প্রিপেইড মিটার । Prepaid Meter
প্রিপেইড বৈদ্যুতিক মিটার হলো এক ধরনের বিদ্যুৎ পরিমাপক যন্ত্র/ডিভাইস যেখানে বিদ্যুৎ ব্যবহারের পূর্বে টাকা রিচার্জ করতে হয়। এরপরই বিদ্যুৎ ব্যবহার করা যায়। পূর্বে অর্থ প্রদান করে বিদ্যুৎ ব্যবহার করা হয় বলেই এধরনের মিটারকে প্রিপেইড বৈদ্যুতিক মিটার বা প্রিপেইড মিটার বলা হয়।
সূচীপত্র
আমরা সবাই কমবেশি বিদ্যুৎ ব্যবহার করে থাকি সেই সাথে বিদ্যুৎ ব্যবহারের পারমাপক যন্ত্র/ডিভাইস মানে এনার্জি মিটার সম্পর্কে ধারণা রয়েছে। ২০০৭ সালের পূর্বে এনালগ মিটার ব্যবহার হতো পরে আসলো ডিজিটাল মিটার এ গুলো বেসিক মিটার ছিলো শুধু রিডিং দেখা যেত সে অনুযায়ী বিল হতো। বর্তমানে ব্যবহার হচ্ছে প্রিপেমেন্ট মিটার এ ধরনের মিটারের ব্যবহার দিনদিন বেড়ে চলেছে। প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতে হলে ব্যবহারের পূর্বে টাকা রির্চাজ করে তারপর বিদ্যুৎ ব্যবহার করতে হয়।
আজকের নিবন্ধে আমরা প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো।
প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করার কোড সম্পর্কে আমরা গুগলে খুজে থাকি যেমন প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করার নিয়ম, Prepaid Meter Balance Check Code, প্রিপেইড মিটার ব্যালেন্স চেক অনলাইন, প্রিপেইড মিটার ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে চেক করে, নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক,ডেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক উক্ত বিষয় গুলোর সমাধান আজকের নিবন্ধে আপনারা পেয়ে যাবেন।
প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করার কোড
প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করার প্রথম শর্ত রিচার্জ করে টোকেন মিটারে প্রবেশ করানো তখন শুধু মাত্র আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারেবেন। প্রিপেইড মিটারে টাকা/ব্যালেন্স দেখার জন্য নির্দিষ্ট কিছু কোড আছে যার মাধ্যমে টাকা/ব্যালেন্স দেখেতে পারবেন। ব্যালেন্স চেক করার জন্য যে বিশেষ কোড রয়েছে তা মিটার ব্যান্ড অনুসারে কোড ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নিচের ছকে কিছু প্রচলিত মিটারের ব্যালেন্স চেক করার কোড দেওয়া হয়েছেঃ
প্রি পেইড মিটারের বর্তমান ব্যালেন্স দেখতে আপনার মিটারে উপরোক্ত কোড প্রবেশ করিয়ে এন্টার/ওকে বাটন চাপলে টাকা/ব্যালেন্স কত অবশিষ্ট আছে তা দেখতে পারবেন।
প্রিপেইড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স কোড | Prepaid Meter Emergency Balance Code
প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করার সময় মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে অর্থাৎ ইমার্জেন্সি অবস্থায় লোন নেওয়ার যায় উক্ত ব্যালেন্সকে ইমার্জেন্সি ব্যালেন্স বলে। বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান সমূহ ইমার্জেন্সি অবস্থায় মিটারে টাকা শেষ হয়ে গেলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার ব্যবস্থা রেখেছে।আমরা অনেকেই জানি না যে প্রিপেইড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স নেয় কিভাবে। ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য বিশেষ কোড রয়েছে এই মিটার ব্যান্ড অনুসারে কোড ভিন্ন ভিন্ন হয়ে থাকে। নিচের ছকে কিছু প্রচলিত মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স কোড দেখুন এখানে।
প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার | Prepaid Meter Helpline Number
সারা বাংলাদেশে ছয় (০৬) টি বিতরণ প্রতিষ্ঠান আমাদের বিদ্যুৎ বিতরণ করে থাকে । একেক এলাকায় একেক বিতরণ প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবারাহ করে থাকে । আপনি কোন প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার করছেন তা বিদ্যুৎ বিল অথবা রিচার্জ টোকেন থেকে দেখে নিতে পারেন। প্রিপেইড মিটার বা পোষ্ট পেইড মিটার জরুরী প্রয়োজনে যোগাযোগের নাম্বার সমূহ এখানে দেখতে পাবেন।
আশা করছি আজকের টপিক আপনাদের কাজে আসবে। প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করার কোড সমূহ আপনার মিটারের বর্তমান ব্যালেন্স/টাকা দেখতে সাহায্য করেছে। আমাদের টিপস এন্ড ট্রিকস সেকশনে এমন আরো প্রিপেইড মিটারের তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ