দীর্ঘ সময়ের প্রতীক্ষা শেষ করে অবশেষে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু হতে যাচ্ছে। ০১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চালাচল শুরু হবে। ঢাকা থেকে কক্সবাজার ট্রেন (Dhaka To Cox’s Bazar Train) চালু হলে কক্সবাজার ভ্রমন হবে সহজ,নিরাপদ ও সাশ্রয়ী। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানের মধ্যে কক্সবাজার (Cox’s Bazar) অন্যতম।
সূচীপত্র
ঢাকা-কক্সবাজার রুটে ১৩০ কি.মি প্রতি ঘন্টা গতিতে ট্রেন চলবে যদিও ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ১৫০ কি.মি প্রতি ঘন্টা। ঢাকা থেকে কক্সবাজার রেললাইন এর দূরত্ব ৫৫১ কিলোমিটার আর ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যেতে সময় লাগবে ৮/৯ ঘন্টা। ঢাকা থেকে কক্সবাজার রুটে পর্যটন ট্রেন চালু হওয়ারও সম্ভাবনা রয়েছে।
ঢাকা-কক্সবাজার রুটে “কক্সবাজার এক্সপ্রেস” আন্ত নগর ট্রেন চলাচলা করবে তবে পর্যায়ক্রমে আরো ট্রেন যুক্ত হবে । আজকের এই নিবন্ধে ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভাড়া ও সময়সূচীর সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা করবো। ঢাকা-কক্সবাজার ট্রেন সম্পর্কে আমরা যে সকল বিষয় খুঁজে থাকি-কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা,কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী,কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন,ঢাকা টু কক্সবাজার ট্রেন কবে চালু হবে,ঢাকা থেকে কক্সবাজার ট্রেন ভাড়া,ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী,ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৩,ঢাকা কক্সবাজার ট্রেন ভাড়া।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ঢাকা টু কক্সবাজার রুটে (Dhaka To Cox’s Bazar Train) চলতি বছরের ০১ ডিসেম্বর ঢাকা থেকে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মঙ্গলবার থাকবে সাপ্তাহিক ছুটি। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়বে কক্সবাজার রুটে। নিচে ঢাকা কক্সবাজার রুটের ট্রেনের সময়সূচী দেওয়া হলোঃ
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী
কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী
আরো দেখুনঃ
- ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া । Dhaka To Sylhet Train
- ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়া । বিজয় এক্সপ্রেস । Mymensingh To Chattogram Train
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আপতত ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ৫৫১ কিঃমিঃ রেললাইনে দৈনিক দুইটি ট্রেন চলবে। নিচে আসন অনুযায়ী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হলোঃ
আসন বিভাগ | ট্রেনের ভাড়া |
শোভন | টাকা |
শোভন চেয়ার | ৬৯৫ টাকা |
প্রথম সিট | টাকা |
প্রথম ব্যর্থ | টাকা |
স্নিগ্ধা | ১৩২৫ টাকা |
এসি সিট | ১৫৯০ টাকা |
এসি ব্যর্থ | ২৩৮০ টাকা |
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে দুটি খাবার বগি, একটি পাওয়ার কার, তিনটি এসি কেবিন, পাঁচটি এসি চেয়ার, ছয়টি শোভন চেয়ার এবং একটি নন-এসি ফার্স্ট সিট বগি থাকবে। ঢাকা থেকে যাত্রার সময় আসনসংখ্যা হবে ৭৯৭ টি ও ফিরতি পথে আসন থাকবে ৭৩৭ টি।
ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের (Cox’s Bazar Express Train) টিকিট কেনা যাবে।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন
ঢাকা টু কক্সবাজার (Dhaka To Cox’s Bazar Train) রুটে ০১ ডিসেম্বর থেকে কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ের সূত্রমতে, মঙ্গলবার থাকবে সাপ্তাহিক ছুটি। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়বে কক্সবাজার রুটে।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
ঢাকা টু কক্সবাজার ট্রেন কবে চালু হবে?
দীর্ঘ সময়ের প্রতীক্ষা শেষ করে অবশেষে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু হতে যাচ্ছে। ০১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চালাচল শুরু হবে।
ঢাকা টু কক্সবাজার ট্রেন লাইনের দূরত্ব কত?
ঢাকা থেকে কক্সবাজার রেললাইন এর দূরত্ব ৫৫১ কিলোমিটার।
ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া কত?
ঢাকা টু কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া সর্বনিম্ন ৩৮৫ টাকা ও সবোর্চ্চ ২৩৮০ টাকা।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা কত?
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে দুটি খাবার বগি, একটি পাওয়ার কার, তিনটি এসি কেবিন, পাঁচটি এসি চেয়ার, ছয়টি শোভন চেয়ার এবং একটি নন-এসি ফার্স্ট সিট বগি থাকবে। ঢাকা থেকে যাত্রার সময় আসনসংখ্যা হবে ৭৯৭ টি ও ফিরতি পথে আসন থাকবে ৭৩৭ টি।
প্রিয় পাঠকবৃন্ধ,আশা করছি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া ও ছুটির দিন সম্পর্কিত তথ্য গুলো আপনাদের কাজে আসবে। ঢাকা থেকে কক্সবাজার ভ্রমনের সময় সহায়তা করবে। এমন আরো ভ্রমন সম্পর্কিত তথ্য দেখতে পারেন আমাদের সাইটে। ধন্যবাদ
সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন কি চালু হবে? যদি চালু হয়, তবে কবে থেকে চালু হওয়ার কথা রয়েছে,?এবং সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত সর্বোচ্ছ এবং সর্বনিম্ন ভাড়া কত হবে?