ কাওয়া যায়?

ডিমের প্রায় সকল অংশই খাদ্যোপযোগী, যদিও ডিমের খোসা খাওয়া হয়না।

ডিমে কি পুষ্টিগুন থাকে?

ডিম থেকে আমরা প্রচুর পরিমানে প্রোটিন ও কোলিন পেয়ে থাকি।

১০০ গ্রাম ডিমে কত ক্যালরি শক্তি পাওয়া যায়?

প্রতি ১০০ গ্রাম ডিমে ১৫৫ ক্যালরি শক্তি পাওয়া যায়।

ডিম খেলে কি কি উপকার হয়?

ডিম হচ্ছে উন্নতমানের আমিষজাতীয় খাদ্য; যাতে রয়েছে প্রাকৃতিক ভিটামিন, যা দেহগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব ধরনের ডিমে রয়েছে অতি মূল্যবান ওমেগা-৩, যা হৃৎপিণ্ডকে কার্যকর রাখতে সাহায্য করে।

এক জন মানুষ কতটি ডিম বছরেখোওয়া উচিত?

জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার সুপারিশ অনুযায়ী বছরে প্রত্যেক মানুষের গড় ডিম গ্রহণ ন্যূনতম ১০৪ টি হওয়া উচিত।

বিশ্ব ডিম দিবস কবে?

প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার উদযাপিত হয় বিশ্ব ডিম দিবস।

প্রিয় পাঠক বৃন্ধ, আজকের ডিমের দাম সম্পর্কিত নিবন্ধে মোটামোটি সকল প্রকার ডিমের আজকের বাজার দর সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ডিম একটি পচনশীল দ্রব্য তাই বাজারে প্রতিনিয়ত দামের পার্থক্য দেখা যায়। আমাদের ডিমের বাজার দরের সাথে আপনার নিকটস্থ বাজারে দামের তারতম্য হতে পারে তাই বাজার যাচাই করেই ডিম কেনার অনুরোধ রইল। এছাড়া সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর জানতে চোখ রাখুন এই ওয়েব সাইটে। ধন্যবাদ

4.9/5 - (30 votes)

“আজকের ডিমের দাম । ১ হালি ডিমের দাম কত । Ajker Dimer Dam 2025”-এ 4-টি মন্তব্য

মন্তব্য করুন

আপডেট জানতে চান হ্যা