নারজো এন সিরিজের দ্বিতীয় স্মার্টফোন এন৫৩ (Narzo N53) লঞ্চ করলো রিয়েলমি। রিয়েলমি নারজো এন ৫৩ (Narzo N53) মুলত একটি বাজেট রেঞ্জের স্মার্টফোন। রিয়েলমির মতে নারজো এন ৫৩ তাদের পাতলা ফোন গুলোর মধ্যে একটি। বাজেট রেঞ্জের গ্রাহকদের টার্গেট করে নারজো এন ৫৩ বাজারে আসছে রিয়েলমি।
সূচীপত্র
আজকের নিবন্ধে রিয়েলমি নারজো এন ৫৩ (Narzo N53) এর বিস্তারিত বিবরন ও দাম সম্পর্কে আলোচনা করা হবে। রিয়েলমি নারজো এন৫৩ (Narzo N53) সম্পর্কে আমরা যেসব বিষয় জানতে চাই রিয়েলমি নারজো এন ৫৩,Realme Narzo N53,রিয়েলমি নারজো এন ৫৩ এর দাম কত,রিয়েলমি নারজো এন ৫৩ এর ব্যাটারী কত এমএএইচ,রিয়েলমি নারজো এন ৫৩ এর প্রসেসর কোনটি,রিয়েলমি নারজো এন ৫৩ এর ডিসপ্লের সাইজ কত,রিয়েলমি নারজো এন ৫৩ এর র্যাম কত,রিয়েলমি নারজো এন ৫৩ এর ইনবিল্ট স্টোরেজ কত।
রিয়েলমি নারজো এন৫৩ (Narzo N53) এর বিস্তারিত
রিয়েলমি নারজো এন ৫৩ ফোনটির বডি পলিকার্বোনেট দিয়ে তৈরি বাজেট ফোনের জন্য এইটা স্বাভাবিক। দুইটি কালারে পাওয়া যাবে রিয়েলমি নারজো এন ৫৩ (কালো এবং গোল্ড)। নারজো এন ৫৩ এর বডি অনেকটা পাতলা। ফোনটির ওজন প্রায় ১৮২ গ্রাম ও থিকনেস ৭.৪৯ মি.মি.।
রিয়েলমি নারজো এন ৫৩ (Narzo N53) ফোনটিতে আউট অফ বক্স অ্যান্ড্রয়েড ১৩ সাথে রিয়েলমি ইউআই টি এডিশনে চলবে।
রিয়েলমি নারজো এন ৫৩ (Realme Narzo N53) মোবাইলে ২জি, ৩জি, ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে এবং মোবাইলে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন।
রিয়েলমি নারজো এন ৫৩ (Narzo N53) এর দুইটি স্টোরেজ ভ্যারিয়ান্টে পাওয়া যাবে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, অন্যটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেল। নারজো এন ৫৩ ফোনে থাকবে ২ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুবিধা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করে।
নারজো এন ৫৩ (Narzo N53) এ প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক টি৬১২, যা ১২ ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি প্রসেসর। জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি জি-৫৭।
নারজো এন ৫৩ (Narzo N53) এ ব্যাটারী হিসেবে থাকছে ৫০০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারী এবং বক্সে পেয়ে যাবেন ৩৩ ওয়ার্ডের একটি চার্জার । ফোনে থাকছে ইউএসবি টাইপ-সি এর পাশাপাশি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার থাকায় মাত্র ৮৮মিনিটে শূন্য থেকে ফুল চার্জ করা যাবে।
Realme Narzo N53 (নারজো এন ৫৩) মোবাইলের বেক সাইডে দুইটি ক্যামেরা রয়েছে যথাক্রমে ৫০+২ মেগাপিক্সেল। আর ফন্ট সাইডে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফন্ট সাইডে ওয়াটারড্রপ নচ থাকছে। নারজো এন ৫৩ স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেল রেজুলেশনে ভিডিও ধারণ করতে পারবেন।
রিয়েলমি নারজো এন ৫৩ স্মার্টফোনে থাকছে ৬.৭৪ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজ্যুলেশন এইচডি প্লাস, পিক্সেল ৭২০ x ১৬০০ (৩৯০ পিপিআই ডেনসিটি) রয়েছে মাল্টিটাচ সুবিধা রয়েছে। মোবাইল স্ক্রিনে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ১৮০ হার্জ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট রয়েছে।
রিয়েলমি নারজো এন ৫৩ (Realme Narzo N53) স্মার্টফোনে ভালো ও মন্দ দিক
Realme Narzo N53 এর দাম কত।Realme Narzo N53 প্রাইজ ইন বাংলাদেশ
রিয়েলমি নারজো এন৫৩ স্মার্টফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে বাংলাদেশের বাজারে এখনো বের হয়নি তবে শিগ্রই রিয়েলমি দেশে নারজো এন ৫৩ লঞ্চ করবে বলে জানা গেছে।
ইন্ডিয়ার বাজারে রিয়েলমি নারজো এন ৫৩ (Realme Narzo N53) বেস ভ্যারিয়েন্ট ৮,৯৯৯ ভারতীয় রুপি যা বাংলাদেশের বাজারে আনুমানিক ১৪,০০০ টাকার আশেপাশে পাওয়া যাবে।
রিয়েলমি নারজো এন ৫৩ এর প্রশ্ন ও উত্তর
রিয়েলমি নারজো এন ৫৩ এর দাম কত?
বাংলাদেশের বাজারে আনুমানিক ১৪,০০০ টাকার আশেপাশে পাওয়া যাবে।
নারজো এন ৫৩ (Narzo N53) এ কি প্রসেসর ভ্যবহার করা হয়েছে?
নারজো এন ৫৩ (Narzo N53) এ প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক টি৬১২, যা ১২ ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি প্রসেসর। জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি জি-৫৭।
নারজো এন ৫৩ (Narzo N53) এর ব্যাটারী কত mah?
নারজো এন ৫৩ (Narzo N53) এ ব্যাটারী হিসেবে থাকছে ৫০০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারী ।
আশা করছি রিয়েলমি নারজো এন ৫৩ (Realme Narzo N53) ফোনের দাম সহ ফোনের (ডিসপ্লে,প্রসেসর,স্টোরেজ,ব্যাটারী,ক্যামেরা) সকল ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এমন আরো মোবাইলের বাজার মূল্য জানতে আমাদের সাইটটি নিয়মিত দেখতে পারেন। ধন্যবাদ