বাংলাদেশে মোটরসাইকেল/বাইক চালান অথচ বাজাজ ডিসকভার বাইক চিনে না এমন লোক পাওয়া দুস্কর। বাজাজ একটি ইন্ডিয়ান বহুজাতিক প্রতিষ্ঠান তারই অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে বাজাজ অটো লিমিটেড। বাজাজ অটো লিমিটেড মোটর সাইকেল ও সিএনজি তৈরি করে। ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশেও বাজাজ মোটর সাইকেল ও সিএনজি গুলো ব্যাপক জনপ্রিয়।
সূচীপত্র
বাংলাদেশের মটরসাইকেল বাজারে কমিউটার সেগমেন্টে সবচেয়ে জনপ্রিয় বাইকের কথা বললে বাজাজের ডিসকভার (Discover Series) সিরিজ এর নাম সবার আগে আসে। বাজাজ ডিসকভার (Bajaj Discover Series) সিরিজ এর বাইক গুলো পছন্দ করে না এমন বাইক প্রেমী খুব কমই আছে।
বাজাজের মোটরসাইকেল/বাইক এর মডেল ও ডিজাইনের কারনে দেশের বাজারে বাজাজ ব্যান্ডের বাইক গুলো ব্যাপক জনপ্রিয়। দেশে বাজাজ ব্যান্ডের জনপ্রিয় বাইক গুলো হলো বাজাজ প্লাটিনা,বাজাজ সিটি,বাজাজ ডিসকভার,বাজাজ পালসার অন্যতম।
আজকের নিবন্ধে আমরা বাজাজ ডিসকভার বাইকের দাম সম্পর্কে জানবো। বাজাজ বাইক কেনার আগে আমরা যেসকল বিষয় সম্পর্কে জেনে নিতে চাই যেমন বাজাজ ডিসকভার বাইকের দাম,ডিসকভার 125 সিসি দাম কত,Bajaj Discover Biker Dam 2023,ডিসকভার 125 বাংলাদেশ প্রাইস,ডিসকভার 125 নিউ মডেল,বাজাজ ডিসকভার নতুন মডেল,বাজাজ মোটরসাইকেলের দাম ২০২৩,বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৩,বাজাজ ডিসকভার ১১০ সিসি দাম ২০২৩,বাজাজ ডিসকভার ১৫০ সিসি দাম ২০২৩।
বাজাজ ডিসকভার বাইকের দাম
কমিউটার বাইকের মধ্যে বাজাজ ডিসকভার বাইক গুলো বাইক প্রেমীদের মধ্যে জায়গা করে নিয়েছে অনেক আগেই। বাজাজ এর বাইক গুলোর ডিজাইন,ইঞ্জিন পারর্ফমেন্স এর জন্য দিনদিন বাজাজ বাইক বিক্রি বেড়ে গেছে দেশের বাজারে। বর্তমানে বাজাজ ডিসকভার সিরিজের (Bajaj Discover Series) দুইটি মডেল দেশের বাজারে পাওয়া যাচ্ছে যদিও পূর্বে বাজাজ ডিসকভার ১১০ সিসি, ১২৫ সিসি,১৩৫ সিসি ও ১৫০ সিসি মডেলের বাজাজ বাইক পাওয়া যেত। ২০২৩ সালের নতুন মডেলের বাজাজ ডিসকভার ১১০ সিসি ও ১২৫ সিসি ডিস্ক ব্রেক বাইক দুইটি পাওয়া যাবে।
বাজাজ ডিসকভার ১১০ সিসি ও ১২৫ সিসি ডিস্ক ব্রেক বাইকের দাম নিচে দেওয়া হলোঃ
(বাজাজ ডিসকভার ১১০ সিসি ও ১২৫ সিসি ডিস্ক ব্রেক বাইকের দাম সর্বশেষ আপডেট ২৮/০৭/২০২৩)
- বাজাজ ডিসকভার ১১০ সিসি বাইকের দাম ১,৩৭,০০০ টাকা।
- বাজাজ ডিসকভার ১২৫ সিসি বাইকের দাম ১,৫৩,০০০ টাকা।
উপরের দুইটি মডেলে থাকবে ডিস্ক ব্রেক সিস্টেম বর্তমানে ড্রাম ব্রেক সিস্টেমের বাইক গুলো বাজাজ আর দেশের বাজারে আনছে না।
বাজাজ ডিসকভার ১১০ সিসি দাম ২০২৩
যারা একটি শক্তপুক্ত বেশি দিন সার্ভিস দিবে এমন একটি কমিউটার বাইক খুজছেন তাদের জন্য বেস্ট চয়েজ বাজাজ ডিসকভার ১১০ সিসি মোটরবাইক। বাজাজ ডিসকভার ১১০ সিসি বাইক নিয়ে আপনি সিটি ও লং রোড সব জায়গায় ভালো পারর্ফমেন্স পাবেন। দেশের বাজারে বাজাজ ডিসকভার ১১০ সিসি বাইকের প্রচুর ডিমান্ড।
বাজাজ ডিসকভার ১১০ সিসি বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১১৫.৪৫ সিসি। ইঞ্জিন টুইন স্পার্ক, এয়ার কুল্ড, ৪ স্ট্রোক সহ ডিটিএস আই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাজাজ ডিসকভার ১১০ সিসি এর ট্রান্সমিশন সিস্টেম ম্যানুয়েল, রয়েছে ৪ স্পিড গিয়ার বক্স, সাথে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। বাইকের ব্রেকিং সিস্টেমে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক রয়েছে। বাইকের সাসপেনশন বেশ ভালো, সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছেনে হুইল ট্রাভেল নিট্রক্স সাসপেনশন রয়েছে। কনসল প্যানেলে আপনি ডিজিটাল ও এনালগের সমন্বয় পাবেন।
বাজাজ ডিসকভার ১১০ সিসি বাইকের ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা রির্জাভ সহ ১০ লিটার ও প্রতি লিটার তেলে মাইলেজ পাবেন ৬০/৬৫ কিঃমিঃ। বাইকটির হুইলবেস ১৩০৫ মিমি যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিমি। বাইকটির কার্ব ওজন ১১৯ কেজি।
বাজাজ ডিসকভার ১১০ সিসি দাম ২০২৩ঃ নতুন মডেলের ডিস্ক ব্রেক সিস্টেমের বাজাজ ডিসকভার ১১০ সিসি বাইকের দাম ১,৩৭,০০০ টাকা।
বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৩
বাজাজ গাড়ী যারা চালান তারা আবার গুড়ে ফিরে বাজাজের নতুন মডেলে বাইক গুলো আবার কিনেন। বাংলাদেশে বাজাজ মোটরবাইক গুলোর জন প্রিয়তা অনেক। বাজাজ ডিসকভার ১২৫ সিসি বাইক নিয়ে আপনি শহরে ও হাইওেয়েতে ভালো পারর্ফমেন্স পাবেন। দেশের বাজারে বাজাজ ডিসকভার ১২৫ সিসি বাইকের প্রচুর চাহিদা।
বাজাজ ডিসকভার ১২৫ সিসি বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ১২৪.৬ সিসি। ইঞ্জিন টুইন স্পার্ক, এয়ার কুল্ড, ৪ স্ট্রোক সহ ডিটিএস আই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাজাজ ডিসকভার ১২৫ সিসি এর ট্রান্সমিশন সিস্টেম ম্যানুয়েল, রয়েছে ৪ স্পিড গিয়ার বক্স, সাথে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। বাইকের ব্রেকিং সিস্টেমে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক রয়েছে। বাইকের সাসপেনশন বেশ ভালো, সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছেনে হুইল ট্রাভেল নিট্রক্স সাসপেনশন রয়েছে। কনসল প্যানেলে আপনি ডিজিটাল ও এনালগের সমন্বয় পাবেন।
বাজাজ ডিসকভার ১২৫ সিসি বাইকের ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা রির্জাভ সহ ৮ লিটার ও প্রতি লিটার তেলে মাইলেজ পাবেন ৫০/৫৫ কিঃমিঃ। বাইকটির হুইলবেস ১৩০৫ মিমি যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিমি। বাইকটির কার্ব ওজন ১২৪.৫ কেজি। বাজাজ ডিসকভার ১২৫ সিসি বাইকটি লাল, কালো-সবুজ, কালো-নীল, এবং কালো-লাল রঙের চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
বাজাজ ডিসকভার ১২৫ সিসি দাম ২০২৩ঃ নতুন মডেলের ডিস্ক ব্রেক সিস্টেমের বাজাজ ডিসকভার ১২৫ সিসি বাইকের দাম ১,৫৩,০০০ টাকা।
বাজাজ ডিসকভার বাইক সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
বাজাজ ডিসকভার ১১০ সিসি বাইকের দাম কত?
২০২৩ মডেলের ডিস্ক ব্রেক সিস্টেমের বাজাজ ডিসকভার ১১০ সিসি বাইকের দাম ১,৩৭,০০০ টাকা।
বাজাজ ডিসকভার ১২৫ সিসি বাইকের দাম কত?
২০২৩ মডেলের ডিস্ক ব্রেক সিস্টেমের বাজাজ ডিসকভার ১২৫ সিসি বাইকের দাম ১,৫৩,০০০ টাকা।
প্রিয় পাঠক, যারা বাজাজ ডিসকভার মডেলের বাইক কেনার কথা চিন্তা করছেন তাদের জন্যই আজকের আয়োজন। বাইক ক্রয় করার পূর্বে লেখাটি আপনাদের কাজে দিবে। এমন সকল ব্যান্ডের মোটরাইকের দাম আমাদের সাইটে দেখে নিতে পারেন। ধন্যবাদ