বিকাশ, বাংলাদেশে সবচেয়ে বড় মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠান। আমেরিকার মানি ইন মোশন এলএলসি এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড এর যৌথ উদ্যোগে বিকাশ প্রতিষ্ঠিত হয়েছে ২০১১ সালে। বিকাশ আপনার মোবাইল নাম্বারকে একাউন্ট হিসেবে ব্যবহার করে অর্থ লেনদেন করে। বিকাশের মাধ্যমে নগদ অর্থ জমা, নগদ অর্থ উত্তোলন, টাকা পাঠানো, টাকা যোগ করা, রেমিট্যান্স, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল দেওয়া যায়। *২৪৭# ইউএসএসডি কোড বা মোবাইল এপস ব্যবহার করে যাবতীয় লেনদেন করা যায়।
সূচীপত্র
আজকে আমরা আলোচনা করবো বিকাশ পিন রিসেট সম্পর্কে। যদি আপনি বিকাশ পিন ভুলে যান তাহলে কিভাবে পিন রিসেট করবেন তা বিস্তারিত আলোচনা করা হবে। গুগলে আমরা যেসব বিষয়ে খুঁজে থাকি বিকাশ পিন রিসেট,বিকাশ পিন রিসেট করার নিয়ম 2023,*২৪৭# ডায়াল কোড ব্যবহার করে পিন রিসেট পদ্ধতি,বিকাশ মোবাইল অ্যাপ ব্যবহার করে পিন রিসেট কারার নিয়ম,কিভাবে বিকাশের পিন রিসেট করব,বিকাশ পিন লক খোলার উপায়,বিকাশ পিন সেট করার নিয়ম,বিকাশ পিন রিসেট করার উপায়।
বিকাশ পিন রিসেট
*২৪৭# অথবা এপস ব্যবহার করে অর্থ লেনদেনের সময় নিরাপত্তার জন্য একটি পিন নাম্বার ব্যবহার করা হয় যেন অন্য কেউ আপনার একাউন্ট থেকে অর্থ লেনদেন করতে না পারে। অনেক সময় পিন নাম্বার লেখার সময় ভুল হয়ে যা বা মনে থাকে না তখন পরপর তিনবার ভুল পিন দিলে আপনার একাউন্ট এ্যাক্সেস সাময়িক লক হয়ে যায়। তখন আপনার বিকাশ পিন রিসেট করার প্রয়োজন পরে।
আপনি *২৪৭# ডায়াল কোড বা মোবাইল এপস ব্যবহার করে সঠিক তথ্য দিয়ে নিমিশেই বিকাশ পি রিসেট করে নিতে পারবেন।
বিকাশ পিন রিসেট করার নিয়ম 2024
বিকাশ নিরাপত্তা পিন ভুলে গেলে বা পরিবর্তন করার প্রয়োজন হলে সহজেই কিছু তথ্য দিয়ে রিসেট করে নিতে পারবেন। বিকাশ বিভিন্ন কারনে আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে তবে ভুল পিন ৩ বার প্রবেশ করালেই মুলত একাউন্ট অস্থায়ী ভাবে ব্লক হয়ে যায়। আজকে আমরা বিকাশ পিন রিসেট করার নিয়ম সম্পর্কে আলোচনা করবো।
দুইটি পদ্ধতিতে আপনার বিকাশ একাউন্টের নিরাপত্তা পিন রিসেট বা পরিবর্তন করে নিতে পারবেন। প্রথমটি *২৪৭# ডায়লা কোড ব্যবহার করে অপরটি মোবাইল এপস ব্যবহার করে। যদিও বর্তমানে বিকাশ ডায়াল কোড ও মোবাইল অ্যাপ ব্যবহার করে পিন রিসেট কারা যায় কিন্তু পূর্বে শুধূ মাত্র গ্রাহক সোবা কেন্দ্রে ফোন করে পিন রিসেট করা যেতো। চলুন দেখি কিভাবে বিকাশ পিন রিসেট করা যায়ঃ
*২৪৭# ডায়াল কোড ব্যবহার করে পিন রিসেট পদ্ধতি
ডায়াল কোড ব্যবহার করে আপনার বিকাশ একাউন্টের নিরাপত্তা পিন রিসেট করতে কিছু তথ্য প্রয়োজন হবে। তথ্য গুলো হলো আপনার
- এনআইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট।
- ৯০ দিনের মধ্যে লেনদেন করেছেন এমন একটি লেনদেনের তথ্য।
- আপনার বিকাশ একাউন্ট ব্যালেন্স।
>>প্রথমে আপনার মোবাইলে *২৪৭# কোডটি ডায়াল করতে হবে। বিকাশ মেনু থেকে ১০ নাম্বার (পিন রিসেট) মেনু টি সিলেক্ট করতে হবে।
>>আপনার বিকাশ একাউন্টটি যে এনআইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিস্টেশন করেছেন তার নাম্বার দিতে হবে।
>>এরপর এনআইডি কার্ড এ উল্লেখিত জন্ম সালটি দিতে হবে।
>>৯০ দিনের মধ্যে লেনদেন করেছেন এমন একটি লেনদেনের তথ্য (টাকার পরিমান) সঠিক ভাবে দিতে হবে।
>> তারপর এসএমএস এর মাধ্যমে অস্থায়ী একটি নিরাপত্তা পিন আপনাকে পাঠাবে।
>> অস্থায়ী পিন আসার পর আবার *২৪৭# ডায়াল করতে হবে এবং বিকাশ মেনু থেকে পিন চেন্জ সিলেক্ট করে নিতে হবে। আপনার মোবাইলে আসা অস্থায়ী পিন দিয়ে ৫ ডিজিটের নতুন একটি পিন সেট করে নিতে হবে । এখানে উল্লেখ্য যে পূর্বে ব্যবহৃত পিন পূনরায় সেক করা যাবে না এবং পিন সেট করার সময় পিন নাম্বার হিসেবে সামনে ০ ব্যবহার করা যাবে না।
*২৪৭# ডায়াল কোড ব্যবহার করে পিন রিসেট পদ্ধতি ভিডিও
বিকাশ মোবাইল অ্যাপ ব্যবহার করে পিন রিসেট কারার নিয়ম
পূর্বে শুধুমাত্র গ্রাহক সেবাকেন্দ্রে কর করে পিন রিসেট করা যেতো কিন্তু বর্তমানে *২৪৭# ডায়াল কোড বা মোবাইল এপস ব্যবহার করে বিকাশ পিন রিসেট করা যাচ্ছে। মোবাইল অ্যাপ ব্যবহার করে পিন রিসেট কারার নিয়মঃ
>> প্রথমে বিকাশ অ্যাপ এ প্রবেশ করে ফরগেট পিন এই অপশনে চাপ দিতে হবে। রিসেট পিন এ ক্লিক করলে আপনার মোবাইলে সংক্রিয় একটি ওটিপি ম্যাসেজ চলে আসবে এবং কোড গুলো মোবাইলে উঠে যাবে।
>> ভেরিফিকেশনের জন্য আপনার ফেস স্ক্যান করবে এবং ভেরিফিকেশনের সময় মোবাইল অ্যাপ থেকে বের হওয়া যাবে না অপেক্ষা করতে হবে।
বিকাশ মোবাইল অ্যাপ ব্যবহার করে পিন রিসেট কারার নিয়ম ভিডিও
বিকাশ সর্ম্পকিত প্রশ্ন ও উত্তর
বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার কত?
বিকাশ হেল্পলাইন ১৬২৪৭। ১৬২৪৭ কল করে গ্রাহক সেবার মাধ্যমে সহায়তা নিতে পারেন।
বিকাশ ডায়াল কোড কত?
বিকাশ ডায়াল কোড *২৪৭#
বিকাশ কবে প্রতিষ্ঠিত হয়?
আমেরিকার মানি ইন মোশন এলএলসি এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড এর যৌথ উদ্যোগে বিকাশ প্রতিষ্ঠিত হয়েছে ২০১১ সালে।
আশা করছি আজকের নিবন্ধের মাধ্যমে বিকাশ পিন রিসেট সম্পূর্ন প্রক্রিয়াটি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়ছি। আরো টিপস এন্ড ট্রিকস দেখতে আমাদের সাইট ভিজিট করার অনুরোধ করছি। ধন্যবাদ