সরকারি ছুটির তালিকা ২০২৪ । Bangladesh Public Holidays 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত মন্ত্রিসভা বৈঠকে গত ২৩ অক্টোবর বাংলাদেশ সরকারি ছুটির তালিকা ২০২৪ প্রকাশ করেছে। ২০২৪ সালে বাংলাদেশে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিনের ছুটি থাকবে।তারমধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর ২৬ অক্টোবর বৃহস্পতিবার সরকারি ছুটির তালিকা (Bangladesh Public Holidays) ২০২৪ অনুমোদন দেওয়া হয়।

২০২৪ সালে সরকারি সাধারণ ছুটি ১৪ দিন ও এর মধ্যে ২ দিন শুক্র ও শনিবার। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ৮ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর মধ্যেও একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে মুসলমানদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ৫ দিন ছুটি থাকবে। এছাড়া পার্বত্য নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

সরকারি ছুটির তালিকা,Bangladesh Public Holidays
সরকারি ছুটির তালিকা । Bangladesh Public Holidays

সরকারি ছুটি সম্পর্কে আমরা যা জানতে চাই যেমন,২০২৪ সালের সরকারি ছুটির তালিকা,2024 সালের সরকারি ছুটির তালিকা pdf,সরকারি ছুটির তালিকা 2024,বাংলাদেশ ২০২৪ সালের ছুটির তালিকা,Bangladesh Public Holidays,৩৬৫ দিনের সকল সরকারি বেসরকারি ছুটির তালিকা ২০২৪,সরকারি ক্যালেন্ডার ২০২৪,সরকারি সাধারণ ছুটির তালিকা ২০২৪,নির্বাহী আদেশে ছুটির তালিকা ২০২৪,ঐচ্ছিক ছুটির তালিকা ২০২৪।

সরকারি সাধারণ ছুটির তালিকা ২০২৪ । Bangladesh Public Holidays 2024

২০২৪ সালে সরকারি সাধারণ ছুটি ১৪ দিন ও এর মধ্যে ২ দিন শুক্র ও শনিবার। সরকারি সাধারণ ছুটির তালিকা ২০২৪ নিচে দেওয়া হলোঃ

  • ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
  • ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।
  • ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস।
  • ৫ এপ্রিল জুমাতুল বিদা।
  • ১১ এপ্রিল ঈদুল ফিতর।
  • ১ মে আন্তর্জাতিক মে দিবস।
  • ২২ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)।
  • ১৭ জুন ঈদুল আজহা।
  • ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস।
  • ২৬ অগাস্ট জন্মাষ্টমী।
  • ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী।
  • ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী)।
  • ১৬ ডিসেম্বর বিজয় দিবস।
  • ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

নির্বাহী আদেশে ছুটির তালিকা ২০২৪

বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ৮ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর মধ্যেও একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। নির্বাহী আদেশে ছুটির তালিকাঃ

  • ২৬ ফেব্রুয়ারি শবেবরাত।
  • ৭ এপ্রিল শবেকদর।
  • ১৪ এপ্রিল বাংলা নববর্ষ।
  • ১০ এবং ১২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন।
  • ১৬ এবং ১৮ জুন ঈদুল আজহার আগে ও পরের ২ দিন।
  • ১৭ জুলাই আশুরা।

আরো দেখুনঃ

ঐচ্ছিক ছুটির তালিকা ২০২৪

বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে মুসলমানদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ৫ দিন ছুটি থাকবে। এছাড়া পার্বত্য নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

মুসলিম পর্ব: ৯ ফেব্রুয়ারি শবে মেরাজ, ১৩ এপ্রিল ঈদুল ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন), ১৯ জুন ঈদুল আজহা (ঈদের পরের দ্বিতীয় দিন), ৪ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা এবং ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহাম।

হিন্দু পর্ব: ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ৮ মার্চ শিবরাত্রি ব্রত, ২৫ মার্চ দোলযাত্রা, ৬ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২ অক্টোবর মহালয়া, ১১ ও ১২ অক্টোবর দুর্গাপূজা (অষ্টমী-নবমী), ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৩১ অক্টোবর শ্যামা পূজা।

খ্রিস্টান পর্ব: ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১৪ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২৮ মার্চ পূণ্য বৃহস্পতিবার, ২৯ মার্চ পূণ্য শুক্রবার, ৩০ মার্চ পূণ্য শনিবার, ৩১ মার্চ ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)।

বৌদ্ধ পর্ব: ২৩ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি, ২০ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ১৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা) এবং ১৬ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি: ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

সরকারি ছুটির তালিকা সহ বর্ষপঞ্জী ২০২৪ pdf

Bangladesh-Calendar-2024
সরকারি ছুটির তালিকা সহ বর্ষপঞ্জী

সরকারি ছুটির তালিকা বিষয়ক প্রশ্ন ও উত্তর

২০২৪ সালে সরকারি সাধারণ ছুটি কয়দিন?

২০২৪ সালে সরকারি সাধারণ ছুটি ১৪ দিন ও এর মধ্যে ২ দিন শুক্র ও শনিবার।

২০২৪ সালে নির্বাহী আদেশে ছুটি কতদিন?

বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ৮ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর মধ্যেও একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

২০২৩ সালে ঐচ্ছিক ছুটি কতটি?

বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে মুসলমানদের বিভিন্ন উৎসবের জন্য ঐচ্ছিক ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন এবং বৌদ্ধদের জন্য ৫ দিন ছুটি থাকবে। এছাড়া পার্বত্য নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

প্রিয় পাঠকবৃন্ধ, আশা করছি ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা (Bangladesh Public Holidays) সম্পর্কে জানতে পেরেছেন। সরকারি সকল ছুটি সমূহ মাস অনুযায়ী আমাদের সাইটে পেয়ে যাবেন। প্রতি মাসের ক্যালেন্ডার (বাংলা ইংরেজী ও আরবি) এখানে দেখতে পারেন। ধন্যবাদ

4.8/5 - (11 votes)

মন্তব্য করুন

x