এক নজরে বাংলাদেশ | Bangladesh At a Glance 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

বাংলাদেশ | Bangladesh

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সার্বভৌম একটি রাষ্ট্র। পাকিস্থানের সাথে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সৃষ্টি হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ ২০°৩৪´ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ থেকে ৯২°৪১´ দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত।

এক নজরে বাংলাদেশ
এক নজরে বাংলাদেশ

আজকের এক নজরে বাংলাদেশ নামক প্রবন্ধে বাংলাদেশের অতি অত্যাবশ্যকীয় সর্বশেষ হালনাগাদ তথ্য উপস্থাপন করা হবে। অনেক পরিক্ষায় বাংলাদেশ সম্পর্কে ছোট-বড় প্রশ্ন হয়ে থাকে এছাড়াও বাংলাদেশ সম্পর্কে রচনা (বাংলাদেশকে জানুন) লিখতে বলা হয়। বাংলাদেশ প্রতিদিন নতুন নতুন রের্কড তৈরি করছে সে বিষয় গুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। বাংলাদেশ সম্পর্কে কিছু অজানা তথ্য নিচে দেওয়া হলো।

এক নজরে বাংলাদেশ | Bangladesh At a Glance

বাংলাদেশের সাংবিধানিক নামগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
বাংলাদেশের জন্ম১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
বাংলাদেশের উৎপত্তিবঙ্গ>বাঙ্গালা>সুবাহ -ই বাঙ্গালা>পূর্ববঙ্গ>পূর্ব পাকিস্তান>বাংলাদেশ।
বাংলাদেশের রাজধানীঢাকা।
বাংলাদেশের রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু
বাংলাদেশের প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টাড. মোহাম্মদ ইউনূস
বাংলাদেশের সরকার গঠন প্রক্রিয়াসংসদীয় পদ্ধতি।
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীচট্রগ্রাম।
বাংলাদেশের সীমানাপশ্চিমে-ভারতের পশ্চিমবঙ্গ।
উত্তরে-পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়।
পূর্বে-আসাম, ত্রিপুরা ও মিজোরাম।
দক্ষিণ-পূর্বে-মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য।
দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর।
বাংলাদেশের আয়তন১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
বাংলাদেশ আয়তনে বিশ্বে৯৪ তম।
বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্মইসলাম (১৯৮৮ সালে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা করা হয়।)
বাংলাদেশের ভাষাবাংলা।
বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ১৭ নভেম্বর ১৯৯৯ (ইউনেস্কো, প্যারিস)।
বাংলাদেশের জনসংখ্যা১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন ৷
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকবাংলাদেশ ব্যাংক
বাংলাদেশের মূদ্রার নামটাকা
বাংলাদেশের মাথাপিছু আয়২,৭৯৩ মার্কিন ডলার।
বাংলাদেশের সর্বমোট বিভাগ০৮ (আট) টি।
বাংলাদেশের সর্বমোট সিটি কর্পোরেশন১২ (বার) টি।
বাংলাদেশের সর্বমোট পৌরসভা৩২০ টি।
বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগচট্টগ্রাম।
বাংলাদেশের সর্বমোট জেলা৬৪ (চৌষট্টি) টি।
বাংলাদেশের সবচেয়ে বড় জেলারাঙামাটি।
শিল্প নগরী বলা হয় কোন বিভাগকেখুলনা বিভাগ।
বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটিময়মনসিংহ।
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা৩২ টি।
বাংলাদেশের চতুরকোনের জেলা সমূহপূর্বে-বান্দরবান
পশ্চিমে-নবাবগঞ্জ
উত্তরে-পঞ্চগর
দক্ষিনে-কক্সবাজার
বাংলাদেশের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ জেলাঢাকা
বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলাবান্দরবান।
বাংলাদেশ জনসংখ্যা বিশ্বে০৮ (আট) তম।
বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব১২৬৫ জন প্রতি বর্গ কিলোমিটারে।
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার১.২২ শতাংশ।
বাংলাদেশের মানুষের গড় আয়ু৭৪ বছর ৩ মাস।
বাংলাদেশের জলবায়ুমোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন।
বাংলাদেশের সাক্ষরতার হার৭৫%।
বাংলাদেশের শিক্ষাবোর্ড১০ টি।
বাংলাদেশের জাতীয় ফলকাঁঠাল।
বাংলাদেশের জাতীয় পাখিদোয়েল।
বাংলাদেশের জাতীয় প্রতিকশাপলা।
বাংলাদেশের জাতীয় খেলাকাবাডি।
বাংলাদেশের জাতীয় পশুরয়েল বেঙ্গল টাইগার।
বাংলাদেশের জাতীয় সঙ্গীতআমার সোনার বাংলা।
বাংলাদেশের জাতীয় পতাকার রংলাল-সবুজ।

বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ কত সালে স্বাধীন হয়?

বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

বাংলাদেশের আয়তন কত?

বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার।

আশা করছি এক নজরে বাংলাদেশ সম্পর্কে তথ্য সমূহ আপনাদের কাজে আসবে। সাধারন জ্ঞান সেকসনে এধরনে নানা ধরনের উপস্থাপনা থাকবে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। ধন্যবাদ

4.5/5 - (8 votes)

“এক নজরে বাংলাদেশ | Bangladesh At a Glance 2024”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন

x