দুরন্ত বাইসাইকেল মডেল ও দাম | RFL Duranta Bicycle 2023

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

বাই সাইকেল, ১৮১৭ সালে বাই সাইকেল প্রথম আবিষ্কার হই। সেই থেকে আজ পর্যন্ত সাইকেল দিনে দিনে রুপ পাল্টেছে এবং পেয়েছে প্রযুক্তির ছোঁয়া। সাইকেল একটি প্যাডেল চালিত সহজ যান যা তুলনা মূলক হালকা,দামে কম ও এত জ্বালানি ব্যবহার হয় না তাই বাই সাইকেল সকলের নাগালের মধ্যে রয়েছে । বর্তমানে ইলেকট্রিক সাইকেল ও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

বর্তমানে বাজারে জ্বালানি তেলের যে দাম এতে মধ্যবিত্ত পরিবারের একমাত্র বাহন বাই সাইকেল। স্কুল,কলেজ ও টুকটাক চলাফেরার জন্য বাই সাইকেলের বিকল্প নেই। কিছু দিন পূর্বেও বাই সাইকেল ছাত্র ও সাধারণ মানুষেরা ব্যবহার করতো কিন্তু এখন সব পেশার মানুষ বাইসাইকেল ব্যবহার করছে। কিছু সৌখিন মানুষ বর্তমানে সাইকেল ব্যবহার করছেন ও শারিরিক ব্যায়ামেও সাইকেল ব্যবহার হচ্ছে।

দুরন্ত বাইসাইকেল মডেল ও দাম | RFL Duranta Bicycle 2023
দুরন্ত বাইসাইকেল মডেল ও দাম

বাইসাইকেল কেনার পূর্বে আমরা যে সব বিষয়ে জেনে নিতে চাই আরএফএল দুরন্ত বাইসাইকেল,দুরন্ত বাইসাইকেল মডেল ও দাম,দুরন্ত সাইকেল মূল্য 2023,সাইকেল দাম বাংলাদেশ ২০২৩,বড়দের সাইকেল দাম,বাচ্চাদের সাইকেল দাম,ছোট সাইকেল দাম,দুরন্ত বেবি বাইসাইকেল মডেল ও দাম,দুরন্ত বেবি সাইকেল দাম ইত্যাদি।

দুরন্ত বাইসাইকেল

আজকে আমরা দুরন্ত বাইসাইকেল (RFL Duranta Bicycle) এর দাম ও দুরন্ত বাই সাইকেলের বিভিন্ন মডেল সম্পর্কে জানার চেষ্টা করবো। এই নিবন্ধটি আপনাকে বাই সাইকেল ক্রয় করার ক্ষেত্রে উপকারে আসবে। দেশের সবার পরিচিত প্রতিষ্ঠান প্রান-আরএফএল এর একটি সাব-ব্যান্ড দুরন্ত বাই সাইকেল। বাজরের সেরা সাইকেল ব্যান্ড দুরন্ত । পূর্বে কোন এক সময় ইন্ডিয়ার জনপ্রিয় ব্যান্ড হিরোর দখলে ছিলো কিন্তু বর্তমানে দুরন্ত বাই সাইকেল (RFL Duranta Bicycle) ব্যান্ডটি তাদের দক্ষতা ও ভালো সার্ভিস এর ফলে বাই সাইকেল বাজার দখল করে আছে।

দুরন্ত বাই সাইকেল ব্যান্ডটি বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে ই-বাইক ও স্কুটি প্রস্তুত করে। দুরন্ত বাই সাইকেল দেশের সকল জায়গায় পাওয়া যায় এবং স্পেয়ার পার্স ও সকল সাইকেলের দোকানে পাওয়া যায়।

দুরন্ত বাইসাইকেল মডেল ও দাম

সাইকেল জগতে বর্তমানে দুরন্ত বাই সাইকেল (RFL Duranta Bicycle) অনান্য ব্যান্ডের চেয়ে এগিয়ে আছে। দুরন্ত বাই সাইকেল ব্যান্ডের অনেক মডেল রয়েছে। কোম্পানিটি নিত্যনতুন মডেল বের করে সকলের মন ছুয়ে নিচ্ছে। দুরন্ত বাই সাইকেল সকল বয়সের ক্রেতার কথা মাথায় রেখে বিভিন্ন সাইকেল মডেল বের করছে। দুরন্ত সাইকেল গুলা অত্যন্ত মজবুত ও টেকশই। আপনাদের বাজেট অনুযায়ী সাইকেল পেয়ে যাবেন দুরন্ত কোম্পানিতে।

দুরন্ত বাই সাইকেল ৪,০০০ টাকা থেকে শুরু করে ৭০,৭৩০ টাকার মধ্যে পেয়ে যাবেন। বাচ্চাদের বাই সাইকেল গুলি ৪,০০০ টাকা থেকে ৬,০০০ টাকায় পাওয়া যাবে।

দুরন্ত বাইসাইকেল মডেল অনুসারে দামের তালিকাঃ

  • DURONTO GLITTER মডেলের সাইকেলটির দাম ৪,৮৮০ টাকা।
  • DURANTA BICYCLE STEEL 1 বাইসাইকেল মডেলের সাইকেলটির দাম ৫,০০০ টাকা।
  • DURONTO CB RYAN 12 মডেলের সাইকেলটির দাম ৫,১২১ টাকা।
  • DURANTA COMONDO 12 KIDS মডেলের সাইকেলটির দাম ৫,১৮৩ টাকা।
  • DURONTO 16 INCH CB RAYAN PLUS মডেলের সাইকেলটির দাম ৬০২৫ টাকা।
  • DURONTO CB ENERGY RATE WITH BRACKET মডেলের সাইকেলটির দাম ৬০২৫ টাকা।
  • DURONTO BIKCHOW মডেলের সাইকেলটির দাম ৬,৫২৫ টাকা।
  • DURONTO CB RIDER 20 INCH মডেলের সাইকেলটির দাম ৬,৫৮৫ টাকা।
  • DURONTO POTTER মডেলের সাইকেলটির দাম ৭,১৩৩ টাকা।
  • DURON DOUBLE BAR BY CYCLE 26 BIK RED মডেলের সাইকেলটির দাম হচ্ছে ৭,২৫৫ টাকা।
  • DURANTA DURJOY SINGLE BAR 26 মডেলের সাইকেলটির দাম ৭,৩২০ টাকা।
  • DURONTO CB AVENGER মডেলের সাইকেলটির দাম ৭,৬৪৮ টাকা।
  • DURONTO CB OPTIMUS 26 SPD মডেলের সাইকেলটির দাম হচ্ছে ৭,৮০৫ টাকা।
  • DURONTO RIDER BLACK BICYCLE মডেলের সাইকেলটির দাম ৭,৯৯৪ টাকা।
  • DURONTO CB ENERGY MULTI SPD মডেলের সাইকেলটির দাম ৮২২৬ টাকা।
  • DURONTO CLASSIC BICYCLE 28 মডেলের সাইকেলটির দাম হচ্ছে ৮,২৯২ টাকা।
  • DURONTO NEXUS মডেলের সাইকেলটির দাম ৯,২৭০ টাকা।
  • DURONTO ALLOY 21 SPD ALAN PRIMO মডেলের সাইকেলটির দাম ৯,৭৫৭ টাকা।
  • DURONTO ALLOY 21 SPD ALLEN TURBO মডেলের সাইকেলটির দাম ১০,৬৪৭ টাকা।
  • DURONTO ALLEN ULTIMATE PLUS মডেলের সাইকেলটির দাম ১০,৯৭৬ টাকা।
  • DURONTO WRESTLER MULTI SPEED BICYCLE GREEN মডেলের সাইকেলটির দাম ১০,৬৪৭ টাকা।
  • DURONTOS SPINNER MULTI SPEED মডেলের সাইকেলটির দাম ১০,৬৪৭ টাকা।
  • DURONTO ALLEN WRESTLER 21 SPEED মডেলের সাইকেলটির দাম ১০,৬৪৭ টাকা।
  • DURONTO ALLEN MARVEL 26 মডেলের সাইকেলটির দাম ১৪,৬৩৫ টাকা।
  • DURONTO CB MTB26 XAVIER R-1902 মডেলের সাইকেলটির দাম ১৫,১৯৭ টাকা।
  • DURONTO ALLOY 21 SPD ALLEN INNOVA মডেলের সাইকেলটির দাম ১৫,৮৫৪ টাকা।
  • DURONTO CB ALLEN DYNAMIC X 500 26″ GREEN মডেলের সাইকেলটির দাম ১৫,৮৫৫ টাকা।
  • DURONTO CB ALLEN DYNAMIC X800 মডেলের সাইকেলটির দাম ১৫,৮৫৫ টাকা।
  • DURONTO CB MTB 26 XAVIER R মডেলের সাইকেলটির দাম ১৬,৪৬৪ টাকা।
  • DURANTA ALLAN HUNTER 26 মডেলের সাইকেলটির দাম ১৯,৫১৫ টাকা।
  • DURANTA CB E-FURY 26 মডেলের সাইকেলটির দাম ৭০,৭৩০ টাকা।

দুরন্ত বেবি বাইসাইকেল মডেল ও দাম

দুরন্ত বাইসাইকেল ব্যান্ড দ্রুত বর্ধনশীল একটি কোম্পানি। দুরন্ত বিভিন্ন বয়সের সাথে সাথে বাচ্চাদের জন্য চমৎকার কিছু মডেল বের করেছে। দুরন্ত বেবি বাইসাইকেল সমূহ দেখতে অনেক সুন্দর যা আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে। বাচ্চাদের বাই সাইকেল গুলি ৪,০০০ টাকা থেকে ৬,০০০ টাকায় পাওয়া যাবে।

দুরন্ত বেবি বাইসাইকেল
দুরন্ত বেবি বাইসাইকেল

দুরন্ত বেবি বাইসাইকেল মডেল অনুসারে দামের তালিকাঃ

  • DURONTO KIDS BICYCLE PILOT মডেলের সাইকেলটির দাম 4634 টাকা।
  • DURONTO COMMANDO 12 KIDS মডেলের সাইকেলটির দাম 5000 টাকা।
  • DURONTO PRIM 14 KIDS মডেলের সাইকেলটির দাম 5183 টাকা।
  • DURONTO PILOT PLUS 16 KIDS মডেলের সাইকেলটির দাম 5854 টাকা।
  • DURONTO DICTATOR 16 KIDS মডেলের সাইকেলটির দাম 6098 টাকা।

বাংলাদেশের বাইসাইকেলের দাম কেমন

বাংলাদেশের বাজারে বিভিন্ন কোম্পানি বাই সাইকেল বিক্রয় করে থাকে তবে এদের মধ্যে ফনিক্স,হিরো ও দুরন্ত সেরা। দেশের বাজারে দুরন্ত বাইসাইকেল আসার আগে ফনিক্স ও হিরোর এক চেটিয়া মার্কেট ছিলো। দেশের বাজারে সর্বনিম্ন ৪,০০০ টাকা থেকে ৭০ হাজার টাকার উপরেও সাইকেল আছে। দামি বাই সাইকেল গুলো উন্নতমানের ফাইবার দিয়ে তৈরি যা হালকা ও টেকশই।

বাইসাইকেল মডেল ও দাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

দুরন্ত বেবি বাইসাইকেল কত টাকায় পাওয়া যায়?

দুরন্ত বেবি বাইসাইকেল সমূহ দেখতে অনেক সুন্দর যা আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে। বাচ্চাদের বাই সাইকেল গুলি ৪,০০০ টাকা থেকে ৬,০০০ টাকায় পাওয়া যাবে।

আজকে আশা করছি দুরন্ত বাইসাইকেল মডেল ও দাম সম্পর্কে ধারণা দিতে পেরেছি। বাইসাইকেল কেনার পূর্বে লেখাটি আপনাদের দাম অনুযায়ী মডেল পছন্দ করতে সহায়তা করবে। আমাদের বাজার দর সেকশনে বাজারের সকল পন্যের দাম সম্পর্কে ধারণা নিতে পারবেন।লেখাটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। ধন্যবাদ

5/5 - (1 vote)

মন্তব্য করুন

x