ঈদুল আযহা বা ঈদ উল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে একটি। ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা সারা বিশ্বের মুসলমান ধর্মাবলম্বী ভাইয়েরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করেন। “ঈদ” শব্দটির অর্থ হচ্ছে “আনন্দ” দেশে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। বছরে দুইটি ঈদ পালন করা হয়ে থাকে।
সূচীপত্র
ঈদুল আযহা; ঈদ শব্দের অর্থ “আনন্দ” আর আযহা শব্দের অর্থ “ত্যাগ” । ঈদুল আযহার মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা অথাৎ আল্লাহর নামে প্রিয় জিনিষকে কোরবানি দেওয়া। ঈদুল আযহার দিন ফজরের নামাজের পর দুই রাক্বাত ঈদুল আযহার নামাজ আদায় করে নিজ নিজ সামথ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করাই ঈদুল আযহা/কোরবানির ঈদের মূল প্রতিপাদ্য বিষয়।
আজকে আমরা ঈদুল আযহা ২০২৪ কবে ও 2024 সালের কোরবানির ঈদ কত তারিখে? অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও ঈদুল আযহা ২০২৪ সম্পর্কে আমরা গুগলে যে সকল খুঁজে থাকি ঈদুল আযহা ২০২৪ কবে,কোরবানির ঈদ কত তারিখে,ঈদুল আজহা ২০২৪ কত তারিখে?,কোরবানির ঈদ কত তারিখে 2024?,সৌদি আরবে ঈদুল আজহা ২০২৪ কবে?,বাংলাদেশে কোরবানির ঈদ ২০২৪ কত তারিখ হবে?,ঈদুল আজহা ২০২৪ কত তারিখে,eid ul adha kobe।
ঈদুল আযহা ২০২৪: আজ কোরবানির ঈদ
১০ জিলহজ ১৪৪৫ হিজরী, ১৭ জুন রোজ সোমবার বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ঈদুল আযহা ২০২৪: কোরবানির ঈদ পালিত হবে।
ঈদুল আযহার সুন্নত সমূহ
ঈদ-উল-আযহা বা কোরবানির ঈদ ২০২৪ এ আমল হিসেবে এই দিন দিন মহানবী (সাঃ)- এর বেশ কিছু সুন্নত রয়েছে। সুন্নত গুলো হলোঃ
- অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৫৯, বাইহাকী হাদীস নং-৬১২৬)
- মিসওয়াক করা। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৯)
- উত্তম রূপে গোসল করা। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নাম্বার-১৩১৫)
- শরীয়ত সম্মত সাজ-সজ্জা করা। (সহীহ বুখারী শরীফ হাদীস নাম্বার-৯৪৮)
- সামর্থ অনুযায়ী ভালো/উত্তম পোষাক পরিধান করা। (বি:দ্র: সুন্নাত আদায়ের জন্য নতুন পোষাক জরুরী নয়। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৮৯)
- শরীরে সুগন্ধি ব্যবহার করা। (আদ্দুররুল মুখতার-২/১৬৮)
- ঈদ-উল-ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় খাদ্য, যেমন- খেজুর, সেমাই ইত্যাদি খাওয়া উত্তম। তবে ঈদ-উল-আযহা কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদের নামাযের পর নিজের কুরবানি করা পশুর গোশত দ্বারা আহার করা উত্তম। (সহীহ বুখারী হাদীস নং-৯৫৩, আদ্দুররুল মুখতার-২/১৬৮)
- সকাল সকাল ঈদগাহ ময়দানে যাওয়া। (সুনানে আবু দাউদ হাদীস নাম্বার-১১৫৭)
- ঈদের সালাত ঈদগাহে আদায় করা। বিনা উযরে মসজিদে ঈদের সালাত আদায় করা উচিত নয়। (সহীহ বুখারী হাদীস নাম্বার-৯৫৬)
- সম্ভব হলে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া ও অন্য রাস্তা দিয়ে ফেরা। (সহীহ বুখারী হাদীস নাম্বার-৯৮৬)
- পায়ে হেঁটে ঈদগাহ ময়দানে যাওয়া। (তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৯০)
- ঈদ-উল-আযহায় ঈদগাহে যাওয়ার সময় তাকবীরে তাশরীফ উচ্চস্বরে পড়া (আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ)। (বাইহাকী হাদীস নং-৬১৩০)
ঈদ-উল-আযহা বা কোরবানির ঈদ ২০২৪ এ আল্লাহকে সন্তষ্টি করার জন্য উপরে উল্লেখিত সুন্নত গুলো আমল করা অত্যন্ত জরুরী।
ঈদুল আযহা ২০২৪ সম্পর্কে প্রশ্ন ও উত্তর
ঈদুল আযহা কবে?
১০ জিলহজ ১৪৪৫ হিজরী, ১৭ জুন রোজ সোমবার বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ঈদুল আযহা ২০২৪: কোরবানির ঈদ পালিত হবে।
কোরবানির ঈদ কত তারিখে?
১০ জিলহজ ১৪৪৫ হিজরী, ১৭ জুন রোজ সোমবার বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ঈদুল আযহা ২০২৪: কোরবানির ঈদ পালিত হবে।
আশা করছি আপনারা পুরো লেখাটি পড়েছেন। ঈদুল আযহা ২০২৪: আজ কোরবানির ঈদ ও ঈদুল আযহার সুন্নত সম্বন্ধে আপনারা জানতে পেরেছেন। এমন সকল সর্বশেষ খবর জানতে আমাদের সাইটাটি নিয়মিত দেখতে পারেন। ধন্যবাদ