আগস্ট মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ । Days Of August 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

ইংরেজী ১২ মাসের মধ্যে অষ্টম মাসটি হল আগস্ট মাস। বাংলা মাস অনুযায়ী আগস্ট মাসে দুইটি মাস পড়েছে শ্রাবণ ও ভাদ্র। আগস্ট মাসে বর্ষাকালের শেষ হয়ে শরৎতের শুরু হবে। আগস্ট মাসে মোট ৩১ দিন। রোমান সম্রাট আগস্টাসের সম্মানে মাসের নামকরণ করা হয় আগস্ট।

বাংলাদেশের ইতিহাসে আগস্ট মাসটি মহা গুরুত্বপূর্ণ একটি মাস,কারণ এই আগস্ট মাসে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে নৃশংস ভাবে হত্যা করেছিল একদল ঘাতক বাহিনী। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।

আগস্ট মাসের দিবস ও ছুটি সমূহ
আগস্ট মাসের দিবস ও ছুটি সমূহ

আজকের নিবন্ধে আমরা ২০২৪ সালের আগস্ট মাসের দিবস ও ছুটি সমূহ জানবো। আমরা অনেকেই ২০২৪ সালের আগস্ট মাসের ছুটি ও দিবস সম্পর্কে গুগলে সার্চ করে থাকি। আশা করছি আগস্ট মাসের দিবস ও ছুটি সমূহ জেনে থাকলে আপনাদের কাজে আসবে।

আগস্ট মাস সম্পর্কে আমরা যা জানতে চাই আগস্ট মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪,আগস্ট মাসের কোন দিনে কি দিবস,আগস্ট মাসের দিবস গুলো কি কি?,আজ কি দিবস বাংলাদেশে, আগস্ট মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ,আগস্ট মাসের বাংলাদেশের জাতীয় দিবস সমূহ, আগস্ট মাসের ক্যালেন্ডার, আগস্ট মাসে কয়টি সরকারি ছুটি রয়েছে, জাতীয় শোক দিবস কবে,শ্রাবণ মাসের ক্যালেন্ডার,ভাদ্র মাসের ক্যালেন্ডার,আগস্ট ২০২৪ মাসের দিবস সমূহ,আগস্ট ২০২৪ মাসের আর্ন্তজাতিক দিবস সমূহ,আগস্ট ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার।

আগস্ট ২০২৪ মাসের দিবস সমূহ । Days Of August 2024

আগস্ট মাসে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বমোট ৯ টি দিবস রয়েছে। বর্তমানে চাকরির পরিক্ষা অথবা ভাইবা পরিক্ষায় বিভিন্ন মাসের দিবস নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাই সকলের উচিত আগস্ট ২০২৪ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ জেনে রাখা উচিত।

আগস্ট ২০২৪ মাসের জাতীয় দিবস সমূহ

আগস্ট মাসে সর্বমোট ৩ টি জাতীয় দিবস রয়েছে। নিচের ছকে আগস্ট মাসের জাতীয় দিবস সমূহ দেওয়া হলোঃ

তারিখদিবসের নাম
৯ আগস্টজাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস
১৫ আগস্টজাতীয় শোক দিবস
২৭ আগস্টদিঘলিয়ার দেয়াড়া গণহত্যা দিবস

আগষ্ট ২০২৪ মাসের আন্তর্জাতিক দিবস সমূহ

আগস্ট মাসে সর্বমোট ৬ টি আন্তর্জাতিক দিবস রয়েছে। নিচের ছকে আগস্ট মাসের আন্তর্জাতিক দিবস সমূহ দেওয়া হলোঃ

তারিখদিবসের নাম
১ আগস্টবিশ্ব মাতৃদুগ্ধ দিবস
৬ আগস্টহিরোশিমা দিবস ও নাগাসাকি দিবস
৯ আগস্টআন্তর্জাতিক আদিবাসী দিবস
১২ আগস্টআন্তর্জাতিক যুব দিবস
১৯ আগস্টবিশ্ব ফটোগ্রাফি দিবস
২০ আগস্টবিশ্ব মশক দিবস

জাতীয় শোক দিবস কবে?

বাংলাদেশে আগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করা হয়। আগস্ট মাসটি দেশের মহা গুরুত্বপূর্ণ একটি মাস। ১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে কতিপয় প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রান্তে বিপথগামী ঘাতকের বুলেটের আঘাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পুরো পরিবার নির্মমভাবে নিহত হন। প্রতি বছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হয়।

আরো দেখুনঃ

আগস্ট ২০২৪ মাসের সরকারি ছুটি সমূহ

তারিখদিনছুটির কারণ
১৫ আগস্টমঙ্গলবারজাতীয় শোক দিবস
(১৯৭৫ খ্রিস্টাব্দের এ দিনে বাংলাদেশের জাতির জনক ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।)

আগস্ট ২০২৪ মাসের সরকারি ছুটির তালিকা

আগস্ট মাসে তেমন একটা সরকারি ছুটি নেই। আগস্ট মাসে ১৫ তারিখ অর্থাৎ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ০১ (এক) দিনের সরকারি ছুটি রয়েছে । ২০২৪ সালের আগস্ট মাসের ১৫ আগস্ট বৃহস্পতিবার সরকারি ছুটি।

আগস্ট ২০২৪ সালের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার।

আগস্ট মাসটি বাংলা বর্ষপঞ্জিকা ১৪৩০ অনুযায়ী শ্রাবন ও ভাদ্র মাস সেই সাথে বর্ষা ঋতুর শেষ ও শরৎতের শুরু হবে। আরবি ১৪৪৫ হিজরী অনুযায়ী মাস পড়েছে মহররম ও সফর মাস। আগস্ট ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার নিচে ছবি আকারে দেওয়া হয়েছে।

আগস্ট ২০২৩ সালের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার
আগস্ট ২০২৪ সালের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার

আগস্ট মাসের দিবস ও ছুটি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

আগস্ট মাসের দিবস কয়টি?

আগস্ট মাসে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বমোট ৯ টি দিবস রয়েছে। বর্তমানে চাকরির পরিক্ষা অথবা ভাইবা পরিক্ষায় বিভিন্ন মাসের দিবস নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাই সকলের উচিত আগস্ট মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ জেনে রাখা উচিত।

জাতীয় শোক দিবস কবে?

১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।

১৫ আগস্ট রাতে কি হয়েছিল?

১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে কতিপয় প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রান্তে বিপথগামী ঘাতকের বুলেটের আঘাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পুরো পরিবার নির্মমভাবে নিহত হন।

প্রিয় পাঠক, আশা করছি আগস্ট মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪। Days Of August 2024 নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এমন আরো মাসের দিবস ও ছুটি জানতে ক্যালেন্ডার সেকশনে চোখ রাখতে পারেন। ধন্যবাদ

5/5 - (1 vote)

মন্তব্য করুন

x