আজকের ইটের দাম ২০২৫ । ১০০০ ইটের দাম কত । Ajker Iter Dam 2025

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

প্রিয় পাঠকবৃন্ধ, আপনি যদি ভাবছেন বাড়ি বানাবেন তাহলে সবার প্রথমে ইটের দাম জানা জরুরী। ভবন নির্মানে ইটের নাম সবার প্রথমে আসে। বাড়ি বানাতে কতটি ইট লাগবে প্রতি ইটের দাম কত তা আপনার প্রাক্কলন তৈরি করায় সাহায্য করবে।

আজেকর বাজার দর সেকশনে জানার চেষ্টা করবো আজকের ইটের দাম 2025 বা ১০০০ ইটের দাম কত? এছাড়াও জানবো সিরামিক ইটের দাম ২০২৪,পিকেট ইটের দাম,এক ট্রাক ইটের দাম কত,বর্তমান ইটের দাম কত ২০২৫,চট্টগ্রামে ইটের দাম,১ নাম্বার ইটের দাম,বাংলাদেশের ইটের দাম।

আজকের ইটের দাম । Ajker Iter Dam
আজকের ইটের দাম । Ajker Iter Dam

আজকের ইটের দাম (Ajker Iter Dam 2025)

ভবন নির্মানে ইটের চাহিদা অপরিসীম। ইট ছাড়া ভবন নির্মান করা অসম্ভব। বাড়ি করার পূর্বে ইটের দাম ও ভালো মানের ইট নির্বাচন করে নিতে হয়। বর্তমানে ইট তৈরি করার জ্বালানী ও মুজুরি বৃদ্ধি পাওয়ায় ইটের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। পূর্বে এক নাম্বার ইটের দাম ৮-৯ টাকা ছিলো সেখানে আজকে ইটের দাম বেড়ে ১১-১৩ টাকায় পৌছেছে আর অটোমেটিক তৈরি করা ইটের দাম হয়েছে ১৬ টাকা বা কিছু জায়গায় ১৭ টাকা।

১০০০ ইটের দাম কত

আজকে ইটের দাম কিছুটা বেড়ে গেছে পূর্বে এক নাম্বার ইটের দাম ৮-৯ টাকা ছিলো সেখানে আজকে ইটের দাম বেড়ে ১১-১৩ টাকায় পৌছেছে আর অটোমেটিক তৈরি করা ইটের দাম হয়েছে ১৬ টাকা বা কিছু জায়গায় ১৭ টাকা। অঞ্চল ভেদে ইটের দাম কমবেশি হয়। বিভাগ অনুসারে ১০০০ ইটের দামঃ

বিভাগের নাম১০০০ ইটের দাম
ঢাকা বিভাগে এক নাম্বার ইটের দাম১২,৫০০
চট্রগ্রাম বিভাগে এক নাম্বার ইটের দাম১৩,৫০০
সিলেট বিভাগে এক নাম্বার ইটের দাম১২,৭০০
ময়মনসিংহ বিভাগে এক নাম্বার ইটের দাম১২,১০০
রংপুর বিভাগে এক নাম্বার ইটের দাম১৩,০০০
রাজশাহী বিভাগে এক নাম্বার ইটের দাম১২,৫০০
খুলনা বিভাগে এক নাম্বার ইটের দাম১২,৪০০
বরিশাল বিভাগে এক নাম্বার ইটের দাম১২,৩০০

বিশেষ দ্রষ্টব্যঃ ভাটায় নতুন ইট বের হলে দাম কিছুটা কমতে পারে।

১ নাম্বার ইটের দাম

বাড়ি নির্মানে ১ নাম্বার ইটের চাহিদা বেশি কারন দেয়ালে ১ নাম্বার ইট ব্যবহার হয়ে থাকে। ১ নাম্বার ইটের দাম বর্তমানে বেড়ে গেছে। এক নাম্বার প্রতিটি ইটের দাম ৮-৯ টাকা ছিলো সেখানে আজকে ইটের দাম বেড়ে ১১-১৩ টাকায় পৌছেছে।

আরো দেখুনঃ

এক ট্রাক ইটের দাম কত

ট্রাকের সাইজ অনুসারে ইট কম বেশি হয় যার কারনে বড় ট্রাকে ২০০০/২৫০০ হাজার ইট ধারন করতে পারে সে হিসেবে এক ট্রাক ইটের দাম ২৬০০০ টাকা থেকে ৩২৫০০ টাকা পর্যন্ত হতে পারে। ছোট ট্রাকে ১০০০ ইট পরিবহন করা যায় সে হিসেবে এক ট্রাক ইটের দাম ১৩০০০ টাকা ।

অটোমেটিক ইটের দাম ২০২৫

আটোমেটিক মেশিনে তৈরি করা ইটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে । আটোমেটিক মেশিনে তৈরি করা ইটের দাম সাধারন ইটের চেয়ে দাম বেশি। যেখানে সাধারন ইটের দাম প্রতিটি ১১-১৩ টাকা সেখানে অটোমেটিক ইটের দাম ২০২৫- ১৪/১৫ টাকা করে।

সিরামিক ইটের দাম ২০২৫

সিরামিক ইটের দাম সাধারন ইটের চেয়ে বেশি। সিরামিক ইটের সাইজ একটু বড় তাই দামেও বেশি। যেখানে সাধারন ইটের দাম প্রতিটি ১১-১৩ টাকা সেখানে সিরামিক ইটের দাম ২০২৫- ১৮/২০ টাকা করে।

ইট কত প্রকার?

ইট যথাক্রমে ৫ প্রকারের যথাক্রমেঃ

  • ১ম শ্রেনীর ইট।
  • ২য় শ্রেনীর ইট (পিকেট স্পেশাল)।
  • ৩য় শ্রেনীর ইট (পিকেট)।
  • ৪র্থ শ্রেনীর ইট (মিঠা)।
  • ৫ম শ্রেনীর ইট (ঝামা)।

ইটের সাইজ

বাংলাদেশে স্ট্যান্ডার্ড সাইজের ইটের পরিমাপ ২৪০ মিমি x১১২ মিমি x৭০ মিমি অপেক্ষা ৩.১৭৫ মিমি কম বা বেশি হতে পারে। একটি ইটের ওজন সাধারনত ৩.১২৫ কেজি হয়ে থাকে।

ইট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

১ নাম্বার ইটের দাম কত?

এক নাম্বার প্রতিটি ইটের দাম ৮-৯ টাকা ছিলো সেখানে আজকে ইটের দাম বেড়ে ১১-১৩ টাকায় পৌছেছে।

১০০০ ইটের দাম কত?

স্থানভেদে ১০০০ ইটের দাম ১১৫০০ থেকে ১৩০০০ টাকা।

এক ট্রাক ইটের দাম কত?

ট্রাকের সাইজ অনুসারে ইট কম বেশি হয় যার কারনে বড় ট্রাকে ২০০০/২৫০০ হাজার ইট ধারন করতে পারে সে হিসেবে এক ট্রাক ইটের দাম ২৬০০০ টাকা থেকে ৩২৫০০ টাকা পর্যন্ত হতে পারে। ছোট ট্রাকে ১০০০ ইট পরিবহন করা যায় সে হিসেবে এক ট্রাক ইটের দাম ১৩০০০ টাকা ।

আশা করছি আজকের নিবন্ধে ইটের দাম বিস্তারিত জেনেছেন এতে আপনার বাড়ি নির্মান অথবা ইট কেনার ক্ষেত্রে কাজে দিবে। সকল পন্যের বাজার দর জানতে আমাদের সাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ

4.4/5 - (16 votes)

“আজকের ইটের দাম ২০২৫ । ১০০০ ইটের দাম কত । Ajker Iter Dam 2025”-এ 4-টি মন্তব্য

  1. টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অন্তর্গত রাজাবাড়ি গ্রামে (ময়মনসিংহ, মুক্তাগাছা অন্তর্গত রসুলপুর বিমান বাহিনীর ফায়ারিং এলাকায়) ৪০০০( চার) হাজার ১ নং সিরামিক ইট নিতে ভাড়া সহ কত খরচ লাগবে?

    জবাব
  2. আসসালামু আলাইকুম ভাই আমি জানতে চাচ্ছিলাম সিরামিক ইটে ১ নাম্বার টা দাম কত।বিস্তারিত জানালে খুসি হতাম।ধন্যবাদ

    জবাব

মন্তব্য করুন

x