ডাঃ দেবী শেঠির সিরিয়াল নেওয়ার নিয়ম । বাংলাদেশ থেকে কিভাবে ডাঃ দেবী শেঠির চিকিৎসা নিবেন । Dr Devi Shetty Appointment

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

ডাঃ দেবী শেঠীঃ ডাক্তার দেবী শেঠির নাম আমরা অনেকেই শুনেছি বিশ্বের অন্যতম সেরা হৃদরোগ চিকিৎসকদের মধ্যে অন্যতম। তিনি বাঙ্গালুরু নারায়না ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সাইন্স হসপিটালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। নারায়না হাসপাতালে বেশিরভাগ রোগী বাংলাদেশের হার্টের রোগী। তিনি স্বল্প খরচে উন্নত চিকিৎসা প্রদানের জন্য পদ্মভূষণ পদক লাভ করেন।

৮ মে, ১৯৫৩ সালে কিন্নিগলি,ভারতে জন্ম গ্রহন করেন। ১৯৮২ সালে দেবী শেঠি কস্তরবা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যায় গ্রেজুয়েশন সম্পন্ন করে ইংল্যান্ড থেকে সার্জারি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন। এ পর্যন্ত প্রায় ১৫ হাজারেরও বেশি সার্জারি করেছেন তিনি। ডাঃ দেবী শেঠি মাদার তেরেসার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

Dr_Devi_Shetty_Bangladesh_Appointment,ডাঃ দেবী শেঠির সিরিয়াল নেওয়ার নিয়ম
ডাঃ দেবী শেঠি (Dr Devi Shetty)

ডাঃ দেবী শেঠির সিরিয়াল নেওয়ার নিয়ম

ডাঃ দেবী শেঠি বাঙ্গালুরু নারায়না ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সাইন্স হাসপাতালে রোগী দেখেন। নারায়না হাসপাতালের প্রবেশ পথে সিরিয়াল নেওয়ার জন্য কাউন্টার রয়েছে । সকাল ৮ টার মধ্যে গেলে কাউন্টার থেকে একটি ফর্ম দিবে সেই ফর্ম পূরণ করতে হয়, আন্তর্জাতিক বা নতুন রোগীর ক্ষেত্রে। ৫০০ রুপি জমা দিয়ে ফাইল করতে হয়। ফাইলটি নিয়ে পাশে আরেকটি কাউন্টারে গেলে তারা ফাইলটি চেক করে কিছু টেস্ট করতে বলবে (প্রযোজ্য ক্ষেত্রে)। পরে একজন কার্ডিওলোজিস্টের কাছে রেফার করবে।

কার্ডিওলোজিস্ট যদি মনে করেন ডাঃ দেবী শেঠি কাছে পাঠানোর প্রয়োজন আছে, তবেই তিনি রেফার করবেন। সাধারণ সমস্যা হলে সেখান থেকেই সাজেশন দিয়ে দেবেন। মূলত ডাঃ দেবী শেঠি জটিল ও শিশুদের হার্টের সমস্যা দেখে থাকেন।

ডাঃ দেবী শেঠির সিরিয়াল নেওয়ার জন্য দুইটি পদ্ধতি অনুসরন করা যেতে পারে প্রথমটি ইমেইলের মাধ্যমে অথবা নারায়না ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সাইন্স হসপিটালের ওয়েব সাইটের মাধ্যমে। নিচে দুইটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো।

বাংলাদেশ থেকে কিভাবে ডাঃ দেবী শেঠির চিকিৎসা নিবেন

বাংলাদেশ থেকে কিভাবে ডাঃ দেবী শেঠির চিকিৎসা নিবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে উপস্থাপন করা হলোঃ

ইমেইলের মাধ্যমে ডাঃ দেবী শেঠির সিরিয়াল কিভাবে নিবেন

ডা. দেবী শেঠি ভারতের নারায়না ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সাইন্স হাসপাতাল এর চেয়ারম্যান। তার অ্যাপয়েন্টমেন্ট/সিরিয়াল পাওয়া জন্য এই ঠিকানায় info.international@nhhospitals.org বিস্তারিত লিখে ই-মেইল করতে পারেন। ফিরতি ই-মেইলে নারায়না ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সাইন্স হাসপাতাল থেকে আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

ডাঃ দেবী প্রসাদ শেঠির ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার উপায়

নারায়না ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সাইন্স হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘ডাঃ দেবী প্রসাদ শেঠির অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে অনুসন্ধান’ ট্যাবে ক্লিক করে ইনকয়ারি নাউ বলে একটি অপশন পাওয়া যাবে সেখানে নিজের নাম, ইমেইল মোবাইল নাম্বার কোন শহরের বাসিন্দা এবং কোন হাসপাতালে দেখাতে চায় এ যাবতীয় তথ্য দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই এপয়েন্টমেন্টে সংক্রান্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে।। এছাড়া সরাসরি ফোন করতে পারেন +৯১ ৮০৬৭৫০৬৮৫০ নাম্বারে।

ভারতীয় মেডিকেল ভিসা আমন্ত্রণ চিঠির জন্য অনুরোধ

ভারতে গিয়ে ডাঃ দেবী শেঠির চিকিৎসা নেওয়ার জন্য আপনার ভারতীয় ভিসার প্রয়োজন হবে। এই ভিসার আবেদন জন্য প্রয়োজন হবে ‘মেডিকেল ভিসা আমন্ত্রণ চিঠি’ বা Medical Visa Invitation Letter. নারায়ণ হেলথ থেকে এই চিঠি পেতে এখানে ক্লিক করে ফরমটি পূরণ করুন। তাদের প্রতিনিধি আপনার সাথে ৩ দিনের মধ্যে যোগাযোগ করবে।

মেডিকেল ভিসার জন্য করণীয়

ভারতের মেডিক্যাল ভিসা পেতে হলে নিচে উল্লেক্ষিত ধাপগুলো অনুসরন করতে হবে-

  • আপনার পাসপোর্ট এর মেয়াদ মিনিমাম ছয় মাস থাকতে হবে।
  • ভারতে হাসপাতাল থেকে ডাক্তারের এপয়েন্টমেন্ট নিতে হবে।
  • বাংলাদেশি ডাক্তারের রেফারেন্স নিতে হবে।
  • আপনি কি করেন তার প্রমাণাদি লাগবে যেমন ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স লাগবে।
  • সর্বোচ্চ তিনজন রোগীর সাথে অ্যাটেনডেন্স হিসেবে যেতে পারবেন।
  • ভারতীয় দূতাবাসের ভিসা ফি প্রতিপাসপোর্ট ৮০০ টাকা।

ডাঃ দেবী শেঠির চিকিৎসা নিতে যাওয়ার যেসকল ল্যাব টেস্ট প্রয়োজন

ডাঃ দেবী শেঠী চিকিৎসা গ্রহনের পূর্বেই হার্টের রোগীর কিছু কমন টেস্ট থাকে সেগুলো বাংলাদেশের ভালো হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টার থেকে করিয়ে নিলে সেখানে আর করতে হয় না ফলে চিকিৎসা নিতে সহজ হয়। যেসকল ল্যাব টেস্ট করা প্রয়োজনঃ-

  • কমপ্লিট ব্লাড টেস্ট (সিবিসি)
  • কেএফটি র‌্যান্ডম
  • ইসিজি
  • লিপিড প্রোফাইল
  • গ্লুকোজ টেস্ট বোথ ফাস্টিং অ্যান্ড আফটার ২ আওয়ারস
  • এক্স-রে চেস্ট
  • ইকো কালার ড্রপলার
  • এনজিওগ্রাম (যদি লাগে)

ডাঃ দেবী শেঠির চিকিৎসা খরচ কেমন

সাধারণত চিকিৎসা খরচ নির্ভর করে রোগীর অসুখের উপর। এখানে ডাক্তার দেবী শেঠি সহ বিভিন্ন কার্ডিয়ার ডাক্তারদের দেখাতে গেলে ১২০০ থেকে ২০০০ রুপি পর্যন্ত ভিজিট চার্জ করে। এছাড়াও তারা কিছু টেস্ট দিয়ে থাকে যেখানে ৬ হাজার থেকে ১০ হাজার টাকা লাগতে পারে এবং এনজিওগ্রাম করতে প্রয়োজন হয় প্রায় ২২৫ ডলার প্রায় বাংলাদেশি টাকার ২৮ হাজার টাকার মত।

ডলারের হিসেব করে খরচ কম বেশি হতে পারে এবং টেস্টের উপর নির্ভর করেও টাকা কম বেশি লাগতে পারে। বাংলাদেশ থেকে ল্যাব টেষ্ট করে গেলে সেক্ষেত্রে খরচ আরো কম হবে। হার্টের ব্লকের উপর একটা হার্টের রিং লাগাতে মিনিমাম দুই লাখ দশ হাজার লাগবে।

প্রিয় পাঠকবৃন্ধ আশা করছি ডাঃ দেবী শেঠির সিরিয়াল নেওয়ার নিয়ম ও চিকিৎসা নিতে যেসকল বিষয় গুলোর প্রয়োজন হবে সে সম্পর্কে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি যা আপনাদের উপকারে আসবে। এমন আরো তথ্য পেতে আমাদের সাইটটি নিয়মিত দেখতে পারেন। ধন্যবাদ

5/5 - (6 votes)

“ডাঃ দেবী শেঠির সিরিয়াল নেওয়ার নিয়ম । বাংলাদেশ থেকে কিভাবে ডাঃ দেবী শেঠির চিকিৎসা নিবেন । Dr Devi Shetty Appointment”-এ 5-টি মন্তব্য

    • ডাঃ দেবী প্রসাদ শেঠির স্যার কে দেখানোর জন্য মার্চ মাসের একটি অ্যাপয়েন্টমেন্ট দরকার, কত তারিখে ও কোথায় কখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে দয়া করে আমাকে জানাবেন.

      জবাব
      • আমি ডাঃ দেবী প্রসাদ শেঠি স্যারে কে দেখানোর জন্য মে/২০২৪ মাসে একটি অ্যাপয়েন্টমেন্ট দরকার মে/২০২৪ এর কত তারিখ পাওয়া যাবে

        জবাব
  1. I have got medical visa to be treatment under Dr. Devi Shetty and getting an appointment a Senior Consultant of his hospital on 13/07/2024. But I need to get appointment directly to Dr. Devi Shetty. I am also setting stant in my middle Artillery on 25/06/2021. Now I am suffering some pain and problems in my left side chest. Our Bangladeshi Cardio Vascular Doctor advised me to be treatment by open heart surgery , but I am not satisfied about said Doctor’s
    suggestion. My age is 69 running. I have purchased air ticket and registration to be treatment under Dr. Devi Shetty.please may I need co- operation from concern person who may help me to be appointment Dr. Devi Shetty. Thanks to concern person of Dr. Devi Shetty about my prayer.

    জবাব

মন্তব্য করুন

x