আজকের বাজার দর । ১১ অক্টোবর । Ajker Bazar Dor 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন
আজকের বাজার দর (নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য),Ajker-Bazar-Dor
আজকের বাজার দর (নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য)

আজকের নিবন্ধে আমরা বাজার দর (নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য) নিয়ে আলোচনা করবো। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাংলাদেশের বাজার দর নির্ধারন করে থাকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বর্তমানে সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে চলে যাচ্ছে। বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় দব্যের মূল্য বেড়েই চলেছে। পিয়াজের দাম, তেলের দাম, মাছ, মাংস, শাক-সবজি ,চিনি সব কিছুই আজ অভাবনীয় মাত্রায় দাম বেড়ে গেছে।

আমরা অনেকেই বাজারের যাওয়ার পূর্বেই দর দাম জেনে নিতে চাই যেমন,আজকের বাজার দর তালিকা,আজকের বাজার দর ২০২৪,প্রতিদিনের বাজার দর,আজকের বাজার দর বাংলাদেশ,ajker bazar dor 2024,বাজার দর তালিকা,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা ২০২৪,টিসিবি পণ্যের মূল্য তালিকা ২০২৪,নিত্য প্রয়োজনীয় পণ্যের দৈনিক খুচরা বাজার দর,আজকের সয়াবিন তেলের দাম কত,আজকের বয়লার মুরগির বাজার দর,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য।

আজকের বাজার দর ২০২৪ | Ajker Bazar Dor 2024

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য (চাল,ডাল,তৈল,আটা-ময়দা,মাছ-মাংশ,সবজি ও মসলা) নিচে ছক আকারে দেওয়া হলো

(সর্বশেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার)

আজকের চালের দাম- সর্বশেষ আপডেট

দ্রব্যের নামমূল্য (প্রতি কেজি)
চিকন চাল (নাজির/মিনিকেট)৬৪-৮০ টাকা
মাঝারী চাল (পাইজাম/লতা)৫৫-৬০ টাকা
মোটা চাল (স্বর্ণা/চায়না/ইরি)৫০-৫৫ টাকা

আটা/ময়দার দাম- সর্বশেষ আপডেট

দ্রব্যের নামমূল্য (প্রতি কেজি)
খোলা সাদা আটার দাম৪০-৪৫ টাকা
প্যাকেট আটার দাম৫০-৫৫ টাকা
খোলা ময়দার দাম৫৫-৬০ টাকা
প্যাকেট ময়দার দাম৬৫-৭৫ টাকা

ভোজ্য তেল দাম– সর্বশেষ আপডেট

দ্রব্যের নামমূল্য (প্রতি লিটার)
সয়াবিন তেল (খোলা)১৫১-১৫৫ টাকা
সয়াবিন তেল (বোতল)১৬৫-১৭০ টাকা
রাইস ব্রান তেল (বোতল)১৮০-১৯০ টাকা
পাম অয়েল (লুজ)১৪০-১৪৪ টাকা
সরিষার তেল (বোতল)৩৬০ টাকা

মাছ ও মাংশের দাম- সর্বশেষ আপডেট

দ্রব্যের নামমূল্য (প্রতি কেজি)
দেশী মুরগি৫০০-৬০০ টাকা
বয়লার মুরগি১৯০-২০০ টাকা
খাসির মাংশ১০০০-১১০০ টাকা
গরুর গোশত৬৫০-৭৫০ টাকা
রুই মাছ২৮০-৪০০ টাকা
ইলিশ মাছ৮০০-১৮০০ টাকা

কাঁচা সবজির দাম- সর্বশেষ আপডেট

দ্রব্যের নামমূল্য (প্রতি কেজি)
আলু৫০-৬০ টাকা
কাঁচা মরিচ১৯০-৩৪০ টাকা
বেগুন৬০-৯০ টাকা
লেবু (মাঝারি)২৫ টাকা (প্রতিটি)
গাজর৮০-১২০ টাকা
শশা৫০-৬০ টাকা
মুলা১০-২০ টাকা (হালি)

মসলা ও অনান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম- সর্বশেষ আপডেট

দ্রব্যের নামমূল্য (প্রতি কেজি বা লিটার)
দেশি পিয়াজের দাম১০৫-১১৫ টাকা
আমদানিকৃত পিয়াজের দাম৯৫-১০০ টাকা
রসুন (দেশী)২১০-২২০ টাকা
শুকনা মরিচ (দেশী)২৮০-৩৫০ টাকা
হলুদ (দেশী)৩৫০-৪২০ টাকা
আদা (দেশী)৪৫০-৫০০ টাকা
লবন (আয়োডিনযুক্ত)৩৮-৪২ টাকা
চিনির দাম১২৮-১৩৫ টাকা
জিরা৬৮০-৭৫০ টাকা
ধনে২০০-২৮০ টাকা
তেজপাতা১২০-২০০ টাকা
ডিমের দাম (ফার্ম)৫৪-৫৮ টাকা
ডালের দাম (মসুর ডাল)১৩৫-১৯০ টাকা
গুড়া দুধ (প্যাকেট জাত)৭৬০-৮৬০ টাকা
ছোলা বা চানার দাম৮৫-৯০ টাকা
সূত্রঃট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)

বিশেষ দ্রষ্টব্য: উল্লেখিত বাজার দর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও লোকাল বাজার থেকে সংগ্রহ করা হয়েছে। উক্ত বাজার দর এলাকা বিশেষ তারতম্য হতে পারে। বাজার যাচাই করে পণ্য ক্রয় করার অনুরোধ করছে এক্সপ্রেস বিডি

আজকের বয়লার মুরগির বাজার দর

বয়লার মুরগি মধ্যবিত্ত পরিবারকে মাংশের স্বাদ দেয়। অনান্য মাংশের থেকে বয়লার মুরগির দাম কম থাকে যার কারনে বয়লার মুরগি মধ্যবিত্ত ও গরিব জনগুষ্টির কাছে পরিচিত। গত কিছু দিন আগে বয়লার মুরগি ২০০-২১০ টাকা থেকে এক লাফে ৩০০ টাকায় পৌছেছিল। এই সপ্তাহে আবার বয়লার মূরগির দাম কিছুটা কমে ১৯০-২০০ টাকা হয়েছে।

আরে দেখুনঃ

আজকের সয়াবিন তেলের দাম কত

রান্নায় সবচেয়ে বেশি ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা হয় সয়াবিত তেল। সয়াবিন তেল ২০২০ সালের দিকে বর্তমান দামের প্রায় অর্ধেক ছিলো। আস্তে আস্তে সয়াবিন তেলের দাম বেড়ে আজ আকাশ ছুয়েছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল (বোতল) এর দাম ১৬৫-১৭০ টাকা আর খোলা/লুজ সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫১-১৫৫ টাকায় ও ৫ কেজি বোতলজাত সয়াবিন তেল ৮০০-৮১০ টাকা ।

আজকের চিনির বাজার দর

চিনি বাংলাদেশে অতি প্রয়োজনীয় নিত্য দ্রব্য। চা ও মিষ্টি তৈরিতে চিনি ব্যপকভাবে ব্যবহার হয়। বিশেষ করে সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে চা পান করে সেই সাথে চিনিও প্রচুর ব্যবহার হয়। চিনির দাম পূর্বে ৫৫-৬০ টাকা থাকলেও বর্তমানে চিনির দাম ১২৮-১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

আজকের পিয়াজের দাম

পিয়াজ রান্নার জন্য অতি প্রয়োজনীয় দ্রব্য। রান্নার কাজে ব্যপকহারে পিয়াজ ব্যবহার হয়। বর্তমানে পিয়াজের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে দেশি ১০৫-১১৫ টাকা ও আমদানিকৃত ৯৫-১০১০ টাকা হয়েছে।

আজকের ছোলা বা চানার বাজার দর

চলমান রমজান মাসে ছোলা বা চানা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে বাংলাদেশে। এছাড়া রমজান মাস ছাড়াও ছোলা বা চানা ব্যবহার হয়ে থাকে। রমজান মাসে সিন্ডিকেট ব্যবসায়ীরা ছোলা বা চানা দাম বাড়িয়ে থাকে। এবছরে সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজারে প্রভাব বিস্তার করতে পারেনি। বর্তমানে ছোলা বা চানা কিছুটা বেড়ে ৮৫-৯০ টাকা হয়েছে।

আজকের চালের বাজার দর

বাজারে বিভিন্ন প্রকারের চাল পাওয়া যায় । প্রকারভেদে দামের ভিন্নতা রয়েছে। বাংলাদেশের খাদ্য তালিকায় সবার উপরে চাল। মোটা চাল (স্বর্ণা/চায়না/ইরি) ৫২-৫৫ টাকা এবং চিকন চাল (নাজির/মিনিকেট) ৬৪-৮০ টাকা বিক্রি হচ্ছে।

আজকের বাজার দর সম্পর্কে প্রশ্ন ও উত্তর

আজকের ব্রয়লার মুরগির দাম কত?

এ সপ্তাহে বয়লার মূরগির দাম কিছুটা বেড়ে ১৯০-২০০ টাকা হয়েছে।

আজকের চিনির বাজার মূল্য কত?

আজকের বাজারে চিনির দাম ১২৫-১৩০ টাকা।

আজকের পিয়াজের দাম কত?

বর্তমানে পিয়াজের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে দেশি ১০৫-১২০ টাকা ও আমদানিকৃত ৯০-১০০ টাকা হয়েছে।

আজকের সয়াবিন তেলের দাম কত?

বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল (বোতল) এর দাম ১৬৫-১৭০ টাকা আর খোলা/লুজ সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫১-১৫৫ টাকায় ও ৫ কেজি বোতলজাত সয়াবিন তেল ৮০০-৮১০ টাকা ।

উপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের খুচরা বাজার দাম বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাজারে পিয়াজ, রসুন, সরিষার তেল,সয়াবিন তেল,আলু,পটল,তরকারি, গরুর মাংস, বয়লার মুরগী, ছোলা,চানা,ফুল কপি, এসব কিছুর বাজার দর প্রতিনিয়ত উঠানামা করে। মুদি বাজারের তালিকা ২০২৪।বাজার করার পূর্বে একটা ধারনা প্রদানের জন্যই আমাদের আজকের আলোচনা । এছাড়াও বাজারের বিভিন্ন দাম বাজার দর সেকশনে পেয়ে যাবেন। ধন্যবাদ

4.8/5 - (18 votes)

“আজকের বাজার দর । ১১ অক্টোবর । Ajker Bazar Dor 2024”-এ 20-টি মন্তব্য

  1. মানুষ কি করে বেঁচে থাকবে সাল পরিবর্তন এর সাথে সাথে সব জিনিস এর মূল্য বৃদ্ধি 2023 এর মূল্য আলু সর্বোচ্চ 25-30 টাকা তেল 90-110 টাকা চিনি 70-90- টাকা বিদ্যুৎ বিল এর তো হিসেবে অন্যরকম দিন মাস পরিবর্তন এর সাথে সাথে বিদ্যুৎ বিলের ইউনিট প্রতি বেরে যায় দ্বিগুণ আর বেতন বৃদ্ধি 8200থেকে 12500

    জবাব

মন্তব্য করুন

x