আজকের সোনা/স্বর্ণের দাম । ০৪ জানুয়ারি। Ajker Sonar Dam 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন
আজকের সোনার দাম কত?
আজকের সোনার দাম কত

স্বর্ন বা সোনা হচ্ছে পৃথিবির সবচেয়ে মূল্যবান ধাতু। প্রাচীন যুগ থেকেই সোনাকে মূল্যবান ধাতু হিসেবে ধরা হয়ে থাকে । কাগজের টাকা আবিষ্কারের পূর্বে সোনার মুদ্রার প্রচলন ছিল। বর্তমান বিশ্বের প্রায় সকল দেশেই দামী ও মূল্যবান জিনিসটির নাম হচ্ছে সোনা। দিন দিন সোনার চাহিদা বেড়েই চলেছে সেই সাথে বাড়ছে দাম। সোনার গহনা নারীদের কাছে বেশ পছন্দনীয় অলংকার। সোনার তৈরি গহনা নারীদের সুন্দর্য বৃদ্ধি করে।

আজকের এই নিবন্ধের মাধ্যমে সোনা ও রুপার দাম সম্পর্কে বিস্তারিত জানব। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সোনা ও রুপার দাম নির্ধারন করে থাকে। বাজুস হতে তথ্য সংগ্রহ করে সোনার দাম ও রূপার দাম এখানে নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করবো।

আজকের এই নিবন্ধে যে সকল বিষয়ে আলোচনা করবো সেগুলো হলোঃ

  • সোনার সর্বশেষ দাম ২০২৫।
  • রুপার সর্বশেষ দাম ২০২৫।
  • ক্যারেট অনুযায়ী সোনার মান।
  • সোনার হিসাব (ভরি,আনা,রতি)।

আমরা সোনার দাম সম্পর্কে সোনার দাম কত,আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৪,বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম ২০২৪,আজকের স্বর্ণের দাম বাংলাদেশ,১ ভরি সোনার দাম কত বাংলাদেশে,আজকের সোনার দাম কত ২০২৪, জানতে চাই। সোনা বা রুপা কেনার আগে আমাদের এখান থেকে অনুমান করে নিতে পারবেন।

১ ভরি সোনার দাম কত?

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৫ টাকা।
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ৪ টাকা।
সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৬০৪ টাকা।

প্রতি ভরি সোনায় ১,২৪৮ কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ১ লাখ ৩৩ হাজার ৫ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি কিনতে খরচ হবে ১ লাখ ১৪ হাজার ৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ৬০৪ টাকা।

🔴সোনার সর্বশেষ দাম

  • ১৮ ক্যারেট এক ভরি সোনার দাম ১,১৪,০০৪ টাকা (সর্বশেষ)। পূর্বে ছিলো ১,১৫,০৩০ টাকা। ১ ভরিতে দাম কমেছে ১,০২৬ টাকা।
  • ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৩৩,০০৫ টাকা (সর্বশেষ)। পূর্বে ছিলো ১,৩৪,১৯৮ টাকা। ১ ভরিতে দাম কমেছে ১,১৮৯ টাকা।
  • ২২ ক্যারেট ১ ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১,৩৯,৩৩৮ টাকা (সর্বশেষ)। পূর্বে ছিলো ১,৪০,৫৮৬ টাকা। ১ ভরিতে দাম কমেছে ১,২৪৮ টাকা।
  • সনাতন পদ্ধতিতে ১ ভরি সোনার দাম ৯৩,৬০৪ টাকা (সর্বশেষ))। পূর্বে ছিলো ৯৪,৪৭৮ টাকা। ১ ভরিতে দাম কমেছে ৮৭৪ টাকা।

আজকের সোনা/স্বর্ণের দাম কত ২০২৪

আজকের সোনার দাম কত? এই বিষয়টি আমরা সবাই জানতে চাই। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর নির্ধারিত সর্বশেষ (২৩/১২/২০২৪ ইং) তারিখের ১৮,২১,২২ ক্যারেট (হলমার্ককৃত) সোনা ও সনাতন পদ্ধতির সোনার দাম নিচের ছকে উল্লেখ করা হলোঃ

সোনার মানপ্রতি গ্রামের মূল্য (টাকায়)
২২ ক্যারেট (হলমার্ককৃত) সোনার দাম১১,৯৪৬/-
২১ ক্যারেট (হলমার্ককৃত) সোনার দাম১১,৪০৩/-
১৮ ক্যারেট (হলমার্ককৃত) সোনার দাম৯,৭৭৪/-
সনাতন পদ্ধতির সোনার দাম৮,০২৫/-

আজকের রুপার দাম কত ২০২৪

আজকের রুপার দাম কত? বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর নির্ধারিত সর্বশেষ (২৩/১২/২০২৪ ইং) রুপার ১৮,২১,২২ ক্যারেট (হলমার্ককৃত) রুপা ও সনাতন পদ্ধতির রুপার দাম নিচের ছকে উল্লেখ করা হলোঃ

রুপার মানপ্রতি গ্রামের মূল্য (টাকায়)
২২ ক্যারেট (হলমার্ককৃত) রুপার দাম২২১/-
২১ ক্যারেট (হলমার্ককৃত) রুপার দাম২১০/-
১৮ ক্যারেট (হলমার্ককৃত) রুপার দাম১৮১/-
সনাতন পদ্ধতি (হলমার্ককৃত) রুপার দাম১৩৬/-

১ আনা সোনার দাম

বাজুস এর ২৩/১২/২০২৪ এর সোনার দাম অনুযায়ী ২২ ক্যারেট ১ আনা সোনার দাম ৮,৭০৯ টাকা।

ক্যারেট অনুযায়ী সোনার মান

সোনা ক্যারেট অনুসারে ৬ ভাগে ভাগ হয়ে থাকে। সোনা/রুপা কেনাবেচার ক্ষেত্রে ৩ ধরনের বেশি ব্যবহার হয়ে থাকে যেমন ২২ ক্যারেট,২১ ক্যারেট ও ১৮ ক্যারেট। আমারা অনেকে কত ক্যারেট এর সোনা/রুপার মান কত বা কতটুকু বিশুদ্ধ তা জানতে চাই নিচের ছক থেকে সোন/রুপার মানের স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন।

ক্যারেটসোনা/রুপার মান
২২ ক্যারেট১০০ % (শতভাগ বিশুদ্ধ)
২১ ক্যারেট৯১.৭ %
১৮ ক্যারেট৭৫ %
১৪ ক্যারেট৫৭.৩ %
১২ ক্যারেট৫০ %
১০ ক্যারেট১০%

সোনার হিসাব (ভরি,আনা,রতি)

সোনা/রুপার পরিমাপ পদ্ধতি একটু ভিন্ন । আমরা ওজন পরিমাপের জন্য গ্রাম বা কেজি সম্পর্কে সবাই কমবেশি জানি কিন্তু সোনা বা রুপা একটু অন্য নামে পরিমাপ করা হয় যেমন ভরি,আনা,রতি। এখানে আমারা সোনার হিসেব সম্পর্কে জানার চেষ্টা করবো।

বাংলাদেশের হিসাব পদ্ধতি অনুসারেঃ

১ ভরি১৬ আনা
১ ভরি৯৬ রতি
১ আনা৬ রতি

বাহিরে দেশের হিসাব পদ্ধতি অনুসারেঃ

এক আউন্স২.৪৩০৫ ভরি
এক আউন্স২৮.৩৪৯৫ গ্রাম
১ ভরি০.৪১১৪৩ আউন্স
১ ভরি১১.৬৬৩৮ গ্রাম

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর প্রেস বিজ্ঞপ্তি

পিডিএফ ডাউনলোড

প্রশ্ন ও উত্তরঃ

আজকের ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম কত?

২২ ক্যারেট ১ ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১,৩৯,৩৩৮ টাকা (সর্বশেষ)। পূর্বে ছিলো ১,৪০,৫৮৬ টাকা। ১ ভরিতে দাম কমেছে ১,২৪৮ টাকা।

আজকের ২১ ক্যারেট ১ ভরি সোনার দাম কত?

২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৩৩,০০৫ টাকা (সর্বশেষ)। পূর্বে ছিলো ১,৩৪,১৯৮ টাকা। ১ ভরিতে দাম কমেছে ১,১৮৯ টাকা।

আজকের ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম কত?

১৮ ক্যারেট এক ভরি সোনার দাম ১,১৪,০০৪ টাকা (সর্বশেষ)। পূর্বে ছিলো ১,১৫,০৩০ টাকা। ১ ভরিতে দাম কমেছে ১,০২৬ টাকা।

প্রিয় পাঠক, আশা করছি “আজকের সোনার দাম” শিরনামের নিবন্ধ থেকে সোনা ও রুপার সর্বশেষ দাম ,সোনা/রুপার মান ও পরিমাপ পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। নিবন্ধটি ভালো লাগলে অথবা বর্তমান বাজারের বিভিন্ন পন্যের দাম জানতে আমাদের “এক্সপ্রেস বিডি“ সাইটি ভিজিট করার অনুরোধ রইলো। ধন্যবাদ

5/5 - (8 votes)

মন্তব্য করুন

x