ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী, ভাড়া ও ছুটির দিন । Dhaka To Cox’s Bazar Train 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

ঢাকা থেকে কক্সবাজার ট্রেন (Dhaka To Cox’s Bazar Train) একটা স্বপ্নের মত। দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান গুলোর মধ্যে কক্সবাজার (Cox’s Bazar) অন্যতম। ঢাকা থেকে কক্সবাজার এর সড়কপথের দূরত্ব ৩৯৭.৬ কি.মি. সেখানে বাসে যেতে সময় লাগে কমবেশি ১০/১১ ঘন্টার মত। বিমানে করে যেতে লাগে ১ ঘন্টা ১৫ মিনিট কিন্তু ভাড়া সাধারণ ভ্রমনকারী/যাতায়াতকারী দের নাগালের বাহিরে।

Dhaka To Cox's Bazar Train,ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী, ভাড়া ও ছুটির দিন
Dhaka To Cox’s Bazar Train

বর্তমানে ঢাকা থেকে চট্রগ্রাম পর্যন্ত ট্রেনে যাওয়া গেলেও ২০২৩ সালের ০১ ডিসেম্বর ঢাকা থেকে সরাসরি ট্রেনে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু হয়েছে। ১৩০ কি.মি প্রতি ঘন্টা গতিতে ট্রেন চলবে ঢাকা টু কক্সবাজার যদিও ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ১৫০ কি.মি প্রতি ঘন্টা। ঢাকা থেকে কক্সবাজার রেললাইন হবে ৫৫১ কিলোমিটার আর ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যেতে সময় লাগবে ৭/৭.৫ ঘন্টা। ঢাকা থেকে কক্সবাজার রুটে পর্যটন ট্রেন চালু হওয়ারও সম্ভাবনা রয়েছে।

ঢাকা থেকে কক্সবাজার ট্রেন (Dhaka To Cox’s Bazar Train) চালু হয়ে গেলে কক্সবাজার ভ্রমন হবে সহজ,নিরাপদ ও সাশ্রয়ী। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানের নাম কক্সবাজার (Cox’s Bazar)। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য কক্সবাজার এর সুনাম ছড়িয়ে আছে সারা বিশ্বে। সমুদ্র সৈকত ছাড়াও কক্সবাজারের রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা এবং বেশকিছু আকর্ষণীয় পর্যটন স্থান। আর একারণে কক্সবাজারকে ‘পর্যটন নগরী’ হিসাবে অভিহিত করা হয়। কক্সবাজারের পর্যটন কেন্দ্র গুলোর নামঃ-

সেন্টমার্টিন, রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, দরিয়ানগর, সুগন্ধা বীচ, লাবনী পয়েন্ট, কলাতলী বীচ, ইনানী বীচ, হিমছড়ি, মেরিন রোড, রামু বৌদ্ধ বিহার, মহেশখালি, সোনাদিয়া দ্বীপ, আদিনাথ মন্দির, ডুলাহাজারা সাফারি পার্ক ইত্যাদি কক্সবাজারের সর্বাধিক দর্শনীয় ভ্রমণ স্থান।

আরো দেখুনঃ

ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী

ঢাকা টু কক্সবাজার রুটে (Dhaka To Cox’s Bazar Train) চলতি বছরের ০১ ডিসেম্বর কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করেছে। ১০ জানুয়ারি ২০২৪ পর্যটক এক্সপ্রেস নামে নতুন আন্তনগর ট্রেন চলবে। রেলওয়ের সূত্রমতে, রবিবার ও মঙ্গলবার থাকবে সাপ্তাহিক ছুটি। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়বে কক্সবাজার রুটে। নিচে ঢাকা কক্সবাজার রুটের ট্রেনের সময়সূচী দেওয়া হলোঃ

ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী

যাত্রা শুরুসময় যাত্রা শেষসময়
ঢাকারাতঃ ১০:৩০ মিনিটেকক্সবাজারভোরঃ ০৭:২০ মিনিটে
ঢাকাভোরঃ ০৬:১৫ মিনিটেকক্সবাজারবিকেলঃ ০৩:০০ টায়

কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী

যাত্রা শুরুসময় যাত্রা শেষসময়
কক্সবাজারদুপুরঃ ১২:৩০ মিনিটেঢাকারাতঃ ০৯:১০ মিনিটে
কক্সবাজাররাতঃ ০৮:০০ টায়ঢাকারাতঃ ০৪:৩০ মিনিটে
cox's bazar iconic railway station
কক্সবাজার আইকনিক রেলওয়ে ষ্টেশন

ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া

ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ৫৫১ কিঃমিঃ রেললাইনে দৈনিক দুইটি ট্রেন চলবে। নিচে আসন অনুযায়ী ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হলোঃ

আসন বিভাগট্রেনের ভাড়া
শোভন টাকা
শোভন চেয়ার৬৯৫ টাকা
প্রথম সিট টাকা
প্রথম ব্যর্থ টাকা
স্নিগ্ধা১৩২৫ টাকা
এসি সিট১৫৯০ টাকা
এসি ব্যর্থ২৩৮০ টাকা

ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই ঢাকা টু কক্সবাজার ট্রেনের (Dhaka To Cox’s Bazar Train) টিকিট কেনা যাবে।

ঢাকা টু কক্সবাজার ট্রেনের ছুটির দিন

ঢাকা টু কক্সবাজার (Dhaka To Cox’s Bazar Train) রুটে ০১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ের সূত্রমতে মঙ্গলবার থাকবে সাপ্তাহিক ছুটি। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়বে কক্সবাজার রুটে।

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের নাম

রেলওয়ের মাধ্যমে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার রুটে চালু হতে যাওয়া ট্রেনের জন্য ০৬ টি ট্রেনের নাম প্রস্তাব করা হয়েছিলো। এগুলো হলোঃ

  • কক্সবাজার এক্সপ্রেস।
  • প্রবাল এক্সপ্রেস ।
  • হিমছড়ি এক্সপ্রেস ।
  • ইনানী এক্সপ্রেস ।
  • লাবণী এক্সপ্রেস ।
  • সেন্টমার্টিন এক্সপ্রেস ।

উপরের প্রস্তাবিত নামের মধ্যে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস নামটি নির্বাচন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে দুটি খাবার বগি, একটি পাওয়ার কার, তিনটি এসি কেবিন, পাঁচটি এসি চেয়ার, ছয়টি শোভন চেয়ার এবং একটি নন-এসি ফার্স্ট সিট বগি থাকবে। ঢাকা থেকে যাত্রার সময় আসনসংখ্যা হবে ৭৯৭ টি ও ফিরতি পথে আসন হবে ৭৩৭ টি।

ঢাকা টু কক্সবাজার ট্রেন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ঢাকা টু কক্সবাজার ট্রেন কবে চালু হবে?

বর্তমানে ঢাকা থেকে চট্রগ্রাম পর্যন্ত ট্রেনে যাওয়া গেলেও ২০২৩ সালের অক্টোবরে ঢাকা থেকে সরাসরি ট্রেনে কক্সবাজার পর্যন্ত যাওয়া যাবে। ১৩০ কি.মি প্রতি ঘন্টা গতিতে ট্রেন চলবে ঢাকা টু কক্সবাজার যদিও ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ১৫০ কি.মি প্রতি ঘন্টা। ঢাকা থেকে কক্সবাজার রেললাইন হবে ৫৫১ কিলোমিটার আর ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যেতে সময় লাগবে ৮/৯ ঘন্টা। ঢাকা থেকে কক্সবাজার রুটে পর্যটন ট্রেন চালু হওয়ারও সম্ভাবনা রয়েছে।

ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে কত সময় লাগবে?

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যেতে সময় লাগবে ৮/৯ ঘন্টা লাগবে।

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের নাম কি?

প্রস্তাবিত ০৬ টি নামের মধ্যে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস নামটি নির্বাচন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

প্রিয় পাঠকবৃন্ধ,আশা করছি ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী, ভাড়া ও ছুটির দিন সম্পর্কিত তথ্য গুলো আপনাদের কাজে আসবে। ঢাকা থেকে কক্সবাজার ভ্রমনের সময় সহায়তা করবে। এমন আরো ভ্রমন সম্পর্কিত তথ্য দেখতে পারেন আমাদের সাইটে। ধন্যবাদ

4.3/5 - (40 votes)

“ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী, ভাড়া ও ছুটির দিন । Dhaka To Cox’s Bazar Train 2024”-এ 14-টি মন্তব্য

  1. এইরকমই স্পেশাল আরো একটা ট্রেন দেওয়া হোক ২/৩ ঘন্টা ব্যবধানে তাহলে সবার জন্য ভালো হবে, সবাই সিট পাবে, মানুষ বেশি বেশি যেতে পারবে।

    জবাব
  2. I’ve been surfing on-line more than 3 hours as of late,
    but I never discovered any fascinating article like yours.
    It’s beautiful price sufficient for me. In my opinion, if all website owners and
    bloggers made excellent content material as you did, the internet might be much more helpful than ever before.

    জবাব

মন্তব্য করুন

x