সৌদি রিয়াল (Saudi Riyal): সৌদি আরবের মূদ্রা রিয়াল (এসএআর)। বিশ্বের শীর্ষ ২০ টি অর্থনীতির (জি ২০) মধ্যে সৌদি আরব একটি । সৌদি আরবের অর্থনিতি তেলের উপর নির্ভরশীল কারণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরিমান পেট্রোলিয়াম মজুদ রয়েছে সৌদি আরবে।
সূচীপত্র
আমরা অনেকেই ভ্রমন বা জীবিকার তাগিদে সৌদি আরবে যাতায়াত করতে হয়। সৌদি আরবে বিনিময় নোটকে রিয়াল বলা হয়। বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীরা ভালো মজুরীর কর্মস্থল বলেই জানেন। আপনাদের কষ্টার্জিত আয়ের টাকা প্রতিনিয়ত দেশে পাঠিয়ে থাকেন। কিন্তু টাকার রেট সৌদি আরব রিয়াল অথবা সৌদি রিয়াল রেট না জানার কারণে অনেক টাকায় মূল্য কম পেয়ে থাকেন।
২০১৮ সালের এক হিসাবে দেখা যায় সৌদি আরবে কর্মরত প্রায় দুই-তৃতীয়াংশ শ্রমিক এবং বেসরকারী খাতে প্রায় ৯০% শ্রমিক বিদেশী ছিলেন ছিলেন। প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক লোক বসবাস, করে তাদের সংখ্যা প্রায় ১.২ মিলিয়ন। সৌদিতে বাংলাদেশীদেরকে বিদেশী কর্মী হিসেবে ধরা হয়।
আজকের নিবন্ধে আমরা জানবো আজকের সৌদি রিয়াল রেট সম্পর্কে। এছাড়াও জানবো সৌদি রিয়াল রেট বাংলাদেশ,১ রিয়াল কত টাকা,সৌদি ১ টাকা বাংলাদেশের কত টাকা,সৌদি টাকার রেট,সৌদি ১ রিয়াল কত টাকা,সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৩,সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত,সৌদি আরবের টাকার মান কত,সৌদি আরবের মুদ্রার নাম কি। একজন সৌদি প্রবাসী হিসেবে উপরের বিষয় গুলো জানা জরূরী।
আজকের সৌদি টাকার রেট
আজ ২২ ডিসেম্বর ২০২৩ সৌদি আরবের এক (১) রিয়াল এর বিনিময় মূল্য বাংলাদেশের টাকায় ২৯ টাকা ২৭ পয়সা। ১ (এক) রিয়াল সৌদি টাকার বিনিময় মূল্য ০.২৭ মার্কিন ডলার ।
আরো দেখুনঃ
- আজকের টাকার রেট (সকল দেশ) । Ajker Takar Rate 2023
- আজকে ওমানের টাকার রেট | ১ রিয়াল = কত টাকা? | Ajke Omaner Takar Rate 2023
- আজকের ডলার রেট | ১ ডলার = কত টাকা? | Dollar to BDT Rate 2023
সৌদি রিয়াল রেট বাংলাদেশ
আজকে সৌদি আরবের ১,১০,১০০ ও ১০০০ রিয়াল সমান বাংলাদেশে মূদ্রার মান অনুযায়ী কত টাকা তা নিচে উল্লেখ করা হলোঃ
- সৌদি ১ (এক) রিয়াল বাংলাদেশে ২৯ টাকা ২৭ পয়সা।
- সৌদি ১০ (দশ) রিয়াল বাংলাদেশে ২৯২ টাকা ৭০ পয়সা।
- সৌদি ১০০ (একশ) রিয়াল বাংলাদেশে ২৯২৯ টাকা।
- সৌদি ১০০০ (এক হাজার ) রিয়াল বাংলাদেশে ২৯২৭০ টাকা।
সৌদি ১ রিয়াল কত টাকা?
আজ ২২ ডিসেম্বর শুক্রবার ২০২৩ সৌদি আরবের টাকার মান অনুযায়ী এক (১) রিয়াল এর বিনিময় মূল্য বাংলাদেশের টাকায় ২৯ টাকা ২৭ পয়সা।
সৌদি আরবের রিয়াল সম্পর্কে প্রশ্ন ও উত্তর
সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৩?
সৌদি আরবের টাকার মান অনুযায়ী এক (১) রিয়াল এর বিনিময় মূল্য বাংলাদেশের টাকায় ২৯ টাকা ২৭ পয়সা।
বর্তমানে কত জন বাংলাদেশী সৌদি আরবে বসবাস করেন?
প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক লোক বসবাস, করে তাদের সংখ্যা প্রায় ১.২ মিলিয়ন।
সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত?
সৌদি ১০০ (একশ) রিয়াল বাংলাদেশের ২৯২৭ টাকা।
সৌদি আরবের মুদ্রার নাম কি?
সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল।
প্রিয় সৌদি প্রবাসী ও বাংলাদেশী ভাই ও বোনেরা, যারা সৌদি আরবের রিয়াল এর বাংলাদেশী টাকার রেট সম্পর্কে জানতে চান আশা করছি আজকের নিবন্ধে সৌদি রিয়াল নিয়ে বিস্তারিত জেনেছেন। আপনাদের কষ্টার্জিত উর্পাজনের টাকা প্রতিনিয়ত দেশে পাঠিয়ে থাকেন। কিন্তু সৌদি টাকার রেট অথবা সৌদি রিয়াল রেট না জানার কারণে অনেক টাকায় মূল্য কম পেয়ে থাকেন আমাদের সাইটে নিয়মিত বিভিন্ন দেশের টাকার রেট সম্পর্কে আপডেট দিয়ে থাকে তাই সহজেই টাকা দেশে পাঠানোর আগে টাকার রেট জেনে তার পর দেশে টাকা পাঠাতে পারেন। ধন্যবাদ