বেফাক পরীক্ষার রেজাল্ট । ৪৭ তম বেফাক রেজাল্ট । Befakul Wifaq Result 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) হলো বাংলাদেশের কওমি মাদরাসা সমূহের সবচেয়ে বৃহত্তম বোর্ড, যা বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড নামে পরিচিত ।

আজকের নিবন্ধে আমরা সবার আগে বেফাক রেজাল্ট দেখার পদ্ধতি নিয়ে আলোচনা করবো। কিভাবে আপনি খুব সহজেই বেফাক পরীক্ষা ২০২৪ এর ফলাফল দেখবেন সেসকল পদ্ধতি সম্পর্কে নিচে আলোচনা করা হবে। রেজাল্ট প্রকাশের পর সবাই ফলাফল দেখার জন্য ব্যাকুল হয়ে যাই। আগে একটা সময় পরীক্ষার ফলাফল দেখার জন্য বিদ্যালয়ের নোটিশ বোর্ড দেখা হতো। কিন্তু বর্তমানে ইন্টারনেটে সকল পরীক্ষার রেজাল্ট পাওয়া যায় । রেজাল্ট প্রকাশের সাথে সাথেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা মোবাইল এসএমএস এর মাধ্যমে সহজেই রেজাল্ট দেখে নেওয়া যায়।

বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ কবে দিবে

বেফাক পরীক্ষার রেজাল্ট কবে দিবে তা জানতে চেয়েছেন। বেফাক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে ০৪ এপ্রিল ২০২৪ রোজ বৃহস্পতিবার দুপুর ২ টায়।

বেফাক পরীক্ষার ২০২৪

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৭ তম বেফাকের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে । তাই যারা এই পরীক্ষার পরীক্ষার্থী রয়েছে তারা ফলাফল জানার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করছে। এবছর বেফাক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২ লাখ ৯ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্য থেকে বেফাক পরীক্ষার পাস করেছে ১ লাখ ৫০ হাজার। আশা করি আপনারা বুঝতে পারছেন ৭০ শতাংশ শিক্ষার্থী এখান থেকে পাশ করেছে।

বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

কওমি মাদ্রাসা বোর্ড কর্তৃক আয়োজিত ৪৭ তম বেফাক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা যারা এখনো জানেন না কিভাবে বেফাক পরীক্ষার ফলাফল দেখতে হয়। তাদের জন্য এখানে কয়েকটি ধাপের মাধ্যমে পদ্ধতি বর্ণনা করা হয়েছে। আপনি খুব সহজে নিজের বেফাক পরীক্ষার ফলাফল নিজেই দেখতে পারবেন।

  • সর্বপ্রথম এই লিংকে ভিজিট করুন অফিশিয়াল ওয়েবসাইট http://wifaqresult.com/
  • এখন আপনার বেফাক পরীক্ষার সন নির্বাচন করুন।
  • বেফাক পরীক্ষার মারহালা নির্বাচন করুন।
  • তারপর আপনার বেফাক পরীক্ষার রোল ইংরেজিতে লিখুন।
  • এবার আপনার বেফাক পরীক্ষার রেজি নং ইংরেজিতে লিখুন।
  • সর্বশেষ সার্চ অপশনে ক্লিক করুন।
wifaqedu
বেফাক পরীক্ষার ফলাফল

বেফাক পরীক্ষার রেজাল্ট এসএমএস দিয়ে দেখার নিয়ম

আপনারা এসএমএস প্রেরণ করে খুব সহজেই বেফাক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে নিচে বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য এসএমএস ফরমেট প্রদান করা হলো।

  • প্রথমে মোবাইল ফোনে থাকা মেসেজ অপশনে গিয়ে নতুন মেসেজ লিখার জন্য একটি ট্যাব খুলে নিতে হবে।
  • এবার মেসেজে লিখতে হবে BEFAQ__A_10127667****_9933
  • এখানে প্রথমে পরিক্ষার নাম (BEFAQ) স্পেস শ্রেনীর নামের প্রথম অক্ষর (ইংরেজী বড় হাতের অক্ষর) রুল নাম্বার (10127667****) ।
  • সর্ম্পূন মেসেজ লিখে ৯৯৩৩ নাম্বারে এসএমএসটি পাঠাতে হবে।
  • ফিরতি মেসেজে পয়ে জাবেন আপনার এসএসসি রেজাল্ট।

বিশেষ দ্রষ্টব্যঃ এসএমএস সেন্ড করতে মিনিমাম মেবাইলে ৩ টাকা থাকতে হবে কারণ প্রতিটি এসএমএস এ ২.৪৪৳ কেটে নিবে।

প্রিয় পরীক্ষার্থীবৃন্দ আশা করছি সবার আগে বেফাক রেজাল্ট দেখার পদ্ধতি সম্পর্কে জেনেছেন। এ রকম আরো পদ্ধতি দেখতে পারেন আমাদের সাইটে। ধন্যবাদ

5/5 - (3 votes)

মন্তব্য করুন

x