গ্যাসের চুলার দাম কত | সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

গ্যাস দিয়ে রান্না করার জন্য গ্যাসের চুলা বা বার্নার ব্যবহার হয়ে থাকে। রান্নার কাজে ব্যবহার করা সামগ্রীর মধ্যে গ্যাসের চুলার প্রয়োজনীয়তা অনেক। আমাদের মধ্যে মোটামুটি সবাই বর্তমানে রান্নার কাজে গ্যাস ব্যবহার করেই রান্না করে থাকি। গ্যাস দিয়ে রান্না করার ক্ষেত্রে গ্যাসের সাথে চুলার সংযোগের ফলেই আমরা গ্যাসের চুলার পরিপূর্নতা আসে।

গ্যাসের চুলার দাম,গ্যাসের চুলার দাম কত | সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম 2023
গ্যাসের চুলার দাম

আজকের নিবন্ধে আমরা গ্রাসের চুলার দাম ও সিলিন্ডার গ্যাসের চুলার দাম 2024 সম্পর্কে জানবো। আপনি যদি গ্যাসের চুলা কিনতে আগ্রহী হয়ে থাকেন তবে এই লেখাটি আপনার উপকারে আসবে। গ্যাসের চুলা কেনার ক্ষেত্রে আমরা গ্যাসের চুলার দাম কত,সিলিন্ডার গ্যাসের চুলার দাম 2024,ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৪,আরএফএল গ্যাসের চুলার দাম ২০২৪,গাজী গ্যাসের চুলার দাম ২০২৪,সিঙ্গেল গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৪,ডাবল গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২৪,সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম কত,কাচের গ্যাসের চুলার দাম কেমন, জানতে চান আজকে আমরা এই সব বিষয়ের উপর অলোচনা করবো।

গ্যাসের চুলার দাম কত

রান্না ঘরে অন্যতম বিশেষ দরকারী জিনিষ হচ্ছে চুলা। গ্যাসের চুলায় রান্না করা সহজ। তাই গ্যাসের চুলার দাম কত তা আমাদের জানা প্রয়োজন। বর্তমানে গ্রাম ও শহরে ব্যাপকভাবে গ্যাসের ব্যবহার হচ্ছে। শুধুমাত্র গ্যাসের চুলাই না চুলার বাহারি রকমের ডিজাইন দেখে গ্যাসের চুলা ক্রয় করে থাকে। বর্তমানে অটো গ্যাসের চুলা ছাড়া তো অন্য চুলাগুলো বাজারে তেমন দেখাই যায় না। আজকে আমরা দেশের বাজারে জনপ্রিয় গ্যাসের চুলার দাম কেমন তা আপনাদের সামনে উপস্থাপন করবো।

ওয়ালটন গ্যাসের চুলার দাম

ওয়ালটন আমাদের দেশীয় ব্যান্ড। ওয়ালটন পন্যের ব্যাপক সুনাম রয়েছে বাংলাদেশে। ওয়ালটন ইলেকট্রনিক্স,অটোমোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট তৈরি করে। ওয়ালটন ব্যান্ডের প্রচুর পরিমানে গ্যাসের চুলার মডেল রয়েছে এবং দাম ও হাতের নাগালে।

যদিও আরএফএল ব্যান্ডের গ্যাসের চুলা গুলি পূর্বে ব্যাপক জনপ্রিয়। এই প্রতিযোগিতার বাজারে ওয়ালটন গ্যাসের চুলার চাহিদাও প্রচুর। নিচে জনপ্রিয় কিছু ওয়ালটন গ্যাসের চুলার দাম দেওয়া হলোঃ

ওয়ালটন WGS-SSH90 (LPG) গ্যাসের চুলার দাম

ওয়ালটন WGS-SSH90 (LPG) মডেলের গ্যাসের চুলাটি সিঙ্গেল বার্নার ও সিলিন্ডার গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। বর্তমানে ওয়ালটন WGS-SSH90 (LPG) মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳১৫৯০ টাকা।

ওয়ালটন WGS-SS2 (LPG) গ্যাসের চুলার দাম

ওয়ালটন WGS-SS2 (LPG) মডেলের গ্যাসের চুলাটি সিঙ্গেল বার্নার ও সিলিন্ডার গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। বর্তমানে ওয়ালটন WGS-SS2 (LPG) মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳১৮৫০ টাকা।

ওয়ালটন WGS-GSC10 (LPG) গ্যাসের চুলার দাম

ওয়ালটন WGS-GSC10 (LPG) মডেলের গ্যাসের চুলাটি সিঙ্গেল বার্নার ও সিলিন্ডার গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। এই বার্নারটি স্টেইনলেস স্টিল ও টেম্পার্ড গ্লাসের তৈরি। বর্তমানে ওয়ালটন WGS-GSC10 (LPG) মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳২০৯০ টাকা।

ওয়ালটন WGS-DS1 (LPG / NG) ডাবল চুলার দাম

ওয়ালটন WGS-DS1 (LPG / NG) মডেলের গ্যাসের চুলাটি ডাবল বার্নার ও সিলিন্ডার গ্যাসে অথবা লাইনের গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। বর্তমানে ওয়ালটন WGS-DS1 (LPG / NG) মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳২৫৫৫ টাকা।

ওয়ালটন WGS-SDH90 (LPG / NG) ডাবল চুলার দাম

ওয়ালটন WGS-SDH90 (LPG / NG) মডেলের গ্যাসের চুলাটি ডাবল বার্নার ও সিলিন্ডার গ্যাসে অথবা লাইনের গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। বর্তমানে ওয়ালটন WGS-SDH90 (LPG / NG) মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳২৮৯০ টাকা।

ওয়ালটন WGS-DS2 (LPG / NG) ডাবল চুলার দাম

ওয়ালটন WGS-DS2 (LPG / NG) মডেলের গ্যাসের চুলাটি ডাবল বার্নার ও সিলিন্ডার গ্যাসে অথবা লাইনের গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। বর্তমানে ওয়ালটন WGS-DS2 (LPG / NG) মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳৩১৫০ টাকা।

ওয়ালটন WGS-GDC90R01 (LPG) ডাবল চুলার দাম

ওয়ালটন WGS-GDC90R01 (LPG) মডেলের গ্যাসের চুলাটি ডাবল বার্নার ও সিলিন্ডার গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। এই বার্নারটি স্টেইনলেস স্টিল ও টেম্পার্ড গ্লাসের তৈরি। বর্তমানে ওয়ালটন WGS-GDC90R01 (LPG) মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳৪৮৯০ টাকা।

আরো দেখুনঃ

আরএফএল গ্যাসের চুলার দাম ২০২৪

প্রান-আরএফএল সম্পর্কে জানে এমন লোক পাওয়া দুষ্কর। প্রান-আরএফএল প্রোডাক্ট এর শেষ নাই। আরএফএল ব্যান্ডের গ্যাসের চুলা গুলি ব্যাপক জনপ্রিয়। আরএফএল এর গ্যাসের চুলা গুলি মজবুদ ও দামে সাশ্রয়ী।

আরএফএল ব্যান্ডের প্রচুর পরিমানে গ্যাসের চুলার মডেল রয়েছে এবং দাম ও হাতের নাগালে। নিচে আরএফএল ব্যান্ডের সিঙ্গেল ও ডাবল বার্নার চুলার দাম ‍নিচে দেওয়া হলোঃ

আরএফএল Topper Single SS Auto GS LPG (A-106) গ্যাসের চুলার দাম

আরএফএল Topper Single SS Auto GS LPG (A-106) মডেলের গ্যাসের চুলাটি সিঙ্গেল বার্নার ও সিলিন্ডার গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। বর্তমানে ওয়ালটন WGS-SSH90 (LPG) মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳১৩৬৫ টাকা।

আরএফএল TOPPER Single SS Auto Gas Stove LPG A-111 গ্যাসের চুলার দাম

আরএফএল TOPPER Single SS Auto Gas Stove LPG A-111 মডেলের গ্যাসের চুলাটি সিঙ্গেল বার্নার ও সিলিন্ডার গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। বর্তমানে TOPPER Single SS Auto Gas Stove LPG A-111 মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳২৩৭৫ টাকা।

আরএফএল Double SS GS LPG (NA-207) গ্যাসের ডাবল চুলার দাম

আরএফএল Double SS GS LPG (NA-207) মডেলের গ্যাসের চুলাটি ডাবল বার্নার ও সিলিন্ডার গ্যাসে অথবা লাইনের গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। বর্তমানে আরএফএল Double SS GS LPG (NA-207) মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳১৬৯০ টাকা।

আরএফএল TOPPER Premier Double GI Auto LPG Gas Stove A-201 গ্যাসের ডাবল চুলার দাম

আরএফএল TOPPER Premier Double GI Auto LPG Gas Stove A-201 মডেলের গ্যাসের চুলাটি ডাবল বার্নার ও সিলিন্ডার গ্যাসে অথবা লাইনের গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। বর্তমানে আরএফএল TOPPER Premier Double GI Auto LPG Gas Stove A-201 মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳২৫০০ টাকা।

আরএফএল RFL Double Glass Gas Stove Princess LPG গ্যাসের ডাবল চুলার দাম

আরএফএল RFL Double Glass Gas Stove Princess LPG মডেলের গ্যাসের চুলাটি ডাবল বার্নার ও সিলিন্ডার গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। এই বার্নারটি স্টেইনলেস স্টিল ও টেম্পার্ড গ্লাসের তৈরি। বর্তমানে আরএফএল RFL Double Glass Gas Stove Princess LPG মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳৪৫৭৫ টাকা।

আরএফএল RFL Double Glass NG Gas Stove Olivia গ্যাসের ডাবল চুলার দাম

আরএফএল RFL Double Glass NG Gas Stove Olivi মডেলের গ্যাসের চুলাটি ডাবল বার্নার ও লাইনের গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। এই বার্নারটি স্টেইনলেস স্টিল ও টেম্পার্ড গ্লাসের তৈরি। বর্তমানে আরএফএল RFL Double Glass NG Gas Stove Olivi মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳৫৫২৫ টাকা।

গাজী গ্যাসের চুলার দাম

গাজী বর্তমানে ভালো কিছু গ্যাসের চুলা বাজারে নিয়ে এসেছে। গাজীর গ্যাসের চুলা গুলার দাম অনান্য ব্যান্ডের চেয়ে বেশি সেক্ষেত্রে চিন্তা করলে দাম অনুযায়ী প্রোডাক্টের মান আশানুরুপ।

গাজী ব্যান্ডের প্রচুর পরিমানে গ্যাসের চুলার মডেল রয়েছে এবং দাম ও হাতের নাগালে। নিচে গাজী ব্যান্ডের সিঙ্গেল ও ডাবল বার্নার চুলার দাম ‍নিচে দেওয়া হলোঃ

গাজী GST-111C – Gazi Gas Stove এর দাম

গাজী GST-111C – Gazi Gas Stove মডেলের গ্যাসের চুলাটি সিঙ্গেল বার্নার ও সিলিন্ডার গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। এই বার্নারটি স্টেইনলেস স্টিল ও টেম্পার্ড গ্লাসের তৈরি। বর্তমানে গাজী GST-111C – Gazi Gas Stove মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳২৬৪০ টাকা।

গাজী TG-8801MD9 – Gazi Smiss Gas Stove এর দাম

গাজী TG-8801MD9 – Gazi Smiss Gas Stove মডেলের গ্যাসের চুলাটি সিঙ্গেল বার্নার ও সিলিন্ডার গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। এই বার্নারটি স্টেইনলেস স্টিল ও টেম্পার্ড গ্লাসের তৈরি। বর্তমানে গাজী TG-8801MD9 – Gazi Smiss Gas Stove মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳৬০০০ টাকা।

গাজী HTG-2889 – Gazi Gas Stove এর দাম

গাজী HTG-2889 – Gazi Gas Stove মডেলের গ্যাসের চুলাটি ডাবল বার্নার ও এলপিজি গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। এই বার্নারটি স্টেইনলেস স্টিল ও টেম্পার্ড গ্লাসের তৈরি। বর্তমানে গাজী HTG-2889 – Gazi Gas Stove মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳৪৩২০ টাকা।

গাজী EG-B763S – Gazi Smiss Gas Stove এর দাম

গাজী EG-B763S – Gazi Smiss Gas Stove মডেলের গ্যাসের চুলাটি ডাবল বার্নার ও এলপিজি গ্যাস ও ন্যাচারাল গ্যাসে ব্যবহার করার জন্য প্রযোজ্য। এই বার্নারটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। বর্তমানে গাজী EG-B763S – Gazi Smiss Gas Stove মডেলের গ্যাসের চুলাটি বিক্রি হচ্ছে ৳১০,২০০ টাকা।

সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম 2024

বর্তমানে গ্যাসে রান্নার চাহিদা বৃদ্ধি পেয়েছে কিন্তু গ্যাসের লাইন নতুন করে কেউ পাচ্ছে না এমন অবস্থায় সবাই সিলিন্ডার গ্যাসের দিকে আগ্রহ বেড়েছে। গ্যাসের দাম স্থিতিশীল না হওয়ায় কখনো বাড়ে বা কমে। বাসা বাড়িতে ব্যবহার করার জন্য ১২ কেজি সিলিন্ডার সহ সিঙ্গেল বার্নার একটি চুলা ক্রয় করতে (১২ কেজি সিলিন্ডার ১৩৬৩ টাকা + সিঙ্গেল বার্নার গ্যাসের চুলা ১৫৯০ টাকা) ২৯৫৩ টাকা খরচ হবে।

আজকের সিলিন্ডার গ্যাসের দাম কত

আজকের সিলিন্ডার গ্যাসের দাম ২০২৪ । Ajker Cylinder Gas er Dam

বিভিন্ন পরিমাণের বোতলজাতকৃত বেসরকারি এলপিজি’র ভোক্তাপর্যায়ে সমন্বয়কৃত মূল্য, ০২ সেপ্টেম্বর ২০২৪

সিলিন্ডার এর সাইজদাম
সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডার৬৫১ টাকা
১২ কেজি ওজনের সিলিন্ডার১৪২১ টাকা
সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডার১৪৮১ টাকা
১৫ কেজি সিলিন্ডার১৭৭৭ টাকা
১৬ কেজি সিলিন্ডার১৮৯৫ টাকা
১৮ কেজি সিলিন্ডার২১৩২ টাকা
২০ কেজি সিলিন্ডার২৩৬৯ টাকা
২২ কেজি সিলিন্ডার২৬০৬ টাকা
২৫ কেজি সিলিন্ডার২৯৬১ টাকা
৩০ কেজি সিলিন্ডার৩৫৫৩ টাকা
৩৩ কেজি সিলিন্ডার৩৯০৯ টাকা
৩৫ কেজি সিলিন্ডার৪১৪৫ টাকা
৪৫ কেজি সিলিন্ডার৫৩৩০ টাকা

গ্যাসের চুলা ও সিলিন্ডার গ্যাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কত?

১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১৪২১ টাকা।

সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম 2024?

বর্তমানে গ্যাসে রান্নার চাহিদা বৃদ্ধি পেয়েছে কিন্তু গ্যাসের লাইন নতুন করে কেউ পাচ্ছে না এমন অবস্থায় সবাই সিলিন্ডার গ্যাসের দিকে আগ্রহ বেড়েছে। গ্যাসের দাম স্থিতিশীল না হওয়ায় কখনো বাড়ে বা কমে। বাসা বাড়িতে ব্যবহার করার জন্য ১২ কেজি সিলিন্ডার সহ সিঙ্গেল বার্নার একটি চুলা ক্রয় করতে (১২ কেজি সিলিন্ডার ১৪২১ টাকা + সিঙ্গেল বার্নার গ্যাসের চুলা ১৫৯০ টাকা) ৩০১১ টাকা খরচ হবে।

প্রিয় পাঠকবৃন্দ,আশা করছি আজকের নিবন্ধের মাধ্যমে গ্যাসের চুলার দাম ও সিলিন্ডার সহ গ্যাসের চুলার দাম সম্পর্কে জেনেছেন। এমন সকল পন্যের দাম জানতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ

4.5/5 - (6 votes)

মন্তব্য করুন

x