আজকের মুরগির বাজার দর । ব্রয়লার/পল্টি মুরগির দাম । Murgir Dam 2025

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

মুরগি একটি গৃহপালিত পাখি এবং মুরগির মাংস ও ডিম প্রোটিনের অন্যতম উৎস। একটি মুরগি সর্বোচ্চ ৫/৭ বছর বেচে থাকতে পারে। প্রাপ্তবয়স্ক পুরুষকে মোরগ এবং প্রাপ্তবয়স্ক নারীকে মুরগি বলা হয়ে থাকে। গৃহপালিত পাখি হওয়ার কারণে বাংলাদেশের গ্রাম এলাকায় প্রায় প্রতিটি পরিবার দেশী মুরগি পালন করে থাকে। এছাড়া ব্রয়লার ও সোনালী জাতের মুরগি দেশের আনাচে কানাচে বাণিজ্যিকভাবে খামারে ব্যাপকভাবে উৎপাদন হয়।

বর্তমানে দেশী জাতের মুরগির দাম অনেক সেখানে নিম্ন আয়ের মানুষজন ব্রয়লার ও সোনালী বা কক মুরগি দিয়ে প্রোটিনের চাহিদা ও মাংশের স্বাদ নিচ্ছে। ব্রয়লার ও সোনালী বা কক মুরগির দাম পূর্বে কম থাকলেও বর্তমানে তা ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। আজকের এই নিবন্ধে দেশী মুরগি,ব্রয়লার/পল্টি মুরগি,কক মুরগি ও সোনালী মুরগির দাম (Murgir Dam) সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো।

আজকের মুরগির বাজার দর
আজকের মুরগির বাজার দর (Murgir Dam)

আজকের মুরগির বাজার দর

সর্বশেষ আপডেট ০৫ জানুয়ারি ২০২৫ বিভিন্ন বাজার ও টিসিবির বাজার মূল্য পর্যালোচনা করে আজকের মুরগির বাজার দর (Murgir Dam) নিচে দেওয়া হলোঃ

  • দেশী মুরগি প্রতি কেজি ৪৮০-৫৮০ টাকা।
  • ব্রয়লার/পল্টি মুরগি প্রতি কেজি ১৮৫-২১০ টাকা।
  • কক মুরগি প্রতি কেজি ২৫০-২৯০ টাকা।
  • সোনালী মুরগি প্রতি কেজি ২৮০-৩৫০ টাকা।

মুরগির বাজার দর (Murgir Dam) তালিকাটি জায়গাভেদে কমবেশি হতে পারে তাই মুরগি কেনার পূর্বে যাচাই করে ক্রয় করতে হবে।

দেশী মুরগির দাম কত

এক সময় দেশে মুরগির খামার কম ছিলো সে হিসেবে দেশী জাতের মুরগির চাহিদা ছিলো ব্যাপক ও দামটাও ছিলো নাগালের মধ্যে। আস্তে আস্তে দেশী জাতের মুরগির উৎপাদন কমে যাওয়ার দাম (Murgir Dam) অনেক গুন বেড়েছে। দাম বেশি হলেও দেশী মুরগির চাহিদা অনেক বেশি ও স্বাদও অনান্য জাতের বা খামারের মুরগির চেয়ে অনেক ভালো। বর্তমানে প্রতি কেজি দেশী মুরগি বিক্রি হচ্ছে ৪৮০ টাকা থেকে ৫৮০ টাকায়।

ব্রয়লার/পল্টি মুরগির দাম ২০২৫

নিম্ন আয়ের মানুষ ব্রয়লার/পল্টি মুরগি দিয়েই প্রোটিনের চাহিদা ও মাংশের স্বাদ গ্রহন করে। অন্য সকল জাতের মুরগির মধ্যে ব্রয়লার/পল্টি মুরগির দাম সবচেয়ে কম। একসময় ব্রয়লার/পল্টি মুরগি ৭০/৮০ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। ব্রয়লার/পল্টি মুরগির বাজার (Murgir Dam) বর্তমানে অস্থিতিশীল । আজকের বাজার দর (Murgir Dam) অনুসারে ব্রয়লার/পল্টি মুরগি প্রতি কেজি ১৮৫-২১০ টাকায় বিক্রি হচ্ছে।

আরো দেখুনঃ

সোনালী মুরগির আজকের বাজার দর

সোনালী বা পাকিস্থানী মুরগি দেখতে অনেকটা দেশী মুরগির মত। অনেকেই দেশী ও সোনালী মুরগি একত্রে রাখলে কোনটা কোন জাতের তা চিনতে পারে না। যেহেতু সোনালী বা পাকিস্থানী মুরগি খামারে উৎপাদন হয় ও বিভিন্ন রকম খাবার খেয়ে দ্রুত বেড়ে ওঠে তাই দেখতে দেশী মুরগির মত হলেও খেতে দেশী মুরগির মত এতো স্বাদ নেই। সোনালী মুরগির আজকের বাজারে প্রতি কেজি ২৮০/৩৫০ টাকা বিক্রি হচ্ছে।

আজকের কক মুরগির দাম ২০২৫

কক বা লেয়ার মুরগি মূলত ডিম দেওয়া মুরগি। বাজারে ব্রয়লার যে লাল ডিম গুলি দেখা যায় সেগুলো কক বা লেয়ার জাতের মুরগি গুলো দিয়ে থাকে। কক বা লেয়ার মুরগি ওজনে ২/৩ কেজি বা তার থেকেও বেশি হয়ে থাকে । আজকের কক মুরগির দাম (Murgir Dam) প্রতি কেজি ২৫০-২৮০ টাকা। তবে কক বা লেয়ার মুরগি পিছ হিসেবেও বিক্রি হয় ৫০০/৫৫০ টাকায়।

আজকের মুরগির বাজার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

একটা ব্রয়লার/পল্টি মুরগি কত দিতে বিক্রির উপযোগী হয়?

ব্রয়লার/পল্টি মুরগি ২৬-৩২ দিনে ১৪০০-২০০০ গ্রাম পর্যন্ত হয়। সে হিসেবে ২০ দিন পর থেকেই ব্রয়লার/পল্টি মুরগি কত দিতে বিক্রির উপযোগী হয়।

দেশী মুরগির দাম কত?

দেশী মুরগি প্রতি কেজি ৪৮০-৫৮০ টাকা।

ব্রয়লার/পল্টি মুরগির দাম ২০২৫?

ব্রয়লার/পল্টি মুরগি প্রতি কেজি ১৮৫-২১০ টাকা।

সোনালী মুরগির আজকের বাজার দর?

সোনালী মুরগি প্রতি কেজি ২৮০-৩৫০ টাকা।

আজকের কক মুরগির দাম ২০২৫?

আজকের কক মুরগির দাম (Murgir Dam) প্রতি কেজি ২৫০-২৮০ টাকা। তবে কক বা লেয়ার মুরগি পিছ হিসেবেও বিক্রি হয় ৫০০/৫৫০ টাকায়।

প্রিয় পাঠক, আজকের মুরগির বাজার দর (Murgir Dam) সম্পর্কিত সকল খুটিনাটি বিষয় আপনাদের তুলে ধরা হয়েছে। বাজারে যাওয়ার পূর্বেই আজকের বাজার দর জেনে গিয়েছেন আশা করছি মুরগির বাজার (Murgir Dam) দরটি আপনাদের উপকারে আসবে। এছাড়াও বিভিন্ন রকমের পন্যের বাজার দর জানতে আমাদের বাজার দর সেকশনে ঘুরে আসতে পারেন । ধন্যবাদ

5/5 - (9 votes)

“আজকের মুরগির বাজার দর । ব্রয়লার/পল্টি মুরগির দাম । Murgir Dam 2025”-এ 5-টি মন্তব্য

  1. দেশি মুরগি মাংস কাদের কাছে বিক্রি করব আমরা সচরাচর অন্যান্য পোল্টি ডিলারের এর মত দেশি মুরগির ডিলার পাইনা। আপনাদের পরিচিত যেসব ডিনার পাইকার আছে আমাদেরকে তাদের খবর দিলে ভালো হয় ।

    জবাব

মন্তব্য করুন

x