ইংরেজী ১২ মাসের মধ্যে দশম মাসটি হল অক্টোবর মাস। বাংলা মাস অনুযায়ী অক্টোবর মাসে দুইটি মাস পড়েছে আশ্বিন ও কার্তিক। অক্টোবর মাস জুড়ে শরৎ ও হেমন্ত ঋতু। অক্টোবর মাসে সর্বমোট ৩১ দিন। অক্টোবর মাসের নামটি লাতিন ও গ্রিক অক্তো (ôctō) থেকে নেওয়া হয়েছে, যার অর্থ অষ্টম। পরবর্তিতে জানুয়ারি ও ফেব্রুয়ারি যুক্ত হওয়ায় অক্টোবর মাসটি দশম মাস হিসেবে গননা করা হয়।
সূচীপত্র
আজকের নিবন্ধে আমরা ২০২৪ সালের অক্টোবর মাসের দিবস ও ছুটি সমূহ জানবো। আমরা অনেকেই ২০২৪ সালের অক্টোবর মাসের ছুটি ও দিবস সম্পর্কে গুগলে সার্চ করে থাকি। আশা করছি অক্টোবর মাসের দিবস ও ছুটি সমূহ জেনে থাকলে আপনাদের কাজে আসবে।
অক্টোবর মাস সম্পর্কে আমরা যা জানতে চাই অক্টোবর মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪,অক্টোবর মাসের কোন দিনে কি দিবস,অক্টোবর মাসের দিবস গুলো কি কি?,আজ কি দিবস বাংলাদেশে, অক্টোবর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ,অক্টোবর মাসের বাংলাদেশের জাতীয় দিবস সমূহ, অক্টোবর মাসের ক্যালেন্ডার, অক্টোবর মাসে কয়টি সরকারি ছুটি রয়েছে, আশ্বিন মাসের ক্যালেন্ডার,কার্তিক মাসের ক্যালেন্ডার,অক্টোবর ২০২৪ মাসের দিবস সমূহ,অক্টোবর ২০২৪ মাসের আর্ন্তজাতিক দিবস সমূহ,অক্টোবর ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার।
অক্টোবর ২০২৪ মাসের দিবস সমূহ । Days Of October 2024
অক্টোবর মাসে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বমোট ১৮ টি দিবস রয়েছে। বর্তমানে চাকরির পরিক্ষা অথবা ভাইবা পরিক্ষায় বিভিন্ন মাসের দিবস নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাই সকলের উচিত অক্টোবর ২০২৪ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ জেনে রাখা উচিত।
অক্টোবর ২০২৪ মাসের জাতীয় দিবস সমূহ
অক্টোবর মাসে সর্বমোট ৬ টি জাতীয় দিবস রয়েছে। নিচের ছকে অক্টোবর মাসের জাতীয় দিবস সমূহ দেওয়া হলোঃ
তারিখ | দিবসের নাম |
২ অক্টোবর | পথশিশু দিবস বা সুবিধাবঞ্চিত শিশু দিবস |
২ অক্টোবর | জাতীয় উৎপাদনশীলতা দিবস |
৬ অক্টোবর | জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস |
১৮ অক্টোবর | জাতীয় শেখ রাসেল দিবস |
২২ অক্টোবর | নিরাপদ সড়ক দিবস |
আরো দেখুনঃ
- আজকের তারিখ (বাংলা ইংরেজি আরবি)। Ajker Tarikh 2024
- নভেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ । Days of November
- শারদীয় দুর্গা পূজা: দুর্গা পূজা ক্যালেন্ডার ২০২৪ । বাংলাদেশে দুর্গা পূজা কবে?
- সরকারি ছুটির তালিকা 2024 । Bangladesh Public Holidays
অক্টোবর ২০২৪ মাসের আন্তর্জাতিক দিবস সমূহ
অক্টোবর মাসে সর্বমোট ১৩ টি আন্তর্জাতিক দিবস রয়েছে। নিচের ছকে অক্টোবর মাসের আন্তর্জাতিক দিবস সমূহ দেওয়া হলোঃ
তারিখ | দিবসের নাম |
১ অক্টোবর | বিশ্ব শিশু দিবস |
১ অক্টোবর | আন্তর্জাতিক প্রবীণ দিবস |
০২ অক্টোবর (প্রথম সোমবার) | বিশ্ব আবাসন দিবস বা বিশ্ব বসতি দিবস |
৫ অক্টোবর | বিশ্ব শিক্ষক দিবস |
৯ অক্টোবর | বিশ্ব ডাক দিবস |
১০ অক্টোবর | বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস |
১১ অক্টোবর (দ্বিতীয় বুধবার) | আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ হ্রাসকরণ দিবস |
১৪ অক্টোবর | বিশ্ব ডিম দিবস |
১৫ অক্টোবর | আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস |
১৬ অক্টোবর | বিশ্ব খাদ্য দিবস |
১৭ অক্টোবর | আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস |
২৪ অক্টোবর | জাতিসংঘ দিবস |
৩১ অক্টোবর | বিশ্ব মিতব্যয়িতা দিবস |
অক্টোবর ২০২৪ মাসের সরকারি ছুটি সমূহ
অক্টোবর মাসে সর্বমোট সরকারি ছুটি ১ দিন। ১৩ অক্টোবর বিজয়া দশমী (শারদীয় দুর্গাপূজা)।
তারিখ | দিন | ছুটির কারণ |
১৩ অক্টোবর | রবিবার | বিজয়া দশমী (শারদীয় দুর্গাপূজা) |
অক্টোবর ২০২৪ মাসের সরকারি ছুটির তালিকা
অক্টোবর মাসে সর্বমোট সরকারি ছুটি ১ দিন। ১৩ অক্টোবর রোজ রবিবার বিজয়া দশমী (শারদীয় দুর্গাপূজা) । এছাড়া ঐচ্ছিক ছুটি হিসেবে হিন্দু ধর্মাবলম্বীরা ১১ ও ১২ অক্টোবর অষ্টমী ও নবমীর দিন ছুটি নিতে পারবে।
অক্টোবর ২০২৪ সালের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার
অক্টোবর মাসটি বাংলা বর্ষপঞ্জিকা ১৪৩১ অনুযায়ী আশ্বিন ও কার্তিক মাস সেই সাথে শরৎ ও হেমন্তকাল। আরবি ১৪৪৬ হিজরী অনুযায়ী মাস পড়েছে রবিউল আউয়াল ও রবিউস সানি মাস। অক্টোবর ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার নিচে ছবি আকারে দেওয়া হয়েছে।
অক্টোবর মাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
শেখ রাসেল দিবস কবে?
১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালন করা হয়।
নিরাপদ সড়ক দিবস কত তারিখ?
২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস পালিত হয়।
অক্টোবর মাস কত দিনে?
অক্টোবর মাসে সর্বমোট ৩১ দিন
শারদীয় দুর্গাপূজা কবে?
১৯ শে অক্টোবর মহাপঞ্চমীর মধ্য দিয়ে দুর্গপূজা শুরু হয়ে ২৪ শে অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শেষ হবে।
অক্টোবর কত তম মাস?
ইংরেজী ১২ মাসের মধ্যে দশম মাসটি হল অক্টোবর মাস।
প্রিয় পাঠক, আশা করছি অক্টোবর মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ । Days Of October 2024 নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এমন আরো মাসের দিবস ও ছুটি জানতে ক্যালেন্ডার সেকশনে চোখ রাখতে পারেন। ধন্যবাদ