এশিয়া কাপ ২০২৩ সময়সূচী । এশিয়া কাপে বাংলাদেশ দলের স্কোয়াড। Asia Cup 2023

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

এশিয়া কাপ ২০২৩ঃ ২০২৩ সালের এশিয়া কাপ হচ্ছে এশিয়া কাপের ১৬ তম আসর । ১৯৮৩ সাল থেকে এশিয়া মহাদেশের দেশ গুলোর মধ্যে ক্রিকেট খেলা প্রচারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে সেই থেকে ১৯৮৪ সাল থেকে দুই বছর পর পর এশিয়া কাপ অনুষ্টিত হয়ে আসছে। এবারের এশিয়া কাপ ২০২৩ অনুষ্টিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় । আসরটির ম্যাচগুলো একদিনের আন্তর্জাতিক সংস্করণে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ,ভারত,পাকিস্থান,শ্রীলঙ্কা ,আফগানিস্তান ও নেপাল এই ছয়টি দেশ নিয়ে ক্রিকেট এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। এশিয়া কাপ ২০২৩ ক্রিকেট খেলাটি ৩০ আগস্ট ২০২৩ তারিখে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর ২০২৩ ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী
এশিয়া কাপ ২০২৩ সময়সূচী

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী

সকল জল্পনা-কল্পনার অবকাশ ঘটিয়ে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের এশিয়া কাপ ক্রিকেট খেলার সময়সূচি। উক্ত খেলায় অংশগ্রহন করবে এশিয়া মহাদেশের ছয়টি দল। ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলার সিডিউল করা হয়েছে।

গ্রুপ ‘এ’: পাকিস্তান (এ১), ভারত (এ২), নেপাল (যারা সুপার ফোরে উঠতে ব্যর্থ হবে তাদের অবস্থান নেবে নেপাল অর্থাৎ এ১ বা এ২)।

গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা (বি১), বাংলাদেশ (বি২), আফগানিস্তান (যারা সুপার ফোরে উঠতে ব্যর্থ হবে তাদের অবস্থান নেবে আফগানিস্তান অর্থাৎ বি১ বা বি২)।

এশিয়া কাপ ২০২৩ গ্রুপ পর্বের সময়সূচী
তারিখম্যাচভেন্যু
৩০ আগস্টপাকিস্তান-নেপালমুলতান
৩১ আগস্টবাংলাদেশ-শ্রীলঙ্কাক্যান্ডি
২ সেপ্টেম্বরভারত-পাকিস্তানক্যান্ডি
৩ সেপ্টেম্বরবাংলাদেশ-আফগানিস্তানলাহোর
৪ সেপ্টেম্বরভারত-নেপালক্যান্ডি
৫ সেপ্টেম্বরশ্রীলঙ্কা-আফগানিস্তানলাহোর
এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর এর সময়সূচী
তারিখম্যাচভেন্যু
৬ সেপ্টেম্বরএ১-বি২লাহোর
৯ সেপ্টেম্বরবি১-বি২কলম্বো
১০ সেপ্টেম্বরএ১-এ২কলম্বো
১২ সেপ্টেম্বরএ২-বি১কলম্বো
১৪ সেপ্টেম্বরএ১-বি১কলম্বো
১৫ সেপ্টেম্বরএ২-বি২কলম্বো
এশিয়া কাপ ২০২৩ ফাইনাল খেলার সময়সূচী
তারিখম্যাচভেন্যু
১৭ সেপ্টেম্বরসুপার ফোর১-সুপার ফোর২কলম্বো

এশিয়া কাপে বাংলাদেশ দলের স্কোয়াড

এশিয়া কাপের জন্য বিসিবি ১৭ জনের স্কোয়াড ঘোষনা করেছে। সাকিল আল হাসান কে বাংলাদেশ দলের অধিনায়ক করে দলকে সাজানো হয়েছে। এশিয়া কাপে বাংলাদেশ দলের স্কোয়াড:

  • সাকিব আল হাসান (অধিনায়ক)
  • লিটন কুমার দাস
  • তানজিদ হাসান তামিম
  • নাজমুল হোসেন শান্ত
  • তাওহিদ হৃদয়
  • মুশফিকুর রহিম
  • মেহেদী হাসান মিরাজ
  • মোস্তাফিজুর রহমান
  • হাসান মাহমুদ
  • শেখ মেহেদী হাসান
  • নাসুম আহমেদ
  • শামীম হোসেন পাটোয়ারি
  • তাসকিন আহমেদ
  • আফিফ হোসেন
  • শরিফুল ইসলাম
  • ইবাদত হোসেন
  • নাঈম শেখ

এশিয়া কাপ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

এশিয়া কাপ ২০২৩ এশিয়া কাপের কততম আসর?

২০২৩ সালের এশিয়া কাপ হচ্ছে এশিয়া কাপের ১৬ তম আসর ।

এশিয়া কাপ ২০২৩ ক্রিকেট খেলার দল কয়টি?

বাংলাদেশ ,ভারত,পাকিস্থান,শ্রীলঙ্কা ,আফগানিস্তান ও নেপাল এই ছয়টি দেশ নিয়ে ক্রিকেট এশিয়া কাপ ২০২৩ অনুষ্টিত হচ্ছে।

এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড কত জনের?

এশিয়া কাপের জন্য বিসিবি ১৭ জনের স্কোয়াড ঘোষনা করেছে।

প্রিয় পাঠকবৃন্ধ, আশা করছি এশিয়া কাপ ২০২৩ ক্রিকেট খেলার দলের নাম, খেলার সময়সূচী,ভেন্যু ও বাংলাদেশ দলের স্কোয়াডে কে কে থাকছে সেসকল বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। খেলাধুলার সকল তথ্য আমাদের সাইটে নিয়মিত দেখতে চোখ রাখুন। ধন্যবাদ

4.7/5 - (12 votes)

মন্তব্য করুন

আপডেট জানতে চান হ্যা