ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া । Dhaka To Sylhet Train 2023

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

বাংলাদেশে সিলেট বিভাগ হচ্ছে অন্যতম পর্যটন বিভাগ। সিলেটে অনেক মানুষই ভ্রমণের উদ্দেশ্যে আসে। বাংলাদেশের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে সিলেট অন্যতম। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট ভ্রমন করে মানুষ। বিশেষ করে ঢাকা থেকে সিলেটে প্রচুর লোক যাওয়া আসা করে। ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২৪৬ কিঃমিঃ বাসে আসতে লাগে ৬ ঘন্টা ৩০ মিনিটের মত আর বিমানে লাগে ৪৫ মিনিট সেখানে ট্রেনে আসতে লাগে ৮ ঘন্টার মত। ঢাকা থেকে সিলেট অথবা সিলেট থেকে ঢাকা যাওয়া আসার জন্য ট্রেন বেষ্ট অপশন।

ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে সিলেট আসতে চায় বা সিলেট থেকে ঢাকা যেতে চায় কিন্তু তাদের জানা নেই ঢাকা থেকে সিলেটে বা সিলেট থেকে ঢাকার ট্রেন ভাড়া ও সময়সূচী সম্পর্কে। আজকের নিবন্ধে আমরা জানানোর চেষ্টা করব ঢাকা টু সিলেটের ট্রেন ভাড়া ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত।

dhaka-sylhet-train,ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া
ঢাকা থেকে সিলেট ট্রেন

ঢাকা থেকে সিলেট চলাচলকারী ট্রেনের নাম

আপনারা যারা ঢাকা থেকে সিলেট ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের আগে জানতে হবে ঢাকা থেকে সিলেট কোন কোন ট্রেন চলাচল করে। তাহলে চলুন জেনে নেই ঢাকা থেকে সিলেট কোন কোন ট্রেন যাতায়াত করে।

  • পার্বত এক্সপ্রেস (৭০৯)
  • জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)
  • উপবন এক্সপ্রেস (৭৩৯)
  • কালানি এক্সপ্রেস (৭৭৩)

ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে সিলেট ৪ টি ট্রেন বিভিন্ন সময় চলাচল করে। ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২৪৬ কিঃমিঃ যেখানে ট্রেনে আসতে সময় লাগবে ৮ ঘন্টার মত। ঢাকা থেকে সিলেট ট্রেন ভ্রমন যাত্রায় অন্যরকম অনুভূতি সৃষ্টি করে কারণ যাত্রাপথের নানান রকম দৃশ্য আপনাকে আনন্দ দিবে। তাহলে চলুন জেনে নেই ঢাকা থেকে সিলেট চলাচলকারী ট্রেনের সময়সূচীঃ

ট্রেনের নামবন্ধের দিনঢাকা থেকে ট্রেন ছাড়ার সময়সিলেটে ট্রেন পৌঁছানোর সময়
পার্বত এক্সপ্রেস (৭০৯)মঙ্গলবারসকাল – ৬ঃ২০দুপুর  –  ১ঃ০০
জয়ন্তিকা এক্সপ্রেস  (৭১৭)নাইসকাল – ১১ঃ১৫সন্ধ্যা  –  ৭ঃ০০
উপবন এক্সপ্রেস (৭৩৯)বুধবাররাত –  ৮ঃ৩০ভোর  –  ৫ঃ৩০
কালানি এক্সপ্রেস (৭৭৩)শুক্রবারবিকাল  – ৩ঃ০০রাত –  ৯ঃ৩০

ঢাকা থেকে সিলেট ট্রেনের ভাড়া

দেশের বেশির ভাগ মানুষ কাজের সূত্রে ঢাকায় অবস্থান করে একটু অবসর পেলেই ভ্রমনের চিন্তা করেন। সিলেট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। তাই প্রচুর মানুষ ট্রেনে ঢাকা থেকে সিলেট যাওয়া আসা করে। সিলেটে ট্রেনে যাওয়ার আগে ট্রেনেরভাড়া সম্পর্কে জেনে নেওয়াটা জরূরী। নিচে ঢাকা থেকে সিলেট ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হলোঃ

আসন বিভাগটিকেটের মূল্য
শোভন২৬৫ টাকা
শোভন চেয়ার৩২০ টাকা
প্রথম সিট৪২৫ টাকা
প্রথম বার্থ ৬৪০ টাকা
স্নিগ্ধা৬১০ টাকা
এসি সিট৫৫৮ টাকা
এসি বার্থ১০৯৯ টাকা

আরো দেখুনঃ

সিলেট থেকে ঢাকা চলাচলকারী ট্রেনের নাম

আপনারা যারা সিলেট থেকে ঢাকা ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের আগে জানতে হবে সিলেট থেকে ঢাকা কোন কোন ট্রেন চলাচল করে। তাহলে চলুন জেনে নেই সিলেট থেকে ঢাকা কোন কোন ট্রেন যাতায়াত করে।

  • পার্বত এক্সপ্রেস (৭১০)
  • জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)
  • উপবন এক্সপ্রেস (৭৪০)
  • কালানি এক্সপ্রেস (৭৭৪)

সিলেট থেকে ঢাকার ট্রেনের সময়সূচী

ট্রেনের নামসিলেট থেকে ছাড়ার সময়ঢাকা পৌঁছানোর সময়
পার্বত এক্সপ্রেস (৭১০)বিকাল-৩ঃ৪৫রাত-১০ঃ৪০
জয়ন্তিকা এক্সপ্রেস(৭১৮)সকাল-১১ঃ১৫সন্ধা-৬ঃ২৫
উপবন এক্সপ্রেস (৭৪০)রাত-১১ঃ৪০সকাল-৬ঃ৪৫
কালানী এক্সপ্রেস (৭৭৪)সকাল-৬ঃ১৫দুপুর- ১ঃ০০

ঢাকা থেকে সিলেট ট্রেন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ঢাকা থেকে সিলেট চলাচলকারী ট্রেনের নাম?

ঢাকা থেকে সিলেট ৪ টি ট্রেন বিভিন্ন সময় চলাচল করে। ঢাকা থেকে সিলেট চলাচলকারী ট্রেনের নাম সমূহ পার্বত এক্সপ্রেস,জয়ন্তিকা এক্সপ্রেস,উপবন এক্সপ্রেস ও কালানি এক্সপ্রেস।

ঢাকা থেকে সিলেটের দূরত্ব কত কিঃমিঃ?

ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২৪৬ কিঃমিঃ

ঢাকা থেকে সিলেট যেতে ট্রেনে কত সময় লাগে?

ঢাকা থেকে সিলেট ট্রেনে যেতে ৮ ঘন্টার মত লাগে।

ঢাকা থেকে সিলেট ট্রেনের ভাড়া কত?

ঢাকা থেকে সিলেট ট্রেনের ভাড়ার তালিকাঃ
শোভন ২৬৫ টাকা
শোভন চেয়ার ৩২০ টাকা
প্রথম সিট ৪২৫ টাকা
প্রথম বার্থ ৬৪০ টাকা
স্নিগ্ধা ৬১০ টাকা
এসি সিট ৫৫৮ টাকা
এসি বার্থ ১০৯৯ টাকা

প্রিয় পাঠকবৃন্ধ, আশা করছি ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকায় চলাচলকৃত সকল ট্রেন সম্পর্কে জানতে পেরেছেন এছাড়াও ঢাকা থেকে সিলেটের সর্বশেষ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আপনাদের ভ্রমনের সময় উপকারে আসবে। এরকম আরো বিভিন্ন এলাকার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা দেখে নিতে পারেন। ধন্যবাদ

4.3/5 - (10 votes)

“ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া । Dhaka To Sylhet Train 2023”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন

আপডেট জানতে চান হ্যা