আজকের নিবন্ধে আমরা নির্মাণ সামগ্রীর দাম নিয়ে আলোচনা করা হবে। একটি সুন্দর ভবন/বাড়ি তৈরি করতে প্রয়োজনীয় ইট, বালি, সিমেন্ট ও রড কিনতে মোট কত টাকা খরচ হবে তার একটি ধারনা পাবেন এখান থেকে। বর্তমানে প্রায় সকল নির্মাণ সামগ্রীর দাম বেড়েই চলেছে। বর্তমানে প্রতি টন রডের দাম ৯৫,০০০ থেকে ৯৯,০০০ টাকার মধ্যে। সিমেন্টের দাম প্রতি বস্তায় ৫০ থেকে ৮০ টাকা মূল্য বেড়েছে।
সূচীপত্র
নির্মাণ সামগ্রীর দাম সম্পর্কে আমরা গুগলে আজকের ইটের দাম,আজকের রডের দাম কত,আজকের সিমেন্টের দাম কত,কোন সিমেন্টের দাম কত,আজকের বালির দাম কত,এক বান টিনের দাম কত,ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম কত,রং এর দাম ২০২৪,টাইলস এর দাম এবং সাইজ,বিএসআরএম রডের আজকের দাম,একেএস রডের আজকের দাম ২০২৪,কেএসআরএম রডের দাম সম্পর্কে জানতে চাই। এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জেনে নিতে পারবেন।
আজকের নির্মাণ সামগ্রীর দাম (রড, সিমেন্ট, বালি ও ইট)
(সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং)
আজকের রডের দাম কত
একটি ভবন/বাড়ি নির্মানে রডের বিকল্প নেই। গত বছর থেকেই রডের দাম বেড়েই চলেছে। মে মাসেও রডের দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রেডের রড পাওয়া যায়। কোম্পানি ও গ্রেডের উপর নির্ভর করে প্রতি টন রডের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সাধারণ মানের ১ টন রডের দাম ৯৩,০০০ টাকার মতো। বাজারে রডের দাম এক বছর আগেও ছিলো প্রতি কেজি ৭০-৭৫ টাকার মতো। আজকের ১ কেজি রড বিক্রি হচ্ছে ৯৫-১০২ টাকায়। যা আগে ছিলো ৮৫ থেকে ৯০ টাকার মতো। রড শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয় বলে বর্তমানে রড়ের উৎপাদন খরচ বেড়ে গেছে। বাজারে বর্তমানে বিএসআরএম কোম্পানীর রড়ের দাম সবচেয়ে বেশি। বিএসআরএম ১ টন রড বিক্রি করছে ১,০২০০০ টাকায়।
আজকের ১ টন রডের দাম টিসিবির বাজার দর অনুযায়ী
টিসিবির বাজর দর অনুযায়ী এক টন রডের দামঃ
- এমএস রড (৬০ গ্রেড) ১ মেঃ টন ৯৯,০০০ টাকা (এক সপ্তাহ পূর্বেও ছিলো ৯২,০০০ টাকা থেকে ৯৯,০০০ টাকা)।
- এমএস রড (৪০ গ্রেড) ১ মেঃ টন ৯০,৫০০ টাকা (এক সপ্তাহ পূর্বেও ছিলো ৮৭,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা)।
কোম্পানী অনুযায়ী ১ টন রডের দাম
বাজারে বিভিন্ন কোম্পানীর রড পাওয়া যায় তার মধ্যে বিএসআরএম,একেএস,জিপিএইচ,কেএসআরএম অন্যতম।
রড ব্যান্ড | বর্তমান দাম ( টন ) |
---|---|
BSRM | ৯৮,৫০০ |
AKS | ৯৬,৫০০ |
KSRM | ৯৫,০০০ |
CSRM | ৮৯,৫০০ |
BSI | ৮৮,৫০০ |
SSRM | ৮৯,০০০ |
Famous Steel | ৮৯,০০০ |
Suma Steel | ৮৯,২০০ |
Baizid Steel | ৯২,০০০ |
Angel Rate | ৯৫,০০০ |
HKG | ৮৮,৫০০ |
Mohammadi Steel | ৯১,০০০ |
GPH | ৯৬,৫০০ |
JSRM | ৯০,৫০০ |
Anwar Ispat | ৯৫,০০০ |
PHP Steels | ৯৫,০০০ |
Hi Teck | ৮৮,৫০০ |
ZSRM | ৮৯,৫০০ |
RSM | ৯৩,০০০ |
SS | ৯১,৫০০ |
ASBRM | ৮৮,৫০০ |
RRM | ৮৮,৫০০ |
HRRM | ৮৮,৫০০ |
KING | ৮৮,৫০০ |
PRIME | ৮৮,৫০০ |
সিমেন্টের আজকের বাজার দর
কংক্রিটের ভবন/ বাড়ি নির্মাণে সিমেন্ট প্রথম সারির নির্মাণ সামগ্রী। দেশের বাজারে প্রতি বস্তায় দেশের সকল উন্নতমানের সিমেন্টের দাম ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়ে গেছে । বাংলাদেশে বেশ কয়েকটি সিমেন্ট কোম্পানি রয়েছে। সিমেন্টের গুনগত মানের ভিত্তিতে বস্তা প্রতি দাম কমবেশি হয়ে থাকে। বাজরে হোলসিম ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট ৬২৫ টাকায় বিক্রি হচ্ছে যা বাংলাদেশের সিমেন্টের বাজারে সর্বোচ্চ। শাহ সিমেন্ট পাওয়া যাচ্ছে ৫৪৫ টাকায় যা বাজরে সর্বনিম্ন দাম।
কোম্পানি অনুযায়ী এক বস্তা সিমেন্টের দাম নিচে দেওয়া হলোঃ
- হোলসিম ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট ১ বস্তার দাম ৬২৫ টাকা।
- হোলসিম সিমেন্ট ১ বস্তার দাম ৫৬০ টাকা।
- সেভেন রিংস সিমেন্ট ১ বস্তার দাম ৫৪০ টাকা।
- বসুন্ধরা কিং সিমেন্ট ১ বস্তার দাম ৫৩৫ টাকা।
- ফেস সিমেন্ট ১ বস্তার দাম ৫৩৫ টাকা।
- আকিজ সিমেন্ট ১ বস্তার দাম ৫৪৫ টাকা।
- শাহ সিমেন্ট ১ বস্তার দাম ৫৪৫ টাকা।
- ক্রাউন সিমেন্ট ১ বস্তার দাম ৫৬০ টাকা।
- শাহ পপুলার সিমেন্ট ১ বস্তার দাম ৫৩৫ টাকা।
- প্রিমিয়ার সিমেন্ট ১ বস্তার দাম ৫৪০ টাকা।
- টাইগার সিমেন্ট ১ বস্তার দাম ৫৩৫ টাকা।
- সেভেন হর্স সিমেন্ট ১ বস্তার দাম ৫৪০ টাকা।
- মেট্রো সিমেন্ট ১ বস্তার দাম ৫৩০ টাকা।
- ইস্টার্ন সিমেন্ট ১ বস্তার দাম ৫৩৫ টাকা।
- আনোয়ার সিমেন্ট ১ বস্তার দাম ৫৩৫ টাকা।
- বেঙ্গল সিমেন্ট ১ বস্তার দাম ৫২৫ টাকা।
- এংকর সিমেন্ট ১ বস্তার দাম ৫৩০ টাকা।
- গাজী সিমেন্ট ১ বস্তার দাম ৫৩৫ টাকা।
- আমান সিমেন্ট ১ বস্তার দাম ৫৩৫ টাকা।
আরো দেখুনঃ
- আজকের বাজার দর | Ajker Bazar Dor
- আজকের টাকার রেট (সকল দেশ) । Ajker Takar Rate
- আজকের ডলার রেট | ১ ডলার = কত টাকা? | Dollar to BDT Rate
- আজকের গ্যাস সিলিন্ডারের দাম । TODAY LP GAS CYLINDER PRICE
- আজকের সোনার দাম কত | GOLD PRICE IN BD
- আজকের কাঁচা মরিচের দাম । ১ কেজি কাঁচা মরিচের দাম কত?
আজকের বালির দাম
ভবন নির্মানে বালুর চাহিদা ব্যাপক। ভবন/বাড়ি নির্মান করতে সিমেন্টের সাথে লাল বা মোটা বালির প্রয়োজন হয়। ১ ট্রাক বালু/বালি দাম বর্তমানে ১০০০০-১১০০০ টাকা। জায়গা বিশেষ ১১৫০০-১৫০০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
আজকের টিনের দাম
কংক্রিটের ভবন/বাড়ি নির্মাণের আগে মানুষ টিন দিয়ে বাড়ি তৈরি করতো। বর্তমানে কংক্রিটের ভবন/বাড়ি নির্মাণের কারণে টিনের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। বাজারে ৬ থেকে শুরু করে ১১ বা ১২ ফিট পর্যন্ত টিন পাওয়া যায়।গুন গত মান ও কোম্পানি অনুযায়ী টিনের দাম নির্ভর করে।আবার সাইজ অনুযায়ী টিনের দাম ভিন্ন হয়। বাজারে ১ বান টিনের দাম ৩১০০ টাকা থেকে ৯৮০০ টাকা পর্যন্ত।
- মুরগি মার্কা ঢেউটিন ১ বান এর দাম ৩১০০ টাকা থেকে শুরু করে ৯০০০ টাকা।
- আবুল খায়ের গরু মার্কা ১ বান টিনের দাম সাইজ অনুযায়ী ২৬৫০ টাকা থেকে শুরু করে ৮২০০ টাকা।
- ১ বান রঙ্গিন টিনের দাম সাইজ অনুযায়ী ৩০০০ হাজার টাকা থেকে ৯৮০০ টাকা।
আজকের ইটের দাম
ভবন নির্মানে ইটের চাহিদা অপরিসীম। ইট ছাড়া ভবন নির্মান করা অসম্ভব। বাড়ি করার পূর্বে ইটের দাম ও ভালো মানের ইট নির্বাচন করে নিতে হয়। বর্তমানে ইদ তৈরি করার জ্বালানী ও মুজুরি বৃদ্ধি পাওয়ায় ইটের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। পূর্বে এক নাম্বার ইটের দাম ৮-৯ টাকা ছিলো সেখানে আজকে ইটের দাম বেড়ে ১১-১৩ টাকায় পৌছেছে আর অটোমেটিক তৈরি করা ইটের দাম হয়েছে ১৬ টাকা বা কিছু জায়গায় ১৭ টাকা।
নিচে বিভাগ ভেদে ইটের দাম ছক আকারে দেওয়া হলোঃ
বিভাগের নাম | ১০০০ ইটের দাম |
ঢাকা বিভাগে এক নাম্বার ইটের দাম | ১২,৫০০ |
চট্রগ্রাম বিভাগে এক নাম্বার ইটের দাম | ১৩,৫০০ |
সিলেট বিভাগে এক নাম্বার ইটের দাম | ১২,৭০০ |
ময়মনসিংহ বিভাগে এক নাম্বার ইটের দাম | ১২,১০০ |
রংপুর বিভাগে এক নাম্বার ইটের দাম | ১৩,০০০ |
রাজশাহী বিভাগে এক নাম্বার ইটের দাম | ১২,৫০০ |
খুলনা বিভাগে এক নাম্বার ইটের দাম | ১২,৪০০ |
বরিশাল বিভাগে এক নাম্বার ইটের দাম | ১২,৩০০ |
নির্মান সামগ্রীর দাম সব সময় উঠানামা করে আমাদের দামের হিসাব গুলি আপনার এলাকায় কমবেশি হয়ে থাকতে পারে তাই দাম যাচাই বাছাই করেই নির্মান সামগ্রী ক্রয় করুন।
আজকের নির্মাণ সামগ্রীর দাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
আজকে বিএসআরএম (BSRM) এক টন রডের দাম কত?
বিএসআরএম (BSRM) এক টন রডের দাম ৯৭,৫০০ টাকা।
আজকে এক বস্তা সিমেন্টের দাম কত?
আজকে এক বস্তা সিমেন্টের দাম ৫৩৫ টাকা।
এক বস্তা বসুন্ধরা কিং সিমেন্টের দাম কত টাকা?
আজকে বসুন্ধরা কিং সিমেন্ট ১ বস্তার দাম ৫৩৫ টাকা।
মুরগি মার্কা ঢেউটিন ১ বান এর দাম কত?
মুরগি মার্কা ঢেউটিন ১ বান এর দাম ৩১০০ টাকা থেকে শুরু করে ৯০০০ টাকা।
আজকে ১০০০ ইটের দাম কত?
আজকের ১০০০ ইটের দাম ১২,৫০০ টাকা।
আশা করছি আজকের নির্মাণ সামগ্রীর দাম (রড, সিমেন্ট, বালি ও ইট) এর তালিকাটি আপনাদের ভবন/বাড়ি নির্মান খরচের একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। এছাড়াও দৈনন্দিন সকল দ্রব্য সামগ্রীর বাজার মূল্য জানতে আমাদের বাজার দর সেকশনে চোখ রাখতে পারেন। ধন্যবাদ
পাথরের দাম দিলে ভালো হতো
এখানকার বাজারের চেয়ে আমাদের এখানে একনাম্বার ইটের দাম অনেক কম এবং সস্তা একনাম্বার ইটের দাম 10-১১ হাজার টাকা হাজারে দের হাজার টাকা কম বুঝছেন এক্সপ্রেস বিডি কত চড়া মুল্য নির্ধারণ করেছে