মে মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ । Days Of May 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

মে ২০২৪। MAY 2024

ইংরেজী ১২ মাসের মধ্যে পঞ্চম মাসটি হল মে মাস। বাংলা মাস অনুযায়ী মে মাসে দুইটি মাস পড়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ। মে মাস বসন্ত ঋতুর তৃতীয় এবং শেষ মাস। মে মাসে আম ও কাঠাল পাকা শুরু হয়ে যায়।

DAYS OF MAY

আজকের নিবন্ধে আমরা ২০২৪ সালের মে মাসের দিবস ও ছুটি সমূহ জানবো। আমরা অনেকেই ২০২৪ সালের মে মাসের ছুটি ও দিবস সম্পর্কে গুগলে সার্চ করে থাকি। আশা করছি আপনাদের কাজে আসবে।

মে মাস সম্পর্কে আমরা যা জানতে চাই মে মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪,মে মাসের কোন দিনে কি দিবস,মে মাসের দিবস গুলো কি কি?,আজ কি দিবস বাংলাদেশে, মে মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ,মে মাসের বাংলাদেশের জাতীয় দিবস সমূহ, মে মাসের ক্যালেন্ডার, ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস।

২০২৪ সালের মে মাসের যে সকল বিষয়ে আলোচনা করা হবে

  • মে ২০২৪ মাসের দিবস সমূহ।
  • মে ২০২৪ মাসের সরকারী ছুটি সমূহ।
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস।
  • মে ২০২৪ মাসের বাংলা ও ইংরেজী ক্যালেন্ডার

মে মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪। Days Of May 2024

মে মাসে জাতীয় ও আন্তর্জাতিক সর্বমোট ১৬ টি দিবস রয়েছে যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে। বর্তমানে চাকরির পরীক্ষায় দিসবসমূহ থেকে প্রশ্ন করা হচ্ছে। তাই সকলের মে মাসের দিবস সমূহ জেনে রাখা উচিত।

তারিখদিবস সমূহ
১ মেআন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস
৩ মেবিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস
৮ মেবিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস
১২ মেআন্তর্জাতিক নার্স দিবস
১৪ মেবিশ্ব পরিযায়ী পাখি দিবস
১৫ মেআন্তর্জাতিক পরিবার দিবস
১৬ মেফারাক্কা লংমার্চ দিবস বা ফারাক্কা দিবস
১৭ মেবিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
১৮ মেআন্তর্জাতিক জাদুঘর দিবস
২০ মেবিশ্ব মেট্রোলজি দিবস
২২ মেবিশ্ব জীববৈচিত্র্য দিবস 
২৩ মেজাতীয় নৌ-নিরাপত্তা দিবস
২৫ মেবাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী
২৮ মেবিশ্ব রজঃস্রাব স্বাস্থ্য দিবস, নিরাপদ মাতৃত্ব দিবস
২৯ মেআন্তর্জাতিক শান্তি সংঘ শান্তিরক্ষী বাহিনী
৩১ মেবিশ্ব তামাক মুক্ত দিবস

মে মাসের ছুটি সমূহ ২০২৪

মে মাসে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী  ০২ দিন ছুটি রয়েছে যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

তারিখছুটি সমূহ
১ মেআন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস
২২ মেবুদ্ধ পূর্ণিমা

মে ২০২৪ মাসের ছুটির তালিকা

মে ২০২৪ মাসে সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাধারণ ছুটি রয়েছে ২ দিন (০১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস ও ২২ মে বুদ্ধ পূর্ণিমা) ।

আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস

মে মাসের প্রথম দিন অর্থাৎ ১ মে কে আন্তর্জাতিক শ্রমিক দিবস অথবা মে দিবস বলা হয়ে থাকে। ১ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের শ্রমিক আন্দোলনই মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস নামে পরিচিত।

মে ২০২৪ সালের বাংলা,ইংরেজী ও আরবি ক্যালেন্ডার

মে মাসটি বাংলা বর্ষপঞ্জিকা ১৪৩১ অনুযায়ী বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস সেই সাথে গ্রীষ্ম মাস। আরবি ১৪৪৫ হিজরী অনুযায়ী মাস পড়েছে শাওয়াল ও জিলকদ মাস। মে ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার নিচে ছবি আকারে দেওয়া হয়েছে।

২০২৪ সালের বাংলাইংরেজী ও আরবি ক্যালেন্ডার

মে মাস সম্পর্কে প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস কবে?

মে মাসের প্রথম দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস পালন করা হয়।

কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী কবে?

২৫ শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী।

আশা করছি মে মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ তালিকা আপনার উপকারে এসেছে ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এছাড়া অনান্য মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ এখানে দেখতে পাবেন। ধন্যবাদ

5/5 - (1 vote)

মন্তব্য করুন

x