পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া ও সময়সূচী । Parjatak Express Train 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর গত বছরের ডিসেম্বরে অবশেষে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালু হয়েছে। ০১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রুটে কক্সবাজার এক্সপ্রেসআন্ত নগর ট্রেনের মাধ্যমে বাণিজ্যিকভাবে ট্রেন চালাচল শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকা থেকে কক্সবাজার রুটের ট্রেন ব্যাপক সারা ফেলেছে ভ্রমন পিপাসুদের মধ্যে। বাংলাদেশ রেলওয়ে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে পর্যটক এক্সপ্রেস আন্ত নগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ।

ঢাকা-কক্সবাজার রুটে ১৩০ কি.মি প্রতি ঘন্টা গতিতে ট্রেন চলবে যদিও ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ১৫০ কি.মি প্রতি ঘন্টা। ঢাকা থেকে কক্সবাজার রেললাইন এর দূরত্ব ৫৫১ কিলোমিটার আর ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যেতে সময় লাগবে ৮/৯ ঘন্টা।

পর্যটক এক্সপ্রেস ট্রেন। Parjatak Express Train
পর্যটক এক্সপ্রেস ট্রেন। Parjatak Express Train

ঢাকা-কক্সবাজার রুটে “কক্সবাজার এক্সপ্রেস” ও “পর্যটক এক্সপ্রেস” আন্ত নগর ট্রেন চলাচলা করেছে তবে পর্যায়ক্রমে আরো ট্রেন যুক্ত হবে এই রুটে। আজকের এই নিবন্ধে ঢাকা-কক্সবাজার রুটের পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া ও সময়সূচীর সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা করবো। ঢাকা-কক্সবাজার ট্রেন সম্পর্কে আমরা যে সকল বিষয় খুঁজে থাকি-পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা,পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী,পর্যটক এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন,ঢাকা টু কক্সবাজার ট্রেন কবে চালু হবে,ঢাকা থেকে কক্সবাজার ট্রেন ভাড়া,ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী,ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৪,ঢাকা কক্সবাজার ট্রেন ভাড়া,Parjatak Express Train।

পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ঢাকা টু কক্সবাজার রুটে (Dhaka To Cox’s Bazar Train) ১০ জানুয়ারি ২০২৪ তারিখে পর্যটক এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে। পর্যটক এক্সপ্রেস ট্রেনে রবিবার থাকবে সাপ্তাহিক ছুটি। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়বে কক্সবাজার রুটে। নিচে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেনের সময়সূচী দেওয়া হলোঃ

ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী (রেল নং-৮১৬)
যাত্রা শুরুসময় যাত্রা শেষসময়
ঢাকাভোরঃ ০৬:১৫ মিনিটেকক্সবাজারবিকেলঃ ০৩:০০ টায়
কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী (রেল নং-৮১৫)
যাত্রা শুরুসময় যাত্রা শেষসময়
কক্সবাজাররাতঃ ৮:০০ টাঢাকারাতঃ ০৪:৩০ মিনিটে

পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

আপতত ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ৫৫১ কিঃমিঃ রেললাইনে দৈনিক চারটি ট্রেন চলবে। নিচে আসন অনুযায়ী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হলোঃ

আসন বিভাগট্রেনের ভাড়া
শোভন টাকা
শোভন চেয়ার৬৯৫ টাকা
প্রথম সিট টাকা
প্রথম ব্যর্থ টাকা
স্নিগ্ধা১৩২৫ টাকা
এসি সিট১৫৯০ টাকা
এসি ব্যর্থ২৩৮০ টাকা

পর্যটক এক্সপ্রেস ট্রেনে নতুন এই ট্রেনে কোচ থাকবে ১৬টি, মোট আসন সংখ্যা ৭৮৫টি এবং ট্রেনের নম্বর ৮১৫/৮১৬।

ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই পর্যটক এক্সপ্রেস ট্রেনের (Cox’s Bazar Express Train) টিকিট কেনা যাবে।

পর্যটক এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন

ঢাকা টু কক্সবাজার (Dhaka To Cox’s Bazar Train) রুটে ১০ জানুয়ারি ২০২৪ থেকে পর্যটক এক্সপ্রেস নামে ট্রেন চলাচল শুরু করবে। রেলওয়ের সূত্রমতে, রবিবার থাকবে সাপ্তাহিক ছুটি। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়বে কক্সবাজার রুটে।

পর্যটক এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

পর্যটক এক্সপ্রেস ট্রেন কবে চালু হবে?

১০ জানুয়ারি ২০২৪ পর্যটক এক্সপ্রেস ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চালাচল শুরু হবে।

ঢাকা টু কক্সবাজার ট্রেন লাইনের দূরত্ব কত?

ঢাকা থেকে কক্সবাজার রেললাইন এর দূরত্ব ৫৫১ কিলোমিটার।

ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া কত?

ঢাকা টু কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া সর্বনিম্ন ৩৮৫ টাকা ও সবোর্চ্চ ২৩৮০ টাকা।

পর্যটক এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা কত?

পর্যটক এক্সপ্রেস ট্রেনে নতুন এই ট্রেনে কোচ থাকবে ১৬টি, মোট আসন সংখ্যা ৭৮৫টি এবং ট্রেনের নম্বর ৮১৫/৮১৬।

প্রিয় পাঠকবৃন্ধ,আশা করছি পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া ও ছুটির দিন সম্পর্কিত তথ্য গুলো আপনাদের কাজে আসবে। ঢাকা থেকে কক্সবাজার ভ্রমনের সময় সহায়তা করবে। এমন আরো ভ্রমন সম্পর্কিত তথ্য দেখতে পারেন আমাদের সাইটে। ধন্যবাদ

4.8/5 - (5 votes)

মন্তব্য করুন

x