বৈদ্যুতিক প্রিপেইড মিটারের সকল কোড | Electricity Prepaid Meter All Useful Code

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন
বৈদ্যুতিক প্রিপেইড মিটারের সকল কোড,Electricity Prepaid Meter All Useful Code
বৈদ্যুতিক প্রিপেইড মিটারের সকল কোড

প্রিপেইড মিটার | Prepaid Meter

প্রিপেইড বৈদ্যুতিক মিটার হলো একধরনের বিদ্যুৎ পরিমাপক যন্ত্র/ডিভাইস যেখানে বিদ্যুৎ ব্যবহারের পূর্বে টাকা রিচার্জ করতে হয়। এরপরই বিদ্যুৎ ব্যবহার করা যায়। পূর্বে অর্থ প্রদান করে বিদ্যুৎ ব্যবহার করা হয় বলেই এধরনের মিটারকে প্রিপেইড বৈদ্যুতিক মিটার বা প্রিপেইড মিটার বলা হয়।

বাংলাদেশে প্রিপেইড মিটারের ইতিহাস

আপনি যদি বৈদ্যুতিক প্রিপেইড মিটার ব্যবহার করছেন বা করবেন ভাবছেন তাদের জন্য আজকের এই নিবন্ধ।বাংলাদেশ সরকার ২০১৭ সালের মাঝামাঝি সারা দেশে প্রিপেইড মিটার স্থাপন শুরু করে। এর আগে কিছু এলাকায় (সিলেট) পাইলট প্রকল্পের মাধ্যমে পরিক্ষা করা হয়েছিলো। বর্তমানে, বাংলাদেশে প্রায় ২ মিলিয়ন প্রিপেইড মিটার ব্যবহারকারী রয়েছে।

বাংলাদেশে পাঁচ টি বিতরণ প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহ করে আসছে । প্রতিষ্ঠান সমূহ হলোঃ

  • BPDB (বিপিডিবি)
  • BREB (বিআরইবি)
  • DESCO (ডেসকো)
  • DPDC (ডিপিডিসি)
  • NESCO (নেসকো)
  • WZPDCL (ওজোপাডিকো)

উপরে উল্লেখিত প্রতিষ্ঠান সমূহ প্রতিটি এলাকা প্রিপেইড মিটারের আওতায় আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

বৈদ্যুতিক প্রিপেইড মিটার ব্যবহারকারীদের যে সকল বিষয়ে জানা একান্ত জরুরী প্রিপেইড মিটারে রির্চাজ পদ্ধতি,প্রিপেইড মিটারে ব্যালেন্স রিচার্জ, প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করার কোড,প্রিপেইড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স কোড, বিকাশ এর মাধ্যমে প্রিপেইড মিটারে রিচার্জ ও টোকেন দেখার নিয়ম,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার

বিপিডিবি প্রিপেইড মিটারের সকল কোড | BPDB Prepaid Meter All Useful Code

যেসকল মিটার বিপিডিবি প্রথমদিকে গ্রাহকদের স্থাপন করেছিলো সে সকল প্রিপেইড মিটারের সকল কোড নিচের ছকে দেওয়া হলো।

ক্রমবিবরনইনহে একফেজইনহে থ্রিফেজহেক্সিংলিংইয়াংইস্টার্ন
মিটার এক্টিভেশন৩৭১২০৩৭১২০৮৬৫৮৬৫
লগঅফ টোকেন৫৪সি৬০১৫৮১৮০৫১
রিলে ট্রিপ করার কারণ৮০৬০০৮০৪১
ইমার্জেন্সি ব্যালেন্স৮৯৮৯৮৬৮৬৮৯৮৯৮৬৮৬৮১০/৮১১৮০৯
মিটার নাম্বার৩০সি১০৮০৪১০০০১১
অনুমোদিত লোড১৯২১৩৫০৮৬৯০০৭০০৪
ব্যালেন্স০০সি৫০১৮০১০১৯০১০
সর্বশেষ রির্চাজ এমাউন্ট৩১সিএল৪০১৮১৭২০০০৫০
সর্বশেষ রির্চাজ টোকেন৫৩সি৬০১৪৮৩০২০১
১০টোকেন সিকোয়েন্স৫২সি৬০১৩৮৮৯০১১০৯০
১১বর্তমান মাসের ব্যবহার০১৮১৪৮০৩০৪৭
১২সর্বশেষ মাসের ব্যবহার৮২০৮২০০৫৩
১৩ফ্রেন্ডলি মোড৫১/৫১/৫৬সি৬০১১
সি৬০১২
৯০০৭৮৫১০০
১৪ভোল্টেজ০৭এল১-৩২৭০
এল২-৫২৭০
এল৩-৭২৭০
৮৭৭৭৬০০৭০
১৫কারেন্ট০৮এল১-৩১৭০
এল২-৫১৭০
এল৩-৭১৭০
৮৭৪৭৬৩০৭১
১৬ট্যারিফ০৩সি৭০১৮০৯/৮৮৬০০৫০০৮

উল্লেখিত কোড সমূহ উপরের মিটার প্রস্তুকারী প্রতিষ্ঠান ব্যতিত সকল মিটারের কাজ করবে

  • ব্যালেন্স পরিক্ষার জন্য 801
  • মিটারের অবস্থা পরীক্ষা করতে 807
  • প্রিপেইড মিটারের নম্বার বের করতে 804 
  • জরুরী ব্যালেন্স দেখতে চেক 810
  • জরুরী ব্যালেন্স গ্রহন করতে 811
  • সর্বশেষ বিদ্যুৎ খরচের পরিমাণ দেখতে 813
  • শেষ রিচার্জের পরিমাণ দেখতে 817
  • বিগত মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ 820
  • সর্বশেষ প্রিপেইড মিটার রিচার্জের টোকেন নম্বর দেখতে 830
  • ভোল্টেজ পরীক্ষা করতে 870
  • সপ্তাহিক ব্যালেন্স পরিক্ষা করতে 899
  • টোকেনের সিরিয়াল নাম্বার পরিক্ষা করতে 889
  • শেষ রিচার্জের সময় চেক করতে 816
  • বিদ্যুৎ বিভ্রাটের সময় পরীক্ষা করতে 819

বিআরইবি প্রিপেইড মিটারের সকল কোড | BREB Prepaid Meter All Useful Code

  • ব্যালেন্স পরিক্ষার জন্য 
  • মিটারের অবস্থা পরীক্ষা করতে 
  • প্রিপেইড মিটারের নম্বার বের করতে 
  • জরুরী ব্যালেন্স দেখতে চেক 
  • জরুরী ব্যালেন্স গ্রহন করতে 
  • সর্বশেষ বিদ্যুৎ খরচের পরিমাণ দেখতে 
  • শেষ রিচার্জের পরিমাণ দেখতে 
  • বিগত মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ 
  • সর্বশেষ প্রিপেইড মিটার রিচার্জের টোকেন নম্বর দেখতে 
  • ভোল্টেজ পরীক্ষা করতে 
  • সপ্তাহিক ব্যালেন্স পরিক্ষা করতে 
  • টোকেনের সিরিয়াল নাম্বার পরিক্ষা করতে
  • শেষ রিচার্জের সময় চেক করতে
  • বিদ্যুৎ বিভ্রাটের সময় পরীক্ষা করতে

ডেসকো প্রিপেইড মিটারের সকল কোড | DESCO Prepaid Meter All Useful Code

  • ব্যালেন্স পরিক্ষার জন্য 
  • মিটারের অবস্থা পরীক্ষা করতে 
  • প্রিপেইড মিটারের নম্বার বের করতে 
  • জরুরী ব্যালেন্স দেখতে চেক 
  • জরুরী ব্যালেন্স গ্রহন করতে 
  • সর্বশেষ বিদ্যুৎ খরচের পরিমাণ দেখতে 
  • শেষ রিচার্জের পরিমাণ দেখতে 
  • বিগত মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ 
  • সর্বশেষ প্রিপেইড মিটার রিচার্জের টোকেন নম্বর দেখতে 
  • ভোল্টেজ পরীক্ষা করতে 
  • সপ্তাহিক ব্যালেন্স পরিক্ষা করতে 
  • টোকেনের সিরিয়াল নাম্বার পরিক্ষা করতে
  • শেষ রিচার্জের সময় চেক করতে
  • বিদ্যুৎ বিভ্রাটের সময় পরীক্ষা করতে 

ডিপিডিসি প্রিপেইড মিটারের সকল কোড | DPDC Prepaid Meter All Useful Code

  • ব্যালেন্স পরিক্ষার জন্য  00
  • জরুরী ব্যালেন্স দেখতে চেক 00
  • ট্যারিফ (মূল্য) দেখতে ০৩
  • জরুরী ব্যালেন্স গ্রহন করতে 89898686
  • সর্বশেষ বিদ্যুৎ খরচের পরিমাণ দেখতে 01
  • সর্বমোট বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ 02
  • সর্বশেষ রিচার্জ দেখতে 31
  • ভোল্টেজ পরীক্ষা করতে 07
  • ব্যবহৃত লোড দেখতে 06
  • টোকেনের সিরিয়াল নাম্বার পরিক্ষা করতে 52

নেসকো প্রিপেইড মিটারের সকল কোড | NESCO Prepaid Meter All Useful Code

  • ব্যালেন্স পরিক্ষার জন্য  37
  • জরুরী ব্যালেন্স দেখতে চেক 39
  • ট্যারিফ (মূল্য) দেখতে 19
  • জরুরী ব্যালেন্স গ্রহন করতে 99999
  • সর্বশেষ বিদ্যুৎ খরচের পরিমাণ দেখতে 413
  • বিগত মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ 414
  • সর্বমোট বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ 02
  • সর্বশেষ রিচার্জ দেখতে 200
  • ভোল্টেজ পরীক্ষা করতে 
  • ব্যবহৃত লোড দেখতে 470
  • টোকেনের সিরিয়াল নাম্বার পরিক্ষা করতে

ওজোপাডিকো প্রিপেইড মিটারের সকল কোড | WZPDCL Prepaid Meter All Useful Code

  • ব্যালেন্স পরিক্ষার জন্য  00
  • জরুরী ব্যালেন্স দেখতে চেক 00
  • ট্যারিফ (মূল্য) দেখতে ০৩
  • জরুরী ব্যালেন্স গ্রহন করতে 89898686
  • সর্বশেষ বিদ্যুৎ খরচের পরিমাণ দেখতে 01
  • সর্বমোট বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ 02
  • সর্বশেষ রিচার্জ দেখতে 31
  • ভোল্টেজ পরীক্ষা করতে 07
  • ব্যবহৃত লোড দেখতে 06
  • টোকেনের সিরিয়াল নাম্বার পরিক্ষা করতে 52

প্রি-পেইড মিটারের প্রশ্ন ও উত্তর

প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করার কোড কত?

প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করার কোড ৮০১।

প্রিপেইড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স কোড কত?

প্রিপেইড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স কোড ৮১১।

উপরে মোটামুটি বাংলাদেশে প্রচলিত সকল বৈদ্যুতিক প্রিপেইড মিটারের সকল কোড | Electricity Prepaid Meter All Useful Code দেওয়া হয়েছে। আশা করছি আপনাদের কাজে আসবে। প্রি-পেইড মিটারের সকল আলোচনা প্রি-পেইড সেকশনে পাবেন। ধন্যবাদ

4.4/5 - (5 votes)

“বৈদ্যুতিক প্রিপেইড মিটারের সকল কোড | Electricity Prepaid Meter All Useful Code”-এ 4-টি মন্তব্য

মন্তব্য করুন

x