ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ট্রেনঃ বাংলাদেশে চট্রগ্রাম বিভাগ পর্যটন নগরী হিসেবে পরিচিত । প্রাকৃতিক শোভায় সুশোভিত চট্রগ্রাম জেলায় রয়েছে বহু দৃষ্টিনন্দন পর্যটন স্থান। ময়মনসিংহ থেকে চট্রগামের দূরত্ব ৩৮২ কিঃমিঃ। সড়ক পথে চট্রগ্রাম যেতে সময় লাগে ৮ ঘন্টা ৩০ মিনিটের মত সেখানে ট্রেনে যেতে ১০/১১ ঘন্টা। ময়মনসিংহ থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়া আসার জন্য বিজয় এক্সপ্রেস ট্রেন বেষ্ট অপশন।
সূচীপত্র
ট্রেনের মাধ্যমে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যেতে চান অথবা চট্টগ্রাম থেকে ময়মনসিংহে আসতে চান কিন্তু তাদের জানা নেই ময়মনসিংহ থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ময়মনসিংহের ট্রেনের ভাড়া ও সময়সূচী সম্পর্কে। আজকের নিবন্ধে আমরা জানানোর চেষ্টা করব ময়মনসিংহ টু চট্টগ্রাম ট্রেনের ভাড়া ও সময়সূচীর বিস্তারিত তথ্য।
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম গামী ট্রেনের নাম
আপনারা যারা ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের আগে জানতে হবে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম কোন কোন ট্রেন চলাচল করে। তাহলে চলুন জেনে নেই ময়মনসিংহ থেকে চট্টগ্রাম কোন কোন ট্রেন যাতায়াত করে।
ময়মনসিংহ থেকে চট্রগ্রাম রুটে একটি আন্তঃনগর ও একটি মেইল এক্সপ্রেস/কমিউটার সহ মোট ০২ টি ট্রেন নিয়মিত যাতায়াত করে। আন্তঃনগর ট্রেনের নাম বিজয় এক্সপ্রেস ও মেইল এক্সপ্রেস/কমিউটার ট্রেনের নাম ময়মনসিংহ এক্সপ্রেস।
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম গামী ট্রেনের তালিকাঃ
- বিজয় এক্সপ্রেস (৭৮৬)
- ময়মনসিংহ এক্সপ্রেস (৩৮)
চট্টগ্রাম থেকে ময়মনসিংহ গামী ট্রেনের তালিকাঃ
- বিজয় এক্সপ্রেস (৭৮৫)
- ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭)
আরো দেখুনঃ
- ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী, ভাড়া ও ছুটির দিন । Dhaka To Cox’s Bazar Train
- ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া । Dhaka To Sylhet Train
- নেত্রকোনার সকল ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা । Train Schedule and Fare List of Netrakona
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ট্রেনের ভাড়া/টিকিটের মূল্য
ময়মনসিংহ থেকে চট্রগ্রাম রুটে একটি আন্তঃনগর ও একটি মেইল এক্সপ্রেস/কমিউটার সহ মোট ০২ টি ট্রেন নিয়মিত যাতায়াত করে। ময়মনসিংহ থেকে চট্রগ্রাম রুটে একটি আন্তঃনগর ও একটি মেইল এক্সপ্রেস/কমিউটার ট্রেনের ভাড়াঃ
সিটের ধরন | টিকিট মূল্য (প্রাপ্ত বয়স্ক) |
শোভন | ৩২০ টাকা |
শোভন চেয়ার | ৩৮৫ টাকা |
ফাস্ট সিট/চেয়ার | – টাকা |
স্নিগ্ধা | ৬৪০ টাকা |
এসি সিট | ৭৭০ টাকা |
এসি বার্থ | ১১৫০ টাকা |
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ২ টি ট্রেন বিভিন্ন সময় চলাচল করে। ময়মনসিংহ থেকে চট্টগ্রাম দূরত্ব ৩৮২ কিঃমিঃ যেখানে ট্রেনে আসতে সময় লাগবে ১০/১১ ঘন্টার মত। ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ট্রেন ভ্রমন যাত্রায় অন্যরকম অনুভূতি সৃষ্টি করে কারণ যাত্রাপথের নানান রকম দৃশ্য আপনাকে আনন্দ দিবে। তাহলে চলুন জেনে নেই ময়মনসিংহ থেকে চট্টগ্রাম চলাচলকারী ট্রেনের সময়সূচীঃ
ট্রেনের ধরন | ট্রেনের নাম | ট্রেন নাম্বার | ছাড়ার সময় | পৌছার সময় | সাপ্তাহিক ছুটি |
আন্তঃনগর | বিজয় এক্সপ্রেস | ৭৮৬ | ২০:৩০ | ০৫:৩০ | মঙ্গলবার |
মেইল এক্সপ্রেস/কমিউটার | ময়মনসিংহ এক্সপ্রেস | ৩৮ | ০৭:২০ | ২১:০০ | নাই |
চট্টগ্রাম থেকে ময়মনসিংহ ট্রেনের সময়সূচী
চলুন জেনে নেই চট্টগ্রাম থেকে ময়মনসিংহ চলাচলকারী ট্রেনের সময়সূচীঃ
ট্রেনের ধরন | ট্রেনের নাম | ট্রেন নাম্বার | ছাড়ার সময় | পৌছার সময় | সাপ্তাহিক ছুটি |
আন্তঃনগর | বিজয় এক্সপ্রেস | ৭৮৫ | ০৭ঃ২০ | ১৫ঃ৫৫ | বুধবার |
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ট্রেন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম চলাচলকারী ট্রেনের নাম?
ময়মনসিংহ থেকে চট্রগ্রাম রুটে একটি আন্তঃনগর ও একটি মেইল এক্সপ্রেস/কমিউটার সহ মোট ০২ টি ট্রেন নিয়মিত যাতায়াত করে। আন্তঃনগর ট্রেনের নাম বিজয় এক্সপ্রেস ও মেইল এক্সপ্রেস/কমিউটার ট্রেনের নাম ময়মনসিংহ এক্সপ্রেস।
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম দূরত্ব কত কিঃমিঃ?
ময়মনসিংহ থেকে চট্রগামের দূরত্ব ৩৮২ কিঃমিঃ
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যেতে ট্রেনে কত সময় লাগে?
ট্রেনে ময়মনসিংহ থেকে চট্রগ্রাম যেতে সময় লাগে ১০/১১ ঘন্টা।
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ট্রেনের ভাড়া কত?
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ট্রেনের ভাড়াঃ
শোভন ৩২০ টাকা।
শোভন চেয়ার ৩৮৫ টাকা।
স্নিগ্ধা ৬৪০ টাকা।
এসি সিট ৭৭০ টাকা।
এসি বার্থ ১১৫০ টাকা।
প্রিয় পাঠকবৃন্ধ, আশা করছি ময়মনসিংহ থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ময়মনসিংহ চলাচলকৃত সকল ট্রেন সম্পর্কে জানতে পেরেছেন এছাড়াও ময়মনসিংহ থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ময়মনসিংহ সর্বশেষ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আপনাদের ভ্রমনের সময় উপকারে আসবে। এরকম আরো বিভিন্ন এলাকার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা দেখে নিতে পারেন। ধন্যবাদ