ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল কত । এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুটম্যাপ,উঠা নামার স্থান ও ষ্টেশন

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েঃ বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (Dhaka Elevated Expressway) হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ।এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প। ঢাকা শহরের যানজট নিরসনের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবচেয়ে বড় প্রকল্প। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সকল সংযোগ সড়ক সহ এর সর্বমোট দৈর্ঘ্য হবে ৪৬.৭৩ কিলোমিটার এবং ব্যয় হবে ৳১২২ বিলিয়ন টাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বমোট তিনটি ট্রাঞ্চে কাজ চলমান আছে।

dhaka-elevated-expressway,ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

গত ০২ সেপ্টেম্বর শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (Dhaka Elevated Expressway) ট্রাঞ্চ-১ অর্থাৎ শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে ফার্মগেট পর্যন্ত মোট ১০ কিঃমিঃ বিকেল চারটা ছয় (০৪:০৬) মিনিটে সুইচ টিপে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠের পাশে স্থাপিত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২ এবং ৩ চাকার যানবাহন (সিএজি,মোটর সাইকেল,রিক্সা,সাইকেল) এবং পথচারী চলাচল সম্পূর্ণ নিষেধ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং উঠানামার জন্য সর্বোচ্চ গতিসীমা ৪০ কিলোমিটার রাখতে হবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল কত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (Dhaka Elevated Expressway) ব্যবহারের জন্য চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে সে অনুযায়ী টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উক্ত টোল হার ০২ সেপ্টেম্বর শনিবার থেকেই কার্যকর হবে। নির্ধারিত অংশের যেকোনো স্থানে ওঠা-নামার ক্ষেত্রে এ টোল হার প্রযোজ্য হবে।

যানবাহনের শ্রেণিটোল ফি
প্রাইভেট কার/ট্যাক্সি৮০ টাকা
মাইক্রোবাস৮০ টাকা
পিকআপ৮০ টাকা
হালকা ট্রাক৮০ টাকা
মাঝারি ট্রাক৩২০ টাকা
ভারি ট্রাক৪০০ টাকা
মিনি বাস১৬০ টাকা
যাত্রীবাহী বাস১৬০ টাকা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ম্যাপ ও রুট

এলিভেটেড এক্সপ্রেসওয়ে (Dhaka Elevated Expressway) শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প।

আরো দেখুনঃ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠা নামার স্থান ও ষ্টেশন

নির্ধারিত টোল পরিশোধ করে কোন কোন স্থান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে (Dhaka Elevated Expressway) ওঠা-নামা যাবে তার তালিকাঃ

উত্তর থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন ওঠার স্থান

১. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা।
২. প্রগতি সরণি এবং বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাব।

উত্তর থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন নামার স্থান

১. বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ।
২. মহাখালী বাস টার্মিনালের সামনে।
৩. ফার্মগেট প্রান্তে ইন্দিরা রোডের পাশে।

দক্ষিণ থেকে উত্তর অভিমুখী যানবাহন ওঠার স্থান

১. বিজয় সরণি ওভারপাসের উত্তর ও দক্ষিণ লেন।
২. বনানী রেলস্টেশনের সামনে।

দক্ষিণ থেকে উত্তর অভিমুখী যানবাহন নামার স্থান

১. মহাখালী বাস টার্মিনালের সামনে।
২. বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর সামনে বিমানবন্দর সড়ক।
৩. কুড়িল বিশ্বরোড
৪. বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কত কিঃমিঃ?

বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজ উদ্বোধন হচ্ছে। দ্রুতগতির এই উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সকল সংযোগ সড়ক সহ এর সর্বমোট দৈর্ঘ্য হবে ৪৬.৭৩ কিলোমিটার।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল কত?

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে সে অনুযায়ী টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কবে চালু হয়েছে?

গত ০২ সেপ্টেম্বর শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ট্রাঞ্চ-১ অর্থাৎ শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে ফার্মগেট পর্যন্ত মোট ১০ কিঃমিঃ বিকেল চারটা ছয় (০৪:০৬) মিনিটে সুইচ টিপে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠের পাশে স্থাপিত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মান ব্যয় কত টাকা?

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মান ব্যয় ৳১২২ বিলিয়ন টাকা।

প্রিয় পাঠক, আশা করছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল কত বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ম্যাপ ও রুট অথবা উঠা নামার স্থান ও ষ্টেশন সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এছাড়া এমন আরো তথ্য দেখুন আমাদের ওয়েব সাইটে। ধন্যবাদ

5/5 - (7 votes)

মন্তব্য করুন

x