আমেরিকান ডলার | American Dollar
আমেরিকান ডলার বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিশালী মূদ্রা। মার্কিন কংগ্রেস ১৭৮৫ খ্রিষ্টাব্দে ডলার প্রবর্তন করে। আমেরিকা ছাড়াও অনেক দেশ আমেরিকান ডলার কে সরকারি মূদ্রা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর্ন্তজাতিক আমদানি ও রপ্তানি ব্যায় আমেরিকান ডলার এর মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে। আমেরিকান ডলার অনেক দেশের রির্জাভ কারেন্সি হিসেবে বহুল পরিচিত। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর সব কিছুর মূল্য অনেক বাড়ছে এরই পরিপ্রেক্ষিতে আমেরিকান ডলারের ও দাম অনেক বেড়ে গেছে।
সূচীপত্র
আমরা অনেকেই আমেরিকান ডলার এর দাম জানতে চাই এছাড়াও ইউএস ডলারের দাম কত,আজকের ডলার রেট কত,1 ডলার বাংলাদেশের কত টাকা,১০০ ডলার বাংলাদেশের কত টাকা,বাংলাদেশ ডলার রেট কত,ডলার টু টাকা,আজকের মানি এক্সচেঞ্জ রেট কত,আমেরিকান ডলার থেকে বাংলাদেশ টাকা বিনিময় হার,বর্তমানে আমেরিকান ডলার রেট কত?,এক ডলার সমান কত টাকা ২০২৩, এক নজরে আমেরিকান ডলার টু টাকা, আজকের রেটে আমেরিকান ১ ডলার বাংলাদেশের কত টাকা,Dollar to BDT Rate,আজকের ডলার ক্রয় বিক্রয় রেট খুঁজে থাকি।
আজকের নিবন্ধে আমরা সর্বশেষ ডলার এর রেট, ক্রয়-বিক্রয় রেট ও কখন ডলার প্রবাস থেকে বাংলাদেশে ভালো রেট পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জানবো।
আজকের ডলার রেট | Today Dollar Exchange Rate 2023
(ডলার রেট সর্বশেষ আপডেট করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ )
ডলার | বাংলাদেশী টাকা |
১ আমেরিকান ডলার | ১২২ টাকা ২ পয়সা |
১০ আমেরিকান ডলার | ১২২২ টাকা ০ পয়সা |
১০০ আমেরিকান ডলার | ১২২২০ টাকা |
১০০০ আমেরিকান ডলার | ১২২২০০ টাকা |
১ ডলার = কত টাকা?
আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার আমেরিকান ১ (এক) ডলার সমান বাংলাদেশের ১২২ টাকা ২ পয়সা।
আমেরিকান ডলার বাংলাদেশে ক্রয়-বিক্রয় রেট
ডলার | আজকের রেট (টাকায়) | ডলার ক্রয় (টাকায়) | ডলার বিক্রয় (টাকায়) |
১ আমেরিকান ডলার | ১২২ টাকা ২ পয়সা | ১২২ টাকা ২ পয়সা | ১১০ টাকা ৫০ পয়সা |
**ডলারের মূল্য বাংলাদেশী টাকায় যে কোন সময়ে বাড়তে/কমতে পারে সে জন্য ডলার ক্রয়/বিক্রয়ের আগে ব্যাংকে যোগাযোগ করে যাচাই করে নিতে হবে।
ইউএস ডলার সম্পর্কিত প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্নঃ বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত মূদ্রার নাম কি?
উত্তরঃ আমেরিকান ডলার বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত মূদ্রা।
প্রশ্নঃ আজকের ডলার রেট কত?
উত্তরঃ আজকের ডলার রেট ১২২.২ টাকা।
প্রশ্নঃ কখন দেশে টাকা পাঠালে লাভবান হবেন?
উত্তরঃ প্রতিদিনই বিশ্বের যেকোন দেশের মূদ্রার রেট উটা-নামা করে থাকে। আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশের মূদ্রা যখন দেখবেন বিনিময় হার বা টাকার রেট বৃদ্ধি পেয়েছে, ঠিক তখনই দেশে টাকা পাঠাবেন। এতে আপনার কষ্টার্জিত উর্পাজনের মূদ্রার মূল্যটা একটু বেশি পাবেন।
প্রশ্নঃ কত সালে মার্কিন ডলার প্রবর্তন হয়?
উত্তরঃ মার্কিন কংগ্রেস ১৭৮৫ খ্রিষ্টাব্দে ডলার প্রবর্তন করে