জানুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৫ । Days of January 2025

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

ইংরেজী ১২ মাসের মধ্যে প্রথম মাসটি হল জানুয়ারি মাস। বাংলা মাস অনুযায়ী জানুয়ারি মাসে বাংলা দুইটি মাস পড়েছে পৌষ ও মাঘ। জানুয়ারি মাস জুড়ে থাকছে শীত। জানুয়ারি মাস বছরের আরো সাত মাসের মতো ৩১ দিনের।

আজকের নিবন্ধে আমরা ২০২৫ সালের জানুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ জানবো। আমরা অনেকেই ২০২৫ সালের জানুয়ারি মাসের ছুটি ও দিবস সম্পর্কে গুগলে সার্চ করে থাকি। আশা করছি জানুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ জেনে থাকলে আপনাদের কাজে আসবে।

জানুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ
জানুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ

জানুয়ারি মাস সম্পর্কে আমরা যা জানতে চাই জানুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৫,জানুয়ারি মাসের কোন দিনে কি দিবস,জানুয়ারি মাসের দিবস গুলো কি কি?,আজ কি দিবস বাংলাদেশে, জানুয়ারি মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ,জানুয়ারি মাসের বাংলাদেশের জাতীয় দিবস সমূহ, জানুয়ারি মাসের ক্যালেন্ডার, জানুয়ারি মাসে কয়টি সরকারি ছুটি রয়েছে, মাঘ মাসের ক্যালেন্ডার,পৌষ মাসের ক্যালেন্ডার,জানুয়ারি ২০২৫ মাসের দিবস সমূহ,জানুয়ারি ২০২৫ মাসের আর্ন্তজাতিক দিবস সমূহ,জানুয়ারি ২০২৫ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার।

জানুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৫ । Days of January 2025

জানুয়ারি মাসে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বমোট ১২ টি দিবস রয়েছে। বর্তমানে চাকরির পরিক্ষা অথবা ভাইবা পরিক্ষায় বিভিন্ন মাসের দিবস নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাই সকলের উচিত জানুয়ারি ২০২৫ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ জেনে রাখা।

জানুয়ারি ২০২৫ মাসের জাতীয় দিবস সমূহ

জানুয়ারি মাসে সর্বমোট ০৪ টি জাতীয় দিবস রয়েছে। নিচের ছকে জানুয়ারি মাসের জাতীয় দিবস সমূহ দেওয়া হলোঃ

তারিখদিবসের নাম
০২ জানুয়ারিজাতীয় সামাজসেবা দিবস
১০ জানুয়ারিবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
২০ জানুয়ারিশহীদ আসাদ দিবস
২৪ জানুয়ারিগণঅভ্যুত্থান দিবস

জানুয়ারি ২০২৫ মাসের আন্তর্জাতিক দিবস সমূহ

জানুয়ারি মাসে সর্বমোট ০৮ টি আন্তর্জাতিক দিবস রয়েছে। নিচের ছকে জানুয়ারি মাসের আন্তর্জাতিক দিবস সমূহ দেওয়া হলোঃ

তারিখদিবসের নাম
০২ জানুয়ারিবিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস
০৪ জানুয়ারিবিশ্ব ব্রেইল দিবস
০৪ জানুয়ারিবিশ্ব সম্মোহন দিবস
১০ জানুয়ারিবিশ্ব হিন্দি দিবস
২৬ জানুয়ারিআন্তর্জাতিক কাস্টম্‌স দিবস
২৭ জানুয়ারিবিশ্ব ব্রেস্ট পাম্পিং দিবস
২৮ জানুয়ারিবিশ্ব তথ্য সুরক্ষা দিবস
২৮ জানুয়ারিবিশ্ব কুষ্ঠ দিবস

জানুয়ারি ২০২৫ মাসের সরকারি ছুটি সমূহ

বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২৫ অনুসারে জানুয়ারি মাসে কোন সরকারি ছুটি নেই । জানুয়ারি মাসে থাকছে ০৫ টি শুক্রবার ও ০৪ টি শনিবার।

জানুয়ারি ২০২৫ মাসের সরকারি ছুটির তালিকা

সরকারি ছুটির তালিকামতে ২০২৫ সালের জানুয়ারি মাসে সরকারি ছুটি নেই এছাড়া জানুয়ারি মাসে ০৯ টি সাপ্তাহিক ছুটি রয়েছে।

জানুয়ারি ২০২৫ সালের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার

জানুয়ারি মাসটি বাংলা বর্ষপঞ্জিকা ১৪৩১ অনুযায়ী পৌষ ও মাঘ মাস সেই সাথে শীতকাল। আরবি ১৪৪৬ হিজরী অনুযায়ী মাস পড়েছে জমাদিউস সানি ও রজব মাস। জানুয়ারি ২০২৫ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার নিচে ছবি আকারে দেওয়া হয়েছে।

January Maser Calendar 2024
January Maser Calendar 2024

জানুয়ারি মাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

জানুয়ারি মাসে কত দিন?

জানুয়ারি মাস বছরের আরো সাত মাসের মতো ৩১ দিনের।

জানুয়ারি মাসে কোন ঋতু?

জানুয়ারি মাস জুড়ে থাকছে শীতকাল।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

গণঅভ্যুত্থান দিবস কবে?

২৪ জানুয়ারি গণঅভ্যুত্থান দিবস

শহীদ আসাদ দিবস কবে?

২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস পালন করা হয়।

প্রিয় পাঠক, আশা করছি জানুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৫ । Days Of January 2025 নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এমন আরো মাসের দিবস ও ছুটি জানতে ক্যালেন্ডার সেকশনে চোখ রাখতে পারেন। ধন্যবাদ

5/5 - (4 votes)

মন্তব্য করুন

x