গুগল সম্পর্কে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা মোটামুটি ১০০ % লোক পরিচিত। ইন্টারনেট জগতে আমরা যা ব্যবহার করি তার এক তৃতীয়াংশ গুগলের বিভিন্ন সাব ব্যান্ড। গুগলের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন,ইউটিউব,গুগল ম্যাপ,জিমেইল,অ্যান্ড্রয়েড,ব্লগার,এডসেন্স উল্লেখযোগ্য। গুগল স্মার্টফোন তৈরি করছে তা আমরা অনেকেই জেনে থাকব। গুগলের স্মার্টফোন প্রস্তুতকারক ব্যান্ড গুগল পিক্সেল (Google Pixel)। ২০১৩ সাল থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে ক্যামেরা ও পারফরমেন্স কে প্রধান্য দিয়ে পিক্সেল (Google Pixel) লঞ্চ করছে গুগল। ক্যামেরার দূর্দান্ত পারফর্মেন্সের কারনে পিক্সেল ফোন গুলি ব্যাপক জনপ্রিয়।
সূচীপত্র
গুগল তাদের নতুন ফোন গুগল পিক্সেল ৭এ গত ১০ মে ২০২৩ লঞ্চ করেছে। এ(a) সিরিজের ফোন গুলি সাধারনত বাজেট ফেন্ডলি হয়ে থাকে। বাজেট ফেন্ডলি হওয়ায় এ(a) সিরিজের ফোন গুলি ব্যাপক জনপ্রিয়। গত বছর এ(a) সিরিজের ফোন গুগল পিক্সেল ৬এ থেকে গুগল পিক্সেল ৭এ বেশকিছু নতুন ফিচার যোগ হয়েছে যেমন,হাই রেজ্যুলেশন ক্যামেরা, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে ও ওয়্যারলেস চার্জিং সুবিধা।
আজকে আমরা গুগলের নতুন ফোন Google Pixel 7a সম্পর্কে বিস্তারিত জানবো যেমন,গুগল পিক্সেল ৭এ প্রাইস ইন বাংলাদেশ,গুগল পিক্সেল ৭এ,এক নজরে গুগল পিক্সেল ৭এ,গুগল পিক্সেল ৭এ এর দাম কত,গুগল পিক্সেল ৭এ এর ব্যাটারি কত এমএএইচ,গুগল পিক্সেল ৭এ এর ক্যামেরা কত মেগা পিক্সেল,গুগল পিক্সেল ৭এ এর র্যাম কত ইত্যাদি।
গুগলের নতুন ফোন Google Pixel 7a
ডিসপ্লে ও বডিঃ এ(a) সিরিজের নতুন ফোন হিসেবে গুগল পিক্সেল ৭এ নতুন নতুন অনেক ফিচার এসেছে । পিক্সেল ৭এ ফোনটিতে ৬.১ ইঞ্চি ওলেড ডিসপ্লের সাথে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট, ফুলএইচডি+রেজ্যুলেশন ও গরিলা গ্লাস ৩ এর প্রটেকশন। পিক্সেল ৭এ ফোনে আইপি৬৭ রেটিং থাকছে যার ফলে পানি ও ডাস্ট থেকে রক্ষা পাবে ফিানটি। সিকিউরিটি হিসেবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেনসর।
মেটাল ফ্রেমের সাথে ব্যাকপার্টটি প্লাষ্টিক দিয়ে তৈরি। গুগল পিক্সেল ৭এ ডিজাইনটি দেখতে অনেক সুন্দর। পিক্সেল ৭এ চারকোল, সি ও স্নো এই তিনটি কালারে পাওয়া যাবে।
প্রসেসর ও অপারেটিং সিস্টেমঃ পিক্সেল ৭এ ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার হয়েছে টেন্সর জি২ চিপসেট ৫ এনএম থ্রেডে বিল্ড করা। টেন্সর জি২ চিপসেটটি পিক্সেল ৭ সিরিজেই প্রথম দেখা গিয়েছিল। সিপিউ হিসেবে থাকছে Octa-core (2×2.85 GHz Cortex-X1 & 2×2.35 GHz Cortex-A78 & 4×1.80 GHz এবং জিপিউ তে ব্যবহার হয়েছে Mali-G710 MP7।
অপারেটিং সিসেন্টম হিসেবে আউট অফ বক্সে পাবেন অ্যান্ড্রয়েড ১৩।
ক্যামেরাঃ পিক্সেল ফোন গুলির প্রধান আর্কষন এই ক্যামেরা সেকশন। অন্যসব ব্যান্ড হতে পিক্সেল ফোন গুলির ক্যামেরা পারর্ফমেন্স সেরা। পিক্সেল ৭এ এ ব্যাক এ থাকছে ৬৪ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা সাথে রয়েছে ১৩মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা । ফন্ট ক্যামেরায় এসেছে ব্যাপক আপগ্রেড। ব্যাক সাইডে ৪কে ৬০এফপিএস ভিডিও রেকর্ড করা যাবে সাথে ফ্রন্ট/সেলফি ক্যামেরাতেও ৪কে ৩০এফপিএস ভিডিও রেকর্ড করা সুবিধা।
স্টোরেজঃ পিক্সেল ৭এ ফোনটিতে থাকছে ৮ জিবি এলডিডিআর র্যাম ও ইউএফএস ৩.১ এর ১২৮ জিবি রম। ফোনটিতে থাকছে না এসডি কার্ড ব্যবহারের সুবিধা।
নেটওয়ার্ক ও ব্যাটারিঃ পিক্সেল ৭এ ফোনে থাকছে ৫জির সুবিধা। ডুয়াল সিম ব্যবহার করা যাবে তবে একটি ন্যানো সিম ও অন্যটি ই-সিম।
ব্যাটারি হিসেবে রয়েছে ৪৩৮৫ এমএএইচ লি-প্রো ব্যাটারি। চার্জের জন্য থাকছে ১৮ওয়াট ইউএসবি-সি সাধারন চার্জিং ও ১৯ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা যা কিনা এ(a) সিরিজে এই প্রথম।
এক নজরে গুগল পিক্সেল ৭এ
ডিসপ্লেঃ ৬.১ ইঞ্চি ওলেড ডিসপ্লের সাথে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট, ফুলএইচডি+রেজ্যুলেশন ও গরিলা গ্লাস ৩ এর প্রটেকশন |
প্রসেসরঃ টেন্সর জি২ চিপসেট ৫ এনএম থ্রেডে বিল্ড করা। |
স্টোরেজঃ ৮ জিবি এলডিডিআর র্যাম ও ইউএফএস ৩.১ এর ১২৮ জিবি রম। |
ক্যামেরাঃ পিক্সেল ৭এ এ ব্যাক এ থাকছে ৬৪ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা সাথে রয়েছে ১৩মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা । |
ব্যাটারিঃ ৪৩৮৫ এমএএইচ লি-প্রো ব্যাটারি। |
গুগল পিক্সেল ৭এ প্রাইস ইন বাংলাদেশ
গুগল পিক্সেল ৭এ গত ১০ মে ২০২৩ তারিখে রিলিজ হয়েছে। ফোনটি তিনটি কালার ও ৮/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। গুগল পিক্সেল ৭এ এর অফিসিয়াল প্রাইস নির্ধারন করেছে ৪৯৯ ডলার।
বাংলাদেশে এখনো অফিসিয়াল ভাবে গুগল পিক্সেল ৭এ আসেনি কিন্তু ভারতে লঞ্চ হয়েছে। ভারতে গুগল পিক্সেল ৭এ দাম ধরা হয়েছে ৪৪ হাজার রুপি। বাংলাদেশে গুগল পিক্সেল ৭এ এর দাম ৫৭,০০০ টাকার আশেপাশে থাকবে।
গুগল পিক্সেল ৭এ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
গুগল পিক্সেল ৭এ এর দাম কত?
বাংলাদেশে গুগল পিক্সেল ৭এ এর দাম ৫৭,০০০ টাকার আশেপাশে থাকবে।
গুগল পিক্সেল ৭এ কি কি কালারে পাওয়া যাবে?
পিক্সেল ৭এ চারকোল, সি ও স্নো এই তিনটি কালারে পাওয়া যাবে।
গুগল পিক্সেল ৭এ এ কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে?
পিক্সেল ৭এ ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার হয়েছে টেন্সর জি২ চিপসেট ৫ এনএম থ্রেডে বিল্ড করা। টেন্সর জি২ চিপসেটটি পিক্সেল ৭ সিরিজেই প্রথম দেখা গিয়েছিল। সিপিউ হিসেবে থাকছে Octa-core (2x2.85 GHz Cortex-X1 & 2x2.35 GHz Cortex-A78 & 4x1.80 GHz এবং জিপিউ তে ব্যবহার হয়েছে Mali-G710 MP7।
গুগল পিক্সেল ৭এ র্যাম ও রম কত জিবি?
পিক্সেল ৭এ ফোনটিতে থাকছে ৮ জিবি এলডিডিআর র্যাম ও ইউএফএস ৩.১ এর ১২৮ জিবি রম। ফোনটিতে থাকছে না এসডি কার্ড ব্যবহারের সুবিধা।
আশা করছি গুগল পিক্সেল ৭এ এর সকল ফিচার আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। বিভিন্ন মোবাইল ফোনের দাম জানতে আমাদের মোবাইলের দাম সেকশনে দেখে আসতে পারেন। ধন্যবাদ