বাংলাদেশ | Bangladesh
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সার্বভৌম একটি রাষ্ট্র। পাকিস্থানের সাথে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সৃষ্টি হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ ২০°৩৪´ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ থেকে ৯২°৪১´ দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত।
সূচীপত্র
আজকের এক নজরে বাংলাদেশ নামক প্রবন্ধে বাংলাদেশের অতি অত্যাবশ্যকীয় সর্বশেষ হালনাগাদ তথ্য উপস্থাপন করা হবে। অনেক পরিক্ষায় বাংলাদেশ সম্পর্কে ছোট-বড় প্রশ্ন হয়ে থাকে এছাড়াও বাংলাদেশ সম্পর্কে রচনা (বাংলাদেশকে জানুন) লিখতে বলা হয়। বাংলাদেশ প্রতিদিন নতুন নতুন রের্কড তৈরি করছে সে বিষয় গুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। বাংলাদেশ সম্পর্কে কিছু অজানা তথ্য নিচে দেওয়া হলো।
এক নজরে বাংলাদেশ | Bangladesh At a Glance
বাংলাদেশের সাংবিধানিক নাম | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। |
বাংলাদেশের জন্ম | ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। |
বাংলাদেশের উৎপত্তি | বঙ্গ>বাঙ্গালা>সুবাহ -ই বাঙ্গালা>পূর্ববঙ্গ>পূর্ব পাকিস্তান>বাংলাদেশ। |
বাংলাদেশের রাজধানী | ঢাকা। |
বাংলাদেশের রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু |
বাংলাদেশের প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা | ড. মোহাম্মদ ইউনূস |
বাংলাদেশের সরকার গঠন প্রক্রিয়া | সংসদীয় পদ্ধতি। |
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী | চট্রগ্রাম। |
বাংলাদেশের সীমানা | পশ্চিমে-ভারতের পশ্চিমবঙ্গ। উত্তরে-পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়। পূর্বে-আসাম, ত্রিপুরা ও মিজোরাম। দক্ষিণ-পূর্বে-মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য। দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর। |
বাংলাদেশের আয়তন | ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। |
বাংলাদেশ আয়তনে বিশ্বে | ৯৪ তম। |
বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম | ইসলাম (১৯৮৮ সালে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা করা হয়।) |
বাংলাদেশের ভাষা | বাংলা। |
বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ | ১৭ নভেম্বর ১৯৯৯ (ইউনেস্কো, প্যারিস)। |
বাংলাদেশের জনসংখ্যা | ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন ৷ |
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক | বাংলাদেশ ব্যাংক। |
বাংলাদেশের মূদ্রার নাম | টাকা। |
বাংলাদেশের মাথাপিছু আয় | ২,৭৯৩ মার্কিন ডলার। |
বাংলাদেশের সর্বমোট বিভাগ | ০৮ (আট) টি। |
বাংলাদেশের সর্বমোট সিটি কর্পোরেশন | ১২ (বার) টি। |
বাংলাদেশের সর্বমোট পৌরসভা | ৩২০ টি। |
বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ | চট্টগ্রাম। |
বাংলাদেশের সর্বমোট জেলা | ৬৪ (চৌষট্টি) টি। |
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা | রাঙামাটি। |
শিল্প নগরী বলা হয় কোন বিভাগকে | খুলনা বিভাগ। |
বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি | ময়মনসিংহ। |
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা | ৩২ টি। |
বাংলাদেশের চতুরকোনের জেলা সমূহ | পূর্বে-বান্দরবান পশ্চিমে-নবাবগঞ্জ উত্তরে-পঞ্চগর দক্ষিনে-কক্সবাজার |
বাংলাদেশের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ জেলা | ঢাকা। |
বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা | বান্দরবান। |
বাংলাদেশ জনসংখ্যা বিশ্বে | ০৮ (আট) তম। |
বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব | ১২৬৫ জন প্রতি বর্গ কিলোমিটারে। |
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার | ১.২২ শতাংশ। |
বাংলাদেশের মানুষের গড় আয়ু | ৭৪ বছর ৩ মাস। |
বাংলাদেশের জলবায়ু | মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। |
বাংলাদেশের সাক্ষরতার হার | ৭৫%। |
বাংলাদেশের শিক্ষাবোর্ড | ১০ টি। |
বাংলাদেশের জাতীয় ফল | কাঁঠাল। |
বাংলাদেশের জাতীয় পাখি | দোয়েল। |
বাংলাদেশের জাতীয় প্রতিক | শাপলা। |
বাংলাদেশের জাতীয় খেলা | কাবাডি। |
বাংলাদেশের জাতীয় পশু | রয়েল বেঙ্গল টাইগার। |
বাংলাদেশের জাতীয় সঙ্গীত | আমার সোনার বাংলা। |
বাংলাদেশের জাতীয় পতাকার রং | লাল-সবুজ। |
বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন ও উত্তর
বাংলাদেশ কত সালে স্বাধীন হয়?
বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।
বাংলাদেশের আয়তন কত?
বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার।
আশা করছি এক নজরে বাংলাদেশ সম্পর্কে তথ্য সমূহ আপনাদের কাজে আসবে। সাধারন জ্ঞান সেকসনে এধরনে নানা ধরনের উপস্থাপনা থাকবে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। ধন্যবাদ
We know that the internet has a lot of information. But every piece of information is not informative. For many days I have been searching for that type of information. But I am not satisfied with the other website information. But I am very happy to read this content.