পহেলা বৈশাখ বলতে বাংলা বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের প্রথম দিনটিকে নববর্ষ বা পহেলা বৈশাখ বলা হয়। ১লা বৈশাখ বাঙালি জাতির একটি সর্বজনীন লোকউৎসব। পহেলা বৈশাখে মানে নতুন বছরের প্রথমদিনে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের সকল ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষে। এদিন সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে সরকারি ছুটি থাকে ১লা বৈশাখে । বাংলাদেশ ও কলকাতায় ব্যাপক আনন্দঘন উৎসবমূখর পরিবেশে পালিত হয় পহেলা বৈশাখ।
সূচীপত্র
পহেলা/১লা বৈশাখ ও বাংলা নববর্ষের ইতিহাস
এক সময় বাংলা নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন ঋতুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর। এই কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।
পহেলা/১লা বৈশাখ ২০২৪ ও বাংলা নববর্ষ কবে?
বাংলাদেশে ১৪ ই এপ্রিল রোজ রবিবার পহেলা/১লা বৈশাখ ও ১৪৩১ বাংলা নববর্ষ পালিত হবে। সরকারি ছুটির তালিকা মতে উক্ত ১৪ ই এপ্রিল ২০২৪ সরকারি ছুটি রয়েছে।
পহেলা/১লা বৈশাখ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা
ফেসবুক অথবা অনান্য স্যোসাল মিডিয়া বা এসএমএস এর মাধ্যমে বন্ধু ও আপনজনদের মাধে পহেলা/১লা বৈশাখ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের জন্য জনপ্রিয় শুভেচ্ছা ম্যাসেজ গুলো নিচে দেওয়া হলোঃ
- নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো।
- পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙালির প্রাণ। নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান। এসো হে বৈশাখ এসো এসো … শুভ নভবর্ষ ১৪৩১।
- গরমকে আরেকটু আশকারা দেওয়া, হালখাতা, সোনার দোকানে মিষ্টির প্যাকেট, পরনে বাহারি জামা, মঙ্গল শোভাযাত্রা আর ইলিশ মাছ, আপামোর বাঙালির এটাই পহেলা বৈশাখ।
- একটু আলো, একটু আধার! বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার। কিছু দুঃখ, কিছু সুখ! সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা নববর্ষ ১৪৩১ এর পদার্পনে এসো শাণিত হই নবপ্রাণে ………..
- বাউল গানের সন্ধ্যা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গামাটির পথটি জুড়ে। পহেলা বৈশাখের শুভেচ্ছা।
- পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পয়লা বৈশাখ ১৪৩১।
- পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো… শুভ নভবর্ষ ১৪৩১।
- আপনাকে এবং আপনার পরিবারকে সুখ ও সমৃদ্ধ ভরা পয়লা বৈশাখের শুভেচ্ছা।
- পহেলা বৈশাখের এই শুভ দিনে আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবারের উপর সর্বদা আশীর্বাদ বর্ষণ করুক, শুভ বাংলা নববর্ষ।
- আশা করি এই নতুন বছর আপনার জন্য আনন্দ, সমৃদ্ধি এবং প্রচুর সৌভাগ্য নিয়ে আসবে।
- এই বাংলা নববর্ষ আপনার জীবন আলোয় ভরে দিক, সুখ ও সমৃদ্ধি বয়ে অনুক জীবনে।
- পয়লা বৈশাখ উল্লাস এবং আনন্দের সঙ্গে কাটুক, আপনাকে বাংলা নববর্ষের অসংখ্য শুভেচ্ছা।
- মিষ্টির মাধুর্য আপনার জীবনে আনন্দে ভরে উঠুক, আপনার পরিবারের জন্য বাংলা নববর্ষের শুভেচ্ছা।
- এই নতুন বছর একটি নতুন ভোর, নতুন আশা, শান্তি, আনন্দ এবং সুখের সূচনা করুক। শুভ নববর্ষ।
- এই নববর্ষে আপনার সব স্বপ্ন, ইচ্ছা পূরণ হোক, পয়লা বৈশাখের শুভেচ্ছা।
- এই নববর্ষের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন, পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা।
- পহেলা বৈশাখের আপনার জীবনে নতুন ভোরের সূচনা করুক।
- নতুন বছর নতুন করে শুরু হোক, প্রাণবন্ত রঙে রাঙিয়ে দিন আগামীর দিনগুলো
- আপনার ও আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করি। শুভ নববর্ষ।
- গোলাপের সুবাসে ভরে যাক আঙ্গিনা, মিষ্টির মতো মধুক হোক সম্পর্ক। পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা।
পহেলা/১লা বৈশাখ ও বাংলা নববর্ষের ছবি
পহেলা/১লা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে জনপ্রিয় কিছু ছবি পোষ্টার নিচে দেওয়া হয়েছে-
উপরের সকল ছবি বেহেন্স (https://www.behance.net/) থেকে নেওয়া হয়েছে পূর্ন ছবি দেখতে ভিজিট করতে পারেন।
পহেলা/১লা বৈশাখ ও বাংলা নববর্ষের প্রশ্ন ও উত্তর
পহেলা/১লা বৈশাখ ও বাংলা নববর্ষ কবে?
বাংলাদেশে ১৪ ই এপ্রিল রোজ রবিবার পহেলা/১লা বৈশাখ ও ১৪৩১ বাংলা নববর্ষ পালিত হবে।
পহেলা/১লা বৈশাখ ও বাংলা নববর্ষের ছুটি কত দিনের?
সরকারি ছুটির তালিকা মতে উক্ত ১৪ ই এপ্রিল ২০২৪ রোজ রবিবার ১ দিন সরকারি ছুটি রয়েছে।
পহেলা/১লা বৈশাখ ও বাংলা নববর্ষ প্রথম কবে শুরু হয়েছে?
কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।
প্রিয় পাঠক, আশা করছি পহেলা বৈশাখ ২০২৪ ও ১লা বৈশাখের শুভেচ্ছা,ছবি ও ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনেছেন এমন আরো সমসাময়িক তথ্য জানতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ