খেজুর এক ধরনের তালজাতীয় শাখাবিহীন বৃক্ষ। খেজুরের বৈজ্ঞানিক নাম ফিনিক্স ড্যাকটিলিফেরা (Phoenix dactylifera)। খেজুরে রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক। পুষ্টিবিজ্ঞানীরা খেজুরকে ‘সুপারফুড’ বলে অভিহিত করেন।
সূচীপত্র
দেশের বাজারে বিভিন্ন জাতের খেজুর পাওয়া যায়। বিভিন্ন মাধ্যমে জানা যায় দেশে প্রায় ১০০ জাতের খেজুর পাওয়া যায়। রাজধানী ঢাকায় প্রায় ২৪ জাতের খেজুর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে খেজুর বাণ্যিজিকভাবে চাষ হয় না। খেজুর শতভাগ আমদানী নির্ভর। বাংলাদেশ সৌদি আরব থেকে সবথেকে বেশি পরিমাণে খেজুর আমদানি করে।
বাংলাদেশে রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায় তখন দাম স্বাভাবিক ভাবে বেড়ে যায়। আজকে আমরা বাজারের প্রচলিত খেজুরের দাম সম্পর্কে জানবো। এছাড়া রমজানে খেজুরের দাম 2024,১ কেজি খেজুরের দাম কত,সৌদি খেজুরের দাম,মরিয়ম খেজুরের দাম ২০২৪,আজওয়া খেজুরের দাম, জায়দি খেজুরের দাম,খুরমা খেজুরের দাম কত ২০২৪,কালমি খেজুরের দাম ২০২৪,Ajker Khejurer Dam 2024 সম্পর্কে জেনে নিতে পারবেন।
আজকের খেজুরের দাম
রমজানে খেজুরের চাহিদা বাড়ার সাথে সাথে দাম ও লাফিয়ে বেড়ে যায়। চলতি রমজান মাসে খুজুরের দাম অতিরিক্ত হারে বেড়ে যাওয়ার সরকার খেজুরের বিক্রয় মূল্য নির্ধারণ করছে যাতে করে কম আয়ের মানুষ রোজা শেষে খেজুর খেতে পারে। অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম হবে প্রতি কেজি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাহিদি খেজুরের কেজি ১৭০-১৮০ টাকা।
দেশের বাজরে যে সকল জাতের খেজুর পাওয়া যায় সেগুলি প্রতি কেজি ১৫০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
আজওয়া খেজুরের দাম
সৌদি আরবের জনপ্রিয় খেজুরগুলোর মধ্যে এই আজওয়া খেজুর অন্যতম। সৌদির বিভিন্ন অঞ্চলে বিশেষত মদীনায় এই খেজুর বিশেষভাবে পাওয়া যায়। এমনকি বাংলাদেশেও অনেক জায়গায় আজওয়া খেজুর পাওয়া যায়। বর্তমানে সাধারণ মানের প্রতি কেজি আজওয়া খেজুরের দাম ৮০০ থেকে ১০০০ টাকা হতে পারে। এবং উন্নতমানের প্রতি কেজি আজওয়া খেজুরের দাম ২৩০০ থেকে প্রায় ২৫০০ টাকা হয়ে থাকে (দাম কম বেশি হতে পারে)।
মরিয়ম খেজুরের দাম ২০২৪
সৌদি আরবের জনপ্রিয় খেজুরগুলোর মধ্যে এই মরিয়ম খেজুর একটি। বর্তমানে সাধারণ মানের প্রতি কেজি মরিয়ম খেজুরের দাম ৫০০ থেকে ৬০০ টাকা হতে পারে। এবং উন্নতমানের প্রতি কেজি আজওয়া খেজুরের দাম ৮৫০ থেকে প্রায় ৯০০ টাকা হয়ে থাকে (দাম কম বেশি হতে পারে)।
জাহিদি খেজুরের দাম কত
দেশের বাজারে সর্বাধিক প্রচলিত খেজুর হচ্ছে জাহিদি খেজুর। বর্তমানে সাধারণ মানের প্রতি কেজি জাহিদি খেজুরের দাম ১৭০ থেকে ১৮০ টাকা হতে পারে। এবং উন্নতমানের প্রতি কেজি জাহিদি খেজুরের দাম ২০০ থেকে প্রায় ২৫০ টাকা হয়ে থাকে (দাম কম বেশি হতে পারে)।
আরো দেখুনঃ
- পেঁয়াজের কেজি কত । পেঁয়াজের আজকের বাজার দর । Peyajer Dam
- আজকের কাঁচা মরিচের দাম । ১ কেজি কাঁচা মরিচের দাম কত?
- আজকের ডিমের দাম । ১ হালি ডিমের দাম কত । Ajker Dimer Dam
খুরমা খেজুরের দাম কত
খুরমা খেজুর মধ্যেপ্রাচ্যের দেশ গুলো যেমন সৌদি আরব, ইরাক ,ইরান থেকে বাংলাদেশে আমদানি করা হয়। শুকনো খেজুরকেই খুরমা খেজুর বলা হয়। বর্তমানে প্রতি কেজি খুরমা খেজুরের দাম ২০০ থেকে ৮০০ টাকার উপরে।
কালমি খেজুরের দাম ২০২৪
কালমী খেজুরের উৎপত্তিস্থল মাদীনা মুনাওয়ারায় । যদিও মাদীনায় এই খেজুর ‘সাফাওয়ি’ নামে অধিক পরিচিত। বর্তমানে সাধারণ মানের প্রতি কেজি কালমি খেজুরের দাম ৭০০ থেকে ৮০০ টাকা হতে পারে। এবং উন্নতমানের প্রতি কেজি কালমি খেজুরের দাম ৮০০ থেকে প্রায় ১০০ টাকা হয়ে থাকে (দাম কম বেশি হতে পারে)।
মাবরুম খেজুরের দাম
মদিনার মাবরুম খেজুরকে বাংলাদেশে মরিয়ম খেজুর হিসেবে সবাই চিনে। মাবরুম খেজুর প্রচন্ড মিষ্টি এবং চাবানোর কিছুক্ষণ পর অনেকটা চুইংগামের মত হয়ে যায়। বর্তমানে প্রতি কেজি খুরমা খেজুরের দাম ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে।
খেজুর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
খেজুর কোন ধরনের বৃক্ষ?
খেজুর এক ধরনের তালজাতীয় শাখাবিহীন বৃক্ষ।
খেজুরের বৈজ্ঞানিক নাম কি?
খেজুরের বৈজ্ঞানিক নাম ফিনিক্স ড্যাকটিলিফেরা (Phoenix dactylifera)।
খেজুরে কি কি পুষ্টিগুন রয়েছে?
খেজুরে রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক। পুষ্টিবিজ্ঞানীরা খেজুরকে ‘সুপারফুড’ বলে অভিহিত করেন।
সরকারের বেঁধে দেওয়া খেজুরের দাম কত?
চলতি রমজান মাসে খুজুরের দাম অতিরিক্ত হারে বেড়ে যাওয়ার সরকার খেজুরের বিক্রয় মূল্য নির্ধারণ করছে যাতে করে কম আয়ের মানুষ রোজা শেষে খেজুর খেতে পারে। অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম হবে প্রতি কেজি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাহিদি খেজুরের কেজি ১৭০-১৮০ টাকা।
এক কেজি মরিয়ম খেজুরের দাম কত?
বর্তমানে সাধারণ মানের প্রতি কেজি মরিয়ম খেজুরের দাম ৫০০ থেকে ৬০০ টাকা হতে পারে। এবং উন্নতমানের প্রতি কেজি আজওয়া খেজুরের দাম ৮৫০ থেকে প্রায় ৯০০ টাকা হয়ে থাকে (দাম কম বেশি হতে পারে)।
১ কেজি আজওয়া খেজুরের দাম?
বর্তমানে সাধারণ মানের প্রতি কেজি আজওয়া খেজুরের দাম ৮০০ থেকে ১০০০ টাকা হতে পারে। এবং উন্নতমানের প্রতি কেজি আজওয়া খেজুরের দাম ২৩০০ থেকে প্রায় ২৫০০ টাকা হয়ে থাকে (দাম কম বেশি হতে পারে)।
প্রিয় পাঠক, আশা করছি বর্তমান বাজারে চলমান সকল ধরণের খেজুরের দাম সম্পর্কে জানতে পেরেছেন এতে বাজার করার পূর্বে একটা ধারণা নিয়ে নিতে পারবেন।খেজুর কেনার সময় অবশ্যই দামাদামি করে নিবেন কারণ এসব পন্যের দাম মাঝে মধ্যেই কমবেশি হতে পারে। ধন্যবাদ