কাঁচা মরিচ যেমন খেতে ঝাল তেমন দামেও ঝাল লেগে গেছে বাজারে। কোরবানি ঈদের আগে থেকেই কাঁচা মরিচ এর দাম বাড়া শুরু হয়েছে সেই থেকে কাঁচা মরিচের দাম সর্বোচ্চ ১০০০ টাকা কেজিতে ঠেকেছিল কোন কোন এলাকায়। গত কয় দিন আগেও কাঁচা মরিচের দাম ছিলো প্রতি কেজি মাত্র ৫০-৭০ টাকা। বর্তমানে মরিচের দাম স্বাভাবিক হওয়া শুরু হয়েছে এখন কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায় প্রতি কেজি।
সূচীপত্র
আজ আমরা আজকের কাঁচা মরিচের দাম ২০২৪ সম্পর্কে জানবো। কেননা বাজারে যাওয়ার আগে আমরা অনেকেই কাঁচা মরিচের দাম জেনে নিতে চাই তাই আজকের মরিচের দাম আপনাদের মধ্যে জানাবো। এছাড়া কাঁচা মরিচ সম্পর্কে যা খুজে থাকি কাঁচা মরিচের দাম ২০২৪,১ কেজি কাঁচা মরিচের দাম কত?,কাঁচা মরিচের বাজার দর,আজকে ভারতে কাঁচা মরিচের দাম কত, সিলেটে কাঁচা মরিচের দাম কত, ঢাকায় কাঁচা মরিচের দাম কেমন,কাঁচা মরিচ খাওয়ার উপকারিতা,কাঁচা মরিচের পুষ্টিগুন।
আজকের কাঁচা মরিচের দাম ২০২৪
খাবার রান্নার কাজে কাঁচা মরিচের ব্যাপক ব্যবহার করা হয়ে থাকে। দেশের বাজারে বছরে কিছু সময় কাঁচা মরিচের দাম সাধারন সময়ের চেয়ে কয়েক গুন বেড়ে যায়। ২০২২ সালেও এমন সময় কাঁচা মরিচের দাম ছিলো ১৫০/১৮০ টাকা। কিন্ত ২০২৩ সালে এসে স্বরনকালের সবোর্চ্চ দামে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০০/১১০০ টাকায় বিক্রি হতে দেখা গিয়েছে। নিম্ন আয়ের মানুষের কাছে গত কিছুদিন কাঁচা মরিচ সোনার মত মনে হচ্ছে কাঁচা মরিচ ছাড়াই রান্নার কাজ সারতে হচ্ছে।
আজ ০৯ সেপ্টেম্বর ২০২৪ টিসিবির বাজার দর ও লোকাল বাজার পর্যালোচনা করে কাঁচা মরিচের দাম সর্বোচ্চ ২৬০ টাকা থেকে সর্বনিম্ন ২০০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের বাজার দর
বাংলাদেশের সকল এলাকায় কাঁচা মরিচের বাজার দর কয়েক গুন বেড়ে গিয়েছে এতে নিম্ন আয়ের মানুষ কাঁচা মরিচ না খেয়েই রান্নার কাজ সারছেন। আজ কাঁচা মরিচের বাজার দর প্রতি কেজি সর্বোচ্চ ২৬০ টাকা থেকে সর্বনিম্ন ২০০ টাকা।
১ কেজি কাঁচা মরিচের দাম কত?
কাঁচা মরিচের দাম যেভাবে বাড়ছে এতে সকল মানুষের প্রশ্ন ১ কেজি কাঁচা মরিচের দাম কত?। গত কিছুদিন ধরে আলোচনায় আছে কাঁচা মরিচ। কাঁচা মরিচের বাজার অস্থিতিশীল দিনের মধ্যেই দাম কমবেশি হচ্ছে তাই ১ কেজি কাঁচা মরিচের দাম কত জানাটা জরুরি। আজ ১ কেজি কাঁচা মরিচের দাম কত সর্বোচ্চ ২৬০ টাকা থেকে সর্বনিম্ন ২০০ টাকা।
আজকে ভারতে কাঁচা মরিচের দাম কত
দেশের বাজারে কাঁচা মরিচের দাম কয়েক গুন বেড়ে গেলেও পার্শ্ববর্তী দেশ ভারতে কাঁচা মরিচের দাম স্থিতিশীল। যেখানে দেশের কাঁচা মরিচের বাজার গরম সেখানে ভারতের কাঁচা মরিচের বাজার স্বাভাবিক। আজ ভারতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা।
সিলেটে কাঁচা মরিচের দাম কত
গত কিছু দিন বাংলাদেশে মধ্যে একলাফে মরিচের দাম বেড়ে গেছে এমতাবস্থায় সিলেট জেলায় বাজার সমূহে কাঁচা মরিচ বিক্রি হয়েছে সব্বোর্চ দামে। সিলেটে সর্বোচ্চ ১১০০ টাকায় প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে। বর্তমানে সিলেটের বিভিন্ন জেলায় ২০০-৩০০ টাকায় ১ কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচ খাওয়ার উপকারিতা
রান্নার কাজে মরিচের ব্যবহার ব্যাপক তেমনি মানব শরীরের জন্যও কাঁচা মরিচের উপকারিতাও অনেক। কাঁচা মরিচের থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট, পটাশিয়াম, থিয়ামিন, আয়রন, কপার ইত্যাদি খনিজ পদার্থ। চলুন তাহলে দেখে নেই কাঁচা মরিচ খাওয়ার উপকারিতা সমূহঃ
- মেদ কমায় এবং স্থুলতা প্রতিরোধ করে।
- ক্যান্সার দূরে রাখে।
- হার্ট ভালো রাখে।
- বয়স ধরে রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
কাঁচা মরিচের পুষ্টিগুন
কাঁচা মরিচের পুষ্টিগুন অনেক যেমন, কাঁচা মরিচে রয়েছে প্রচুর ডায়াটারি ফাইবার, সোডিয়াম, থিয়ামিন, রাইবোফ্লবিন, নিয়াসিন, ফলেট, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, সি, কে, বি৬, পটাসিয়াম, কপার এবং ম্যাঙ্গানিজের মতো উপাদান।
কাঁচা মরিচের দাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
আজকের কাঁচা মরিচের দাম কত?
আজ কাঁচা মরিচের বাজার দর প্রতি কেজি সর্বোচ্চ ২৬০ টাকা থেকে সর্বনিম্ন ২০০ টাকা।
প্রিয় পাঠক, আজাকে আমরা আজকের কাঁচা মরিচের দাম কত তা এই নিবন্ধের মাধ্যমে জানতে পেরেছেন। কাঁচা মরিচের ব্যাপরে আমাদের কথা যেহেতু দাম বেশি এখন কাঁচা মরিচ কম ব্যবহার ও কম ক্রয় করে চললে বাজারে কাঁচা মরিচের ঘাটতি থাকবে না সাথে চাহিদা কম হলে দামও কমে পাবেন। নিত্য প্রয়োজনীয় সকল পন্যের বাজার দর জানতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ