বিকাশ এর মাধ্যমে প্রিপেইড মিটারে রিচার্জ ও টোকেন দেখার নিয়ম । Bkash to Prepaid Meter Recharge Process

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন
বিকাশ এর মাধ্যমে প্রিপেইড মিটারে রিচার্জ ও টোকেন দেখার নিয়ম
বিকাশ এর মাধ্যমে প্রিপেইড মিটারে রিচার্জ ও টোকেন দেখার নিয়ম

আজকের নিবন্ধে আমরা বিকাশ এর মাধ্যমে প্রিপেইড মিটারে রিচার্জ ও টোকেন দেখার নিয়ম | Bkash to Prepaid Meter Recharge Process সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো। বর্তমানে আমরা অনেকেই প্রি-পেমেন্ট মিটার ব্যবহার করে থাকি কিন্তু মিটারের সকল বিষয়ে আমরা পারদর্শী হতে পারিনি। প্রি-পেইড মিটার ব্যবহার করলে কিছু বিষয়ে আপনার ধারণা থাকতে হবে যেমন প্রি-পেইড মিটারের রিচার্জ,ব্যালেন্স দেখা,ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া ইত্যাদি।

প্রি-পেইড মিটারে রিচার্জ করার জন্য গুগলে আমরা যে সকল বিষয় খুজে থাকি প্রিপেইড মিটার রিচার্জ করা শিখুন সহজে বিকাশের মাধ্যমে,বিকাশ থেকে প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার নিয়ম,প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম ২০২৪,প্রিপেইড মিটার রিচার্জ কোড,প্রিপেইড মিটার ব্যালেন্স চেক কোড,প্রিপেইড মিটারের টোকেন নাম্বার দেখে কিভাবে,বিকাশের মাধ্যমে ডিজিটাল মিটারে রিচার্জ।

বিকাশ এর মাধ্যমে প্রিপেইড মিটারে রিচার্জ পদ্ধতি

বিকাশ বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল ব্যাংকিং কোম্পানি। দেশের সর্বত্র শহর, নগর, গ্রামে-গঞ্জে সব যায়গায় বিকাশ সেবা পাওয়া যাচ্ছে। বিকাশ মোবাইল ব্যাংকিং ছাড়াও ইউটিলিটি বিল প্রদানের সেবাও ‍দিয়ে যাচ্ছে এতে বিল প্রদান সহজ হয়ে গিয়েছে।বিকাশ এজেন্ট অথবা আপনার পারসোনাল একাউন্ট থেকে কোন প্রকার চার্জ ছাড়াই ইউটিলিটি বিল প্রদান করতে পারবেন।

বিকাশ এর মাধ্যমে পোষ্টপেইড ও প্রি-পেইড মিটারে বিল পে অথবা রির্চাজ করতে পারবেন। বিকাশ থেকে প্রিপেইড মিটারে রিচার্জ করতে কয়েকটি ধাপ রয়েছে। বিকাশে দুইভাবে পোষ্টপেইড ও প্রি-পেইড মিটারে বিল পে অথবা রির্চাজ করতে পারবেন

  • ইউএসএসডি কোড ব্যবহার করে (*২৪৭#) ।
  • স্মার্টফোনে বিকাশ এপস এর মাধ্যমে।

বিকাশে ইউএসএসডি কোড *২৪৭# ব্যবহার করে প্রিপেইড মিটারে রিচার্জ পদ্ধতি

  • প্রথমে *২৪৭# ডায়াল প্যাডে লিখে ডায়ল করতে হবে।
  • *২৪৭# ডায়াল করার সাথে সাথে বিকাশ মেনু চলে আসবে।
  • বিকাশ মেনু থেকে পে বিল (৬) লিখে সেন্ড করতে হবে।
  • পে বিল অপসনে বিদ্যুৎ,গ্যাস,পানি সহ বেশ কিছু লিস্ট চলে আসবে।
  • প্রি-পেইড মিটারে রিচার্জ করার জন্য ১ লিখে সেন্ড করবো।
  • ইলেকট্রিসিটি (প্রি-পেইড) এই মেন্যুতে আপনার পল্লী বিদ্যুৎ,ডেসকো,ডিপিডিসি,বিপিডিবি,ওয়েস্টজোন ও নেসকো দেখতে পাবো। এখান থেকে আপনার বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করে নিতে হবে।
  • বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করার পর মেক পেমেন্ট এই অপশনে যেতে হবে। এবার ইনপুট মিটার নাম্বার (আপনার মিটার নাম্বার) দিয়ে সেন্ড করুন। এখন আপনার মোবাইল নাম্বার চাইবে যেই নাম্বারে টোকেন নাম্বার পেতে চান।
  • সর্বশেষ রিচার্জ এমাউন্ট লিখে সবকিছু ঠিকঠাক থাকলে পিন নাম্বার দিয়ে সেন্ড করলেই সফলভাবে প্রিপেইড মিটারে রিচার্জ হয়ে যাবে এবং আপনি যে মোবাইল নাম্বার পূর্বে দিয়েছিলেন সেই নাম্বারে টোকেন নাম্বারটি পেয়ে যাবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ যদি আপনি উক্ত এসএমএস এর মাধ্যমে টোকেন নাম্বার না পেয়ে থাকেন, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মিটার নম্বর লিখে মেসেজ করুন 04445616247 নাম্বারে। ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার টোকেন নাম্বার পেয়ে যাবেন।

বিকাশে স্মার্টফোন (বিকাশ এপস) মাধ্যমে প্রিপেইড মিটারে রিচার্জ পদ্ধতি

বিকাশ অ্যাপ এর মাধ্যমে প্রিপেইড মিটারে রিচার্জ করতে প্রথমেই অ্যাপ এ লগইন করুন

  • বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে “পে বিল’’ সিলেক্ট করুন।
  • পে বিল অপসনে বিদ্যুৎ,গ্যাস,পানি সহ বেশ কিছু লিস্ট চলে আসবে।
  • এরপর ইলেকট্রিসিটি সিলেক্ট করুন।
  • ইলেকট্রিসিটি নির্বাচন করার সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সমূহের নাম ও পোষ্ট পেইড/প্রিপেইড নাম দেখাবে এখান থেকে আপনার বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করে নিতে হবে।
  • এবার আপনার মিটার নাম্বার ও কন্টাক্ট নাম্বার দিন
  • রিচার্জ এমাউন্ট লিখুন
  • তারপর সব তথ্য ঠিক থাকলে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে ‘পে বিল’ সম্পন্ন করুন।
  • আপনি যে মোবাইল নাম্বার পূর্বে দিয়েছিলেন সেই নাম্বারে টোকেন নাম্বারটি পেয়ে যাবেন।
  • বিকাশ অ্যাপে সহজেই বিলের রিসিট পেয়ে যাবেন।
  • প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল দেয়ার পর কিছুক্ষণের মধ্যে প্রাপ্ত এসএমএস-এর মাধ্যমে আপনি একটি টোকেন নাম্বার পাবেন।

বিকাশে স্মার্টফোন (বিকাশ এপস) মাধ্যমে প্রিপেইড মিটারে রিচার্জ টোকেন দেখার নিয়ম

  • বিকাশ অ্যাপে প্রবেশ করে পে বিল অপশনে প্রবেশ করলে দেখতে পারবেন রিসিট ও টোকেন নামে একটি মেন্যু।
  • রিসিট ও টোকেন অপশনে প্রবেশ করে প্রি-পেইড টোকেন নামে একটি অপশন দেখবেন এখানে আপনার মিটার নাম্বার দিয়ে এন্টার বাটন চাপলেই সর্বশেষ চারটি রিচার্জ টোকেন পেয়ে যাবেন।

উপরের পদ্ধতিতে বিকাশের মাধ্যমে বিপিডিবি,পল্লী বিদ্যুৎ,নেসকো,ডিপিডিসি,ডেসকো,ওজোপাডিকোর প্রিপেইড মিটারে রিচার্জ করতে পারবেন ও প্রিপেইড মিটারের টোকেন দেখতে পারবেন।

বিকাশ রিচার্জ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

বিকাশ ইউএসএসডি কোড বা ডায়াল কোড কত?

বিকাশ ইউএসএসডি কোড *247# ডায়াল করে বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক থেকে অন্যান্য সমস্ত কাজ করা যায়।

আশা করছি বিকাশ এর মাধ্যমে প্রিপেইড মিটারে রিচার্জ ও টোকেন দেখার নিয়ম লেখাটি আপনাদের কাজে আসবে। প্রি-পেইড মিটার সম্পর্কে এমন লেখা দেখতে আমাদের প্রি-পেইড সেকশনে দেখে যেতে পারেন। ধন্যবাদ

5/5 - (3 votes)

মন্তব্য করুন

x