আজকের নিবন্ধে আমরা বাজার দর (নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য) নিয়ে আলোচনা করবো। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাংলাদেশের বাজার দর নির্ধারন করে থাকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বর্তমানে সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে চলে যাচ্ছে। বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় দব্যের মূল্য বেড়েই চলেছে। পিয়াজের দাম, তেলের দাম, মাছ, মাংস, শাক-সবজি ,চিনি সব কিছুই আজ অভাবনীয় মাত্রায় দাম বেড়ে গেছে।
সূচীপত্র
আমরা অনেকেই বাজারের যাওয়ার পূর্বেই দর দাম জেনে নিতে চাই যেমন,আজকের বাজার দর তালিকা,আজকের বাজার দর ২০২৫,প্রতিদিনের বাজার দর,আজকের বাজার দর বাংলাদেশ,ajker bazar dor 2025,বাজার দর তালিকা,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা ২০২৫,টিসিবি পণ্যের মূল্য তালিকা ২০২৫,নিত্য প্রয়োজনীয় পণ্যের দৈনিক খুচরা বাজার দর,আজকের সয়াবিন তেলের দাম কত,আজকের বয়লার মুরগির বাজার দর,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য।
আজকের বাজার দর ২০২৫ | Ajker Bazar Dor 2025
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য (চাল,ডাল,তৈল,আটা-ময়দা,মাছ-মাংশ,সবজি ও মসলা) নিচে ছক আকারে দেওয়া হলো
(সর্বশেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ শনিবার)
আজকের চালের দাম- সর্বশেষ আপডেট
- চাল সরু (নাজির/মিনিকেট) ৭৫/৮৫ প্রতি কেজি
- চাল (মাঝারী)পাইজাম/আটাশ ৫৭/৬৫ প্রতি কেজি
- চাল (মোটা)/স্বর্ণা/চায়না ইরি ৫২/৫৭ প্রতি কেজি
আটা/ময়দার দাম- সর্বশেষ আপডেট
- আটা সাদা (খোলা) ৪০/৪৫ প্রতি কেজি
- আটা (প্যাকেট) ৪৮/৫৫ প্রতি কেজি প্যাঃ
- ময়দা (খোলা) ৫০/৬০ প্রতি কেজি
- ময়দা (প্যাকেট) ৬০/৭০ প্রতি কেজি প্যাঃ
ভোজ্য তেল দাম– সর্বশেষ আপডেট
- সয়াবিন তেল (লুজ) ১৬৫/১৭২ প্রতি লিটার
- সয়াবিন তেল (বোতল) ৯১০/৯২০ ৫ লিটার
- সয়াবিন তেল (বোতল) ৩৭০/৩৭৫ ২ লিটার
- সয়াবিন তেল (বোতল ১৭৫/১৮৯ ১ লিটার
- পাম অয়েল (লুজ) ১৫০/১৫৬ প্রতি লিটার
- সুপার পাম অয়েল (লুজ) ১৫৪/১৬০ প্রতি লিটার
- রাইস ব্রান তেল (বোতল) ১,০৫০/১,০৭০ ৫ লিটার
- সরিষার তেল (খোলা) ৩২০-৩৩০ টাকা/লিটার
- সরিষার তেল (বোতল) ৩৫০-৩৬০ টাকা/লিটার
মাছ ও মাংশের দাম- সর্বশেষ আপডেট
- রুই ২৮০/৪৫০ প্রতি কেজি
- ইলিশ ৭৫০/২,৫০০ প্রতি কেজি
- গরু ৭৫০/৮০০ প্রতি কেজি
- খাসী ১,১০০/১,২৫০ প্রতি কেজি
- মুরগী(ব্রয়লার) ১৭০/১৯০ প্রতি কেজি
- মুরগী (দেশী) ৫০০/৫৮০ প্রতি কেজি
কাঁচা সবজির দাম- সর্বশেষ আপডেট
- আলু ২০-৩০ টাকা/কেজি
- কাঁচা মরিচ ৪০-৮০ টাকা/কেজি
- বেগুন ২৫-৭০ টাকা/কেজি
- মুলা ২০ টাকা/কেজি
- গাজর ৬০-৮০ টাকা/কেজি
- লেবু ২০-৫০ টাকা/হালি
- শশা ৫০-৬০ টাকা/কেজি
ডিমের হালি কত
- মুরগির ডিম (দেশী) ৫৫-৬০ টাকা/হালি
- মুরগির ডিম (লেয়ার) ৪৪-৪৮ টাকা/হালি
- হাসের ডিম ৫৫-৭০ টাকা/হালি
- কুয়েলের ডিম ১৬-২০ টাকা/হালি
মসলা ও অনান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম- সর্বশেষ আপডেট
- পিঁয়াজ (দেশী) ৪০/৬৫ প্রতি কেজি
- পিঁয়াজ (আমদানি) ৪০/৬৫ প্রতি কেজি
- রসুন (দেশী) ১১০/১৩০ প্রতি কেজি
- রসুন (আমদানি) ২০০/২৪০ প্রতি কেজি
- শুকনা মরিচ (দেশী) ২৫০/৩০০ প্রতি কেজি
- শুকনা মরিচ (আমদানি) ৩৫০/৪৩০ প্রতি কেজি
- হলুদ (দেশী) ৩২০/৪০০ প্রতি কেজি
- হলুদ (আমদানি) ২৫০/৪২০ প্রতি কেজি
- আদা (দেশী) ১১০/১৪০ প্রতি কেজি
- আদা (আমদানি) ১০০/২০০ প্রতি কেজি
- জিরা ৬৫০/৭৫০ প্রতি কেজি
- দারুচিনি ৫০০/৫৫০ প্রতি কেজি
- লবঙ্গ ১,৩৫০/১,৬০০ প্রতি কেজি
- এলাচ(ছোট) ৪,৬০০/৫,৫০০ প্রতি কেজি
- ধনে ২১০/২৮০ প্রতি কেজি
- তেজপাতা ১৪০/২২০ প্রতি কেজি
- লবণ ৩৮-৪২ টাকা/কেজি
- চিনি ১২০-১২৫ টাকা/কেজি
- খেজুর ২০০-২০০০ টাকা/কেজি
আজকের বিভিন্ন প্রকার ডালের বাজার দর
- মশুর ডাল (বড় দানা) ১০৫/১১০ প্রতি কেজি
- মশূর ডাল (মাঝারী দানা) ১১০/১২০ প্রতি কেজি
- মশুর ডাল (ছোট দানা) ১৩০/১৩৫ প্রতি কেজি
- মুগ ডাল (মানভেদে) ১৩০/১৮০ প্রতি কেজি
- এ্যাংকর ডাল ৬০/৮০ প্রতি কেজি
- ছোলা (মানভেদে) ৯৫/১১০ প্রতি কেজি
- আলু (মানভেদে) ২০/২৫ প্রতি কেজি
বিশেষ দ্রষ্টব্য: উল্লেখিত বাজার দর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও লোকাল বাজার থেকে সংগ্রহ করা হয়েছে। উক্ত বাজার দর এলাকা বিশেষ তারতম্য হতে পারে। বাজার যাচাই করে পণ্য ক্রয় করার অনুরোধ করছে এক্সপ্রেস বিডি।
আজকের বয়লার মুরগির বাজার দর
বয়লার মুরগি মধ্যবিত্ত পরিবারকে মাংশের স্বাদ দেয়। অনান্য মাংশের থেকে বয়লার মুরগির দাম কম থাকে যার কারনে বয়লার মুরগি মধ্যবিত্ত ও গরিব জনগুষ্টির কাছে পরিচিত। গত কিছু দিন আগে বয়লার মুরগি ২০০-২১০ টাকা থেকে এক লাফে ৩০০ টাকায় পৌছেছিল। এই সপ্তাহে আবার বয়লার মূরগির দাম কিছুটা কমে ১৭০-১৮০ টাকা হয়েছে।
আরে দেখুনঃ
- আজকের জ্বালানি তেলের দাম | Ajker Jalani Teler Dam
- আজকের নির্মাণ সামগ্রীর দাম (রড, সিমেন্ট, বালি ও ইট) । Ajker Nirman Samogri Dam
- আজকের সোনা ও রুপার দাম
- আজকের গ্যাস সিলিন্ডারের দাম
- আজকের বিদ্যুৎ মূল্যহার
- আজকের টাকার রেট (সকল দেশ)
আজকের সয়াবিন তেলের দাম কত
রান্নায় সবচেয়ে বেশি ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা হয় সয়াবিত তেল। সয়াবিন তেল ২০২০ সালের দিকে বর্তমান দামের প্রায় অর্ধেক ছিলো। আস্তে আস্তে সয়াবিন তেলের দাম বেড়ে আজ আকাশ ছুয়েছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল (বোতল) এর দাম ১৭৫-১৮৯ টাকা আর খোলা/লুজ সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৫-১৭২ টাকায় ও ৫ কেজি বোতলজাত সয়াবিন তেল ৯১০-৯২০ টাকা ।
আজকের চিনির বাজার দর
চিনি বাংলাদেশে অতি প্রয়োজনীয় নিত্য দ্রব্য। চা ও মিষ্টি তৈরিতে চিনি ব্যপকভাবে ব্যবহার হয়। বিশেষ করে সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে চা পান করে সেই সাথে চিনিও প্রচুর ব্যবহার হয়। চিনির দাম পূর্বে ৫৫-৬০ টাকা থাকলেও বর্তমানে চিনির দাম ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে।
আজকের পিয়াজের দাম
পিয়াজ রান্নার জন্য অতি প্রয়োজনীয় দ্রব্য। রান্নার কাজে ব্যপকহারে পিয়াজ ব্যবহার হয়। বর্তমানে পিয়াজের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে দেশি ৪০-৬৫ টাকা ও আমদানিকৃত ৬৫-৬৮ টাকা হয়েছে।
আজকের ছোলা বা চানার বাজার দর
চলমান রমজান মাসে ছোলা বা চানা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে বাংলাদেশে। এছাড়া রমজান মাস ছাড়াও ছোলা বা চানা ব্যবহার হয়ে থাকে। রমজান মাসে সিন্ডিকেট ব্যবসায়ীরা ছোলা বা চানা দাম বাড়িয়ে থাকে। এবছরে সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজারে প্রভাব বিস্তার করতে পারেনি। বর্তমানে ছোলা বা চানা কিছুটা বেড়ে ৮৫-৯০ টাকা হয়েছে।
আজকের চালের বাজার দর
বাজারে বিভিন্ন প্রকারের চাল পাওয়া যায় । প্রকারভেদে দামের ভিন্নতা রয়েছে। বাংলাদেশের খাদ্য তালিকায় সবার উপরে চাল। মোটা চাল (স্বর্ণা/চায়না/ইরি) ৫২-৫৭ টাকা এবং চিকন চাল (নাজির/মিনিকেট) ৭৫-৮৫ টাকা বিক্রি হচ্ছে।
আজকের বাজার দর সম্পর্কে প্রশ্ন ও উত্তর
আজকের ব্রয়লার মুরগির দাম কত?
এ সপ্তাহে বয়লার মূরগির দাম কিছুটা বেড়ে ১৭০-১৮০ টাকা হয়েছে।
আজকের চিনির বাজার মূল্য কত?
আজকের বাজারে চিনির দাম ১২২-১২৫ টাকা।
আজকের পিয়াজের দাম কত?
বর্তমানে পিয়াজের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে দেশি ৪০-৬৫ টাকা ও আমদানিকৃত ৬৫-৬৮ টাকা হয়েছে।
আজকের সয়াবিন তেলের দাম কত?
বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল (বোতল) এর দাম ১৭৫-১৮৯ টাকা আর খোলা/লুজ সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৫-১৭২ টাকায় ও ৫ কেজি বোতলজাত সয়াবিন তেল ৯১০-৯২০ টাকা ।
উপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের খুচরা বাজার দাম বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাজারে পিয়াজ, রসুন, সরিষার তেল,সয়াবিন তেল,আলু,পটল,তরকারি, গরুর মাংস, বয়লার মুরগী, ছোলা,চানা,ফুল কপি, এসব কিছুর বাজার দর প্রতিনিয়ত উঠানামা করে। মুদি বাজারের তালিকা ২০২৫।বাজার করার পূর্বে একটা ধারনা প্রদানের জন্যই আমাদের আজকের আলোচনা । এছাড়াও বাজারের বিভিন্ন দাম বাজার দর সেকশনে পেয়ে যাবেন। ধন্যবাদ
সবজির আরো বড়সড় লিষ্ট দেবেন তিনটা দেছেন
সকল প্রকার সবজির দাম, পাইকারি মুল্ল্য জানতে চায়
Vhai aro Boro list Chai
Nice
Your market price is not matched by any products in the market.
Thx
We update here by knowing the market rate from TCB and LOCAL market. This market rate may vary from place to place. Please verify product price and purchase the product.
সাথে সরকারের নির্ধারিত দামের তালিকা টা দিবে তাহলে আমাদের ক্রয় করতে সহজ হবে
আমি সবজির পাইকারি বাজারের লিস্ট চাই এটা একটু দিলে আমাদের মতো যারা কৃষক আছে তাদের একটু সুবিধা হবে ঢাকার নিউজ জানতে চাই
ধন্যবাদ
আলু দাম টা পিউর দিবেন প্রতিদিন
আজকের মুড়ির চাউলের দাম টা জানতে চাইছিলাম
অনেক ভালো লাগল
আমি প্রতিদিনের রেডি কালার বার্ড মোরগীর বাজার দর জানতে চাই।
Most Important update Thank you so much
লেবুর দাম কত?
Thanks to my father who shared with me regarding this blog, this webpage is really remarkable.
মানুষ কি করে বেঁচে থাকবে সাল পরিবর্তন এর সাথে সাথে সব জিনিস এর মূল্য বৃদ্ধি 2023 এর মূল্য আলু সর্বোচ্চ 25-30 টাকা তেল 90-110 টাকা চিনি 70-90- টাকা বিদ্যুৎ বিল এর তো হিসেবে অন্যরকম দিন মাস পরিবর্তন এর সাথে সাথে বিদ্যুৎ বিলের ইউনিট প্রতি বেরে যায় দ্বিগুণ আর বেতন বৃদ্ধি 8200থেকে 12500
সবজির দাম কোথায়, দেকতে পেলাম না।
নিচের দিকে দেখুন। ধন্যবাদ
খুবই তথ্যপূর্ন ব্লগ। বাজার দর জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালো লাগলো জেনে।