এপ্রিল মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪। Days Of April 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

এপ্রিল মাস হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস। ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার থেকে বিশ্বের বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত চলবে। এ মাসেই ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে ঈদুল ফিতর পালন হবে। এ মাসের ১৪ তারিখ বাংলা নববর্ষ পালিত হবে। বৈশাখ হচ্ছে বঙ্গাব্দের প্রথম দিন মানে বাংলা নববর্ষ যাকে আমরা পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বলে থাকি।

Days Of April
এপ্রিল মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪

আজকের এই নিবন্ধে এপ্রিল মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ নিয়ে আলোচনা করা হবে আমরা অনেকেই এপ্রিল মাসের ছুটির তালিকা ২০২৪,এপ্রিল মাসের ক্যালেন্ডার ২০২৪,বৈশাখ মাসের ক্যালেন্ডার 2024,২০২৪ সালের সরকারি ছুটির তালিকা,এপ্রিল মাসের সরকারি ছুটির তালিকা ২০২৪,এপ্রিল মাসের দিবসের তালিকা ২০২৪,এপ্রিল মাসে কি কি দিবস,১৪ এপ্রিল বাংলা নববর্ষ খুজে থাকি । আশা করছি আপনাদের কাজে আসবে।

এপ্রিল মাসের দিবস সমূহ ২০২৪ । Days Of April 2024

এপ্রিল মাসে জাতীয় ও আন্তর্জাতিক সর্বমোট ২২ টি দিবস রয়েছে যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে। বর্তমানে চাকরির পরীক্ষায় দিসবসমূহ থেকে প্রশ্ন করা হচ্ছে। তাই সকলের এপ্রিল মাসের দিবস সমূহ জেনে রাখা উচিত।

তারিখদিবসের বিবরন
২ এপ্রিলবিশ্ব অটিজম সচেতনতা দিবস, বিশ্ব বই দিবস, জাতীয় প্রতিবন্ধী দিবস
৩ এপ্রিলজাতীয় চলচ্চিত্র দিবস
৪ এপ্রিলবিশ্ব মাইন বিরোধী দিবস, বিশ্ব ইদুর দিবস
৬ এপ্রিলবিশ্ব টেবিল টেনিস দিবস
৭ এপ্রিলবিশ্ব স্বাস্থ্য দিবস, আন্তর্জাতিক বিভার দিবস
৮ এপ্রিলবাংলাদেশ স্কাউট দিবস
১০ এপ্রিলবিশ্ব হোমিওপ্যাথি দিবস
১১ই এপ্রিলআন্তর্জাতিক লুইলুই দিবস
১২ এপ্রিলবিশ্ব পথ শিশু দিবস
১৪ এপ্রিলপহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ
১৫ এপ্রিলবিশ্ব শিল্প দিবস
১৬ এপ্রিলবিশ্ব কন্ঠ দিবস, বিশ্ব সার্কাস দিবস
১৭ এপ্রিলমুজিবনগর দিবস, বিশ্ব হেমোফেলিয়া দিবস
২০ এপ্রিলচীনা ভাষা দিবস
২২ এপ্রিলবিশ্ব ধরিত্রী দিবস
২৩ এপ্রিলবিশ্ব বই দিবস, ইংরেজি ভাষা দিবস
২৪ এপ্রিলবিশ্ব ভেটেরিনারি দিবস
২৫ এপ্রিলবিশ্ব ম্যালেরিয়া দিবস
২৬ এপ্রিলবিশ্ব মেধা দিবস, আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস
২৭ এপ্রিলবিশ্ব নকশা দিবস
২৮ এপ্রিলবিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপদ দিবস
২৯ এপ্রিলবিশ্ব নৃত্য দিবস

এপ্রিল মাসের ছুটি সমূহ ২০২৪

এপ্রিল মাসে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী  ০৫ দিন ছুটি রয়েছে যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

তারিখদিবসের বিবরন
০৫ এপ্রিলজুমাতুল বিদা
১০ এপ্রিলঈদুল ফিতর
১১ এপ্রিলঈদুল ফিতর
১২ এপ্রিলঈদুল ফিতর
১৪ এপ্রিলপহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ

এপ্রিল ২০২৪ মাসের ছুটির তালিকা

এপ্রিল মাসে সাধারণ ছুটি ২ দিন (০৫ এপ্রিল জুমাতুল বিদা ও ১১ এপ্রিল ঈদুল ফিতর) বন্ধ এছাড়া নির্বাহী আদেশে ছুটি রয়েছে ৩ দিন (১০ ও ১২ এপ্রিল ঈদুল ফিতর ও ১৪ এপ্রিল বাংলা নববর্ষ)। এছাড়া ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে মুসলিম পর্ব ১৩ এপ্রিল ,হিন্দু পর্ব ০৬ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের আর্বিভাব, বৌদ্ধ পর্ব ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি।

এপ্রিল ২০২৪ সালের বাংলা,ইংরেজী ও আরবি ক্যালেন্ডার

এপ্রিল মাসটি বাংলা বর্ষপঞ্জিকা ১৪৩০-১৪৩১ অনুযায়ী চৈত্র ও বৈশাখ মাস সেই সাথে বসন্তকালের শেষ গ্রীষ্ম মাসের শুরু। আরবি ১৪৪৫ হিজরী অনুযায়ী মাস পড়েছে রমজান ও শাওয়াল মাস। এপ্রিল ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার নিচে ছবি আকারে দেওয়া হয়েছে।

april calendar 2024
April Calendar 2024

এপ্রিল মাসের প্রশ্ন ও উত্তর

এপ্রিল মাসে কত দিন?

এপ্রিল ৩০ দিনে মাস।

বাংলা নববর্ষ কবে?

এপ্রিল মাসের ১৪ তারিখ বাংলা নববর্ষ পালিত হবে। বৈশাখ হচ্ছে বঙ্গাব্দের প্রথম দিন মানে বাংলা নববর্ষ যাকে আমরা পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বলে থাকি।

২০২৪ সালের ঈদুল ফিতর কবে?

১১ এপ্রিল ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে ঈদুল ফিতর পালন হবে।

আশা করছি এপ্রিল মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ তালিকা আপনার উপকারে এসেছে ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এছাড়া অনান্য মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ এখানে দেখতে পাবেন।

5/5 - (2 votes)

মন্তব্য করুন

x