ইংরেজী ১২ মাসের মধ্যে নবম মাসটি হল সেপ্টেম্বর মাস। বাংলা মাস অনুযায়ী সেপ্টেম্বর মাসে দুইটি মাস পড়েছে ভাদ্র ও আশ্বিন। সেপ্টেম্বর মাস জুড়ে শরৎ ঋতু। সেপ্টেম্বর মাসে সর্বমোট ৩০ দিন। ল্যাটিন ‘সেপ্টেম’ মানে সাত। রোমান ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর ছিল সাত নাম্বার মাস। খ্রিস্টপূর্ব ৪৫ সালে যখন জুলিয়াস সিজার তার নাম অনুসারে জুলিয়ান ক্যালেন্ডার শুরু করলেন, সেখানে ক্রম অনুসারে প্রথম ছয়টা মাস ঠিক একই থেকে গেল। কিন্তু নতুন দুটো মাস জানুয়ারি ও ফ্রেব্রুয়ারি অতিরিক্ত যোগ হওয়ায় সেপ্টেম্বর হয়ে গেল নয় নম্বর মাস।
সূচীপত্র
আজকের নিবন্ধে আমরা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ জানবো। আমরা অনেকেই ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ছুটি ও দিবস সম্পর্কে গুগলে সার্চ করে থাকি। আশা করছি সেপ্টেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ জেনে থাকলে আপনাদের কাজে আসবে।
সেপ্টেম্বর মাস সম্পর্কে আমরা যা জানতে চাই সেপ্টেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪,সেপ্টেম্বর মাসের কোন দিনে কি দিবস,সেপ্টেম্বর মাসের দিবস গুলো কি কি?,আজ কি দিবস বাংলাদেশে, সেপ্টেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ,সেপ্টেম্বর মাসের বাংলাদেশের জাতীয় দিবস সমূহ, সেপ্টেম্বর মাসের ক্যালেন্ডার, সেপ্টেম্বর মাসে কয়টি সরকারি ছুটি রয়েছে, আশ্বিন মাসের ক্যালেন্ডার,ভাদ্র মাসের ক্যালেন্ডার,সেপ্টেম্বর ২০২৪ মাসের দিবস সমূহ,সেপ্টেম্বর ২০২৪ মাসের আর্ন্তজাতিক দিবস সমূহ,সেপ্টেম্বর ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার।
সেপ্টেম্বর ২০২৪ মাসের দিবস সমূহ । Days Of September 2024
সেপ্টেম্বর মাসে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বমোট ১৮ টি দিবস রয়েছে। বর্তমানে চাকরির পরিক্ষা অথবা ভাইবা পরিক্ষায় বিভিন্ন মাসের দিবস নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাই সকলের উচিত সেপ্টেম্বর ২০২৩ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ জেনে রাখা উচিত।
সেপ্টেম্বর ২০২৪ মাসের জাতীয় দিবস সমূহ
সেপ্টেম্বর মাসে সর্বমোট ৫ টি জাতীয় দিবস রয়েছে। নিচের ছকে সেপ্টেম্বর মাসের জাতীয় দিবস সমূহ দেওয়া হলোঃ
তারিখ | দিবসের নাম |
১৭ সেপ্টেম্বর | মহান শিক্ষা দিবস |
১৮ সেপ্টেম্বর | কৃষ্ণপুর গণহত্যা দিবস |
২৩ সেপ্টেম্বর | প্রীতিলতার আত্মাহুতি দিবস |
২৯ সেপ্টেম্বর | মাহমুদপুর গণহত্যা দিবস |
৩০ সেপ্টেম্বর | কন্যা শিশু দিবস |
সেপ্টেম্বর ২০২৪ মাসের আন্তর্জাতিক দিবস সমূহ
সেপ্টেম্বর মাসে সর্বমোট ১৩ টি আন্তর্জাতিক দিবস রয়েছে। নিচের ছকে সেপ্টেম্বর মাসের আন্তর্জাতিক দিবস সমূহ দেওয়া হলোঃ
তারিখ | দিবসের নাম |
৮ সেপ্টেম্বর | আন্তর্জাতিক সাক্ষরতা দিবস |
৮ সেপ্টেম্বর | বিশ্ব ফিজিওথেরাপি দিবস |
১৬ সেপ্টেম্বর | আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস |
১৮ সেপ্টেম্বর | বিশ্ব নৌ দিবস |
২১ সেপ্টেম্বর | বিশ্ব শান্তি দিবস |
২২ সেপ্টেম্বর | বিশ্ব কারামুক্ত দিবস |
২৪ সেপ্টেম্বর | মীনা দিবস |
২৭ সেপ্টেম্বর | বিশ্ব পর্যটন দিবস |
২৮ সেপ্টেম্বর | বিশ্ব জলাতঙ্ক দিবস |
২৮ সেপ্টেম্বর | আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস |
চতুর্থ রবিবার | বিশ্ব নদী দিবস |
শেষ রবিবার | বিশ্ব বধির দিবস |
২৯ সেপ্টেম্বর | বিশ্ব হৃদয় দিবস |
সেপ্টেম্বর ২০২৪ মাসের সরকারি ছুটি সমূহ
সেপ্টেম্বর মাসে সর্বমোট সরকারি ছুটি ১ দিন। ১৬ সেপ্টেম্বর সোমবার ঈদে মিলাদুন্নবী।
তারিখ | দিন | ছুটির কারণ |
১৬ সেপ্টেম্বর | সোমবার | ঈদে মিলাদুন্নবী |
সেপ্টেম্বর ২০২৪ মাসের সরকারি ছুটির তালিকা
সেপ্টেম্বর মাসে সর্বমোট সরকারি ছুটি ১ দিন। ১৬ সেপ্টেম্বর রোজ সোমবার ঈদে মিলাদুন্নবী। ১৩ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটি নিতে পারবে।
সেপ্টেম্বর ২০২৪ সালের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার
সেপ্টেম্বর মাসটি বাংলা বর্ষপঞ্জিকা ১৪৩১ অনুযায়ী ভাদ্র ও আশ্বিন মাস সেই সাথে শরৎকাল। আরবি ১৪৪৬ হিজরী অনুযায়ী মাস পড়েছে সফর ও রবিউল আউয়াল মাস। সেপ্টেম্বর ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার নিচে ছবি আকারে দেওয়া হয়েছে।
প্রিয় পাঠক, আশা করছি সেপ্টেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ । Days Of September 2024 নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এমন আরো মাসের দিবস ও ছুটি জানতে ক্যালেন্ডার সেকশনে চোখ রাখতে পারেন। ধন্যবাদ