বাংলাদেশে প্রতি বছরে ডিসেম্বর মাসের ১৬ তারিখ বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। ১৬ই ডিসেম্বর দিনটি বাংলাদেশের মানুষের কাছে অনান্য দিনের মত নয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলার মানুষ দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর সাথে লড়াই করে ছিনিয়ে এনেছিল কাঙ্খিত বিজয়। যার জন্য আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ১৯৭২ সালের ২২ জানুয়ারি মাসে ১৬ ডিসেম্বর দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছিল।
সূচীপত্র
বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে যারা শুভেচ্ছা স্ট্যাটাস দিতে চান তাদের জন্য তাদের জন্যই আজকের আয়োজন। মহান বিজয় দিবসের স্ট্যাটাস ও ক্যাপশন গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিতে পারেন।
মহান বিজয় দিবসের স্ট্যাটাস ও ক্যাপশন
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের স্ট্যাটাস সমূহ নিচে দেওয়া হলোঃ
এক সাগর রক্তের বিনিময়ে
ছিনিয়ে এনেছি বিজয়
শহীদদের ত্যাগের ফল
আজ আমরা স্বাধীন।
বিজয় আমাকে পথ দেখিয়েছে , দিয়েছে বাচাঁর আশ্বাস ।
আমি বিজয়ের গান গাই , আমি স্বাধীনতা কে চাই ।
আমি বিজয়ের পতাকা ধরে , সারাটি পথ পাড়ি দিতে চাই ।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার।
তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।
প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ।
জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ…।”
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
সব ক’টা জানালা খুলে দাও না!
আমি গাইবো, গাইবো বিজয়েরই গান।
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ…
১টি যুদ্ধ, ৯টি মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, ১টি দেশ।
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
যুদ্ধ করে দেশ পেয়েছি, সবাই স্বাধীন বেশ।
বিজয় দিনে ঘরে ঘরে, নেইকো খুশির শেষ ।
এই মাটিতে শুয়ে আছে, লক্ষ শহীদ গাজী।
নতুন করে তাদের মত, হতে আছি রাজি ।
বিজয় দিবসের প্রতীক
বাংলাদেশের জাতীয় পতাকাই বিজয় দিবস/ ১৬ ডিসেম্বর এর প্রতীক। সবুজ রং বাংলাদেশের সমৃদ্ধি এবং প্রকৃতির ভারসাম্য ও লাল রং স্বাধীনতা সংগ্রামের রক্তকে ইঙ্গিত করে।
বিজয় দিবসের শুভেচ্ছা
মহান বিজয় দিবসের শুভেচ্ছা/উক্তি গুলো এসএমএস বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিন বিজয় দিবসের শুভেচ্ছাঃ
- আজ ১৬ই ডিসেম্বর । মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশ । তাই সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
- এই বিজয়ের জন্য প্রাণ দিয়েছেন অগণিত বীর মুক্তিযোদ্ধা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
- এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা,শহীদদের আত্মত্যাগের ফলেই এই বিজয়,শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। জয় বাংলা!
- বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয়,স্বাধীনতা একটি মহামূল্যবান সম্পদ,একে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। জয় বাংলা!
- আজ শুধু বিজয় দিবস নয়, বাঙ্গালি জাতির মুক্তির দিন, এক স্বাধীনতার দিন। এই দিন উপলক্ষে সবাইকে বিজয়ের শুভেচ্ছা।
বিজয় দিবসের পোষ্টার । ১৬ ডিসেম্বর ব্যানার
নিচে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এর কিছু পোষ্টার ও ব্যানার দেওয়া হলোঃ
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের সকল ছবি বেহান্স (behance) থেকে নেওয়া হয়েছে।
প্রিয় পাঠকবৃন্ধ, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। এমন আরো তথ্য বহুল নিবন্ধ দেখতে পারেন আমাদের সাইটে। ধন্যবাদ