আজকের জ্বালানি তেলের দাম । ডিজেল,কেরোসিন,অকটেন ও পেট্রোলের দাম কত । Jalani Teler Dam 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

আজকে আমাদের এই নিবন্ধে জ্বালানি তেলের দাম সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোন না কোন ভাবে জ্বালানি তেলের ব্যবহার করে থাকি। শিল্পকারখানা,কৃষিকাজে,বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যপকভাবে জ্বালানি তেল ব্যবহার করে থাকি।

আজকের জ্বালানি তেলের দাম ২০২৩ | ডিজেল,কেরোসিন,অকটেন ও পেট্রোলের দাম | Ajker Jalani Teler Dam
আজকের জ্বালানি তেলের দাম

পূর্বে জ্বালানি তেলের দাম ছিলো ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা। বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম ০৫/০৮/২০২২ ইং তারিখে একবারে ডিজেল ও কেরোসিনে ৪২.৫%; অকটেন ও পেট্রোলে ৫১% মূল্যবৃদ্ধি করা হয়। এতে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়। এখন থেকে প্রতি মাসে জ্বালানী তেলের দাম সমন্নয় করা হচ্ছে।

আজকের জ্বালানি তেলের দাম ২০২৪ | Ajker Jalani Teler Dam

খুচরা পর্যায়ে স্থানীয় বাজারে গত ০১/১১/২০২৪ ইং তারিখে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কতৃক বিক্রয় মূল্য নির্ধারন করে তা ছক আকারে নিচে দেওয়া হলোঃ

নংপণ্যের নামস্থানীয় বিক্রয় মূল্যকার্যকরের তারিখ
ডিজেল১০৫ (টাকা/লিটার)০১/১১/২০২৪
কেরোসিন১০৫ (টাকা/লিটার)০১/১১/২০২৪
অকটেন১২৫ (টাকা/লিটার)০১/১১/২০২৪
পেট্রোল১২১ (টাকা/লিটার)০১/১১/২০২৪

জ্বালানি তেলের দাম ২০২৪ সম্পর্কে আমরা গুগলে যা খুজে থাকি আজকের জ্বালানি তেলের দাম কত?,আজকের ডিজেলের দাম ২০২৪,আজকের কেরোসিনের দাম ২০২৪,আজকের অকটেনের দাম ২০২৪,আজকের পেট্রোলের দাম ২০২৪,১ লিটার অকটেনের দাম কত,১ লিটার পেট্রোলের দাম কত,১ লিটার ডিজেলের দাম কত,১ লিটার কেরোসিনের দাম কত।

আজকের ডিজেলের দাম ২০২৪

পরিবহন ও কৃষিকাজে জ্বালানী হিসাবে, ডিজেল (কর্মক্ষমতা, দক্ষতা এবং নিরাপত্তা জন্য) ব্যপকভাবে ব্যবহার হয়ে থাকে। ডিজেলে অন্যান্য তরল জ্বালানীর তুলনায় শক্তির ঘনত্বও বেশি, তাই ডিজেল থেকে বেশি শক্তি পাওয়া যায়। আজকে ১ লিটার ডিজেলের ১০৫ (টাকা/লিটার)

আজকের কেরোসিনের দাম ২০২৪

কেরোসিন জ্বালানী হিসাবে গ্যাস টারবাইন ইঞ্জিনে, জেট ইঞ্জিনে এবং রান্নার কাজে চুলাতে ব্যাপক ব্যবহার করা হয়। আজকে ১ লিটার কেরোসিনের ১০৫ (টাকা/লিটার)।

আজকের অকটেনের দাম ২০২৪

অকটেন পেট্রোল থেকে একটু বেশি খাটি । অকটেন ব্যবহারে প্রাইভেট গাড়ি অথবা মোটরবাইকের ইঞ্জিন অত্যধিক গরম হয় না ফলে ইঞ্জিন ভালো থাকে। আজকে ১ লিটার অকটেনের দাম ১২৫.০০ (টাকা/লিটার)।

আজকের পেট্রোলের দাম ২০২৪

পেট্রোল একটি পরিশোধিত জ্বালানি এবং এটি ডিজেলের চেয়ে হালকা। মোটরগাড়ি ও বিমানের জ্বালানি ও গরম জামা কাপড় ড্রাই ওয়াশ করতে পেট্রোল ব্যপক ব্যবহৃত হয়। আজকে ১ লিটার পেট্রোলের দাম ১২১.০০ (টাকা/লিটার)।

আজকের জ্বালানি তেলের দাম কত?

আজকে প্রতি লিটার ডিজেল ১০৫.৫০ (টাকা/লিটার), কেরোসিন ১০৫.৫০ (টাকা/লিটার), অকটেন ১২৫.০০ (টাকা/লিটার) ও পেট্রলের দাম ১২১.০০ (টাকা/লিটার)।

জ্বালানি তেল

জ্বালানি তেল কাকে বলে ? প্রান আছে এরকম কিছু যেমন মানুষ, জীবজন্তু, ও উদ্ভিদ প্রভৃতির অবশেষ থেকে তৈরী জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে। মানুষ, জীবজন্তু, ও উদ্ভিদ থেকেই অবশেষ প্রাকৃতিক প্রক্রিয়ায় উচ্চচাপ ও উচ্চতাপের ফলে জ্বালানিতে পরিণত হয়। জ্বালানি তৈরি হতে মিলিয়ন বছর সময়ের প্রয়োজন হয় সাধারণত ৬৫০ মিলিয়ন বছর বা ৬৫০০০০০০০ বছর সময় লাগে জীবাশ্ম থেকে জ্বালানিতে রুপ নিতে। কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি পৃথিবীর সকল জায়গায় পাওয়া যায় না।

আজকের জ্বালানি তেলের দাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

আজকে ডিজেলের দাম কত?

আজকে প্রতি লিটার ডিজেল ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।

আজকে কেরোসিনের দাম কত?

আজকে প্রতি লিটার কেরোসিন ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।

আজকে অকটেনের দাম কত?

আজকে প্রতি লিটার অকটেন ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

আজকে অকটেনের দাম কত?

আজকে প্রতি লিটার পেট্রোল ১২১ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশে জ্বালানি তেলের দাম নির্ধারন করে কোন সংস্থা?

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।

আশা করছি আজকে এই নিবন্ধে জ্বালানি তেলের দাম ২০২৪ সম্পর্কে জানতে পেরেছেন। এরকম নিত্য প্রয়োজনীয় সকল পন্যের দাম জানতে আমাদের বাজার দর সেকশনে নিয়মিত চোখ রাখতে পারেন। ধন্যবাদ

5/5 - (1 vote)

“আজকের জ্বালানি তেলের দাম । ডিজেল,কেরোসিন,অকটেন ও পেট্রোলের দাম কত । Jalani Teler Dam 2024”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন

x