সিমের নাম্বার দেখার কোড । ভুলে যাওয়া সিমের নাম্বার বের করার কোড । Sim Number Check Code

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

আমরা কমবেশি সবাই বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করে থাকি সেই সাথে কথা বলা,এসএমএস বা ইন্টারনেটGrameenphone Prime: গ্রামীণফোন প্রাইম সিমের সকল বান্ডেল প্যাকেজ ব্যবহারের জন্য সিম কার্ড ব্যবহার করি। মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে সিম কার্ড একটি গুরুত্বপূর্ন জিনিষ। বাংলাদেশে সর্বমোট ০৫ টি মোবাইল সিম কার্ড অপারেটর রয়েছে । সেগুলো যথাক্রমে গ্রামীণফোন,বাংলালিংক,রবি,এয়ারটেলটেলিটক

sim-number-check-code,সিমের নাম্বার দেখার কোড । ভুলে যাওয়া সিমের নাম্বার
সিমের নাম্বার দেখার কোড । ভুলে যাওয়া সিমের নাম্বার

কেন নাম্বার চেক করার কোড জানতে হবে?

প্রত্যেকটি সিম কার্ড অপারেটরের নির্দিষ্ট নাম্বার কোড আছে এমনকি প্রত্যেক সিমের একটি করে ইউনিক নাম্বার থাকে। মোবাইল ফোন ব্যবহারের স্বার্থে এক বা একাধিক সিম কার্ড নিয়ে থাকি আমরা অনেকেই। সিম কার্ড অপারেটদের নানারকম বিজ্ঞাপন এবং অফারের কারণে প্রতিদিন নতুন নতুন সিম কার্ড বিক্রি হচ্ছে যার অধিকাংশ ক্রেতারই পূর্বে থেকেও সিম রয়েছে। আমরা অনেকেই একাধিক সিম ব্যবহার করতে গিয়ে মাঝে মধ্যে নিজের সিম কার্ডের নাম্বারই ভুলে যাই। সেই সিমের নাম্বার দেখার উপায় যদি আমাদের না জানা থাকে তাহলে ভোগান্তির শেষ নাই।

আজকের নিবন্ধে আমরা জানবো কিভাবে সহজে সিমের নাম্বার বের করা যায়। এছাড়া আমরা গুগলে যে সকল বিষয় খুঁজে থাকি সিমের নাম্বার দেখার কোড,ভুলে যাওয়া সিমের নাম্বার বের করার নিয়ম,কিভাবে রবি সিমের নাম্বার বের করা যায়,কিভাবে গ্রামীন সিমের নাম্বার বের করা যায়,বাংলালিংক নাম্বার চেক,কিভাবে টেলিটক সিমের নাম্বার বের করা যায়,কিভাবে এয়ারটেল অথবা বাংলালিংক সিমের নাম্বার বের করা যায়,সকল সিমের নাম্বার দেখার নিয়ম ২০২৪,বাংলালিংক, গ্রামীনফোন, রবি, এয়ারটেল ও টেলিটক সিমের নাম্বার দেখার কোড, রবি সিমের নাম্বার চেক, টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম,বাংলালিংক সিমের নাম্বার চেক, গ্রামীন সিমের নাম্বার দেখার নিয়ম, এয়ারটেল সিমের নাম্বার দেখার নিয়ম,sim number check code।

সকল সিমের নাম্বার দেখার কোড

সিম কার্ডের নাম্বার বের করার জন্য ইউএসএসডি কোড ব্যবহার করতে হয়। প্রত্যেক সিম অপারেটর তাদের সিম কার্ডের নাম্বার বের করার জন্য নির্দিষ্ট ইউএসএসডি কোড রেখেছে। সেই কোড গুলো ব্যবহার করেই আমরা সিম কার্ড অথবা মোবাইল এর নাম্বার বের করতে পারি। নিচে সিম কার্ড অপারেটর অনুযায়ী নাম্বার দেখার কোড দেওয়া হয়েছে।

গ্রামীণফোন সিমের নাম্বার বের করার নিয়ম

গ্রামীণফোন মোবাইল নেটওর্য়াক এর সিম কার্ডের নাম্বার বের করার জন্য 2# বা 1118 কোড মোবাইলে ডায়াল করতে হবে। ডায়াল করার সাথে সাথেই মোবাইল স্ক্রিনে একটি পপআপ ম্যাসেজের মাধ্যমে আপনার ব্যববাংলালিংক ট্যুরিস্ট সিম । Banglalink Tourist Sim নিয়ে এসেছে দারুন সব প্যাকেজহৃত মোবাইল নাম্বার বা সিম কাড দেখাবে। এভাবেই আপনি গ্রামীণফোনের ভুলে যাওয়া সিমের নাম্বার দেখতে পারবেন।

বাংলালিংক সিমের নাম্বার বের করার উপায়

বাংলালিংক মোবাইল নেটওর্য়াক এর সিম কার্ডের নাম্বার বের করার জন্য *511# কোড মোবাইলে ডায়াল করতে হবে। ডায়াল করার সাথে সাথেই মোবাইল স্ক্রিনে একটি পপআপ ম্যাসেজের মাধ্যমে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার বা সিম কাড দেখাবে। এই উপায়ে আপনি বাংলালিংক ভুলে যাওয়া সিমের নাম্বার দেখতে পারবেন।

রবি সিমের নাম্বার বের করার পদ্ধতি

রবি মোবাইল নেটওর্য়াক এর সিম কার্ডের নাম্বার বের করার জন্য *2# কোড মোবাইলে ডায়াল করতে হবে। ডায়াল করার সাথে সাথেই মোবাইল স্ক্রিনে একটি পপআপ ম্যাসেজের মাধ্যমে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার বা সিম কাড দেখাবে। এই পদ্ধতিতে আপনি রবি ভুলে যাওয়া সিমের নাম্বার দেখতে পারবেন।

এয়ারটেল সিমের নাম্বার বের করার কোড

এয়ারটেল মোবাইল নেটওর্য়াক এর সিম কার্ডের নাম্বার বের করার জন্য *2# কোড মোবাইলে ডায়াল করতে হবে। ডায়াল করার সাথে সাথেই মোবাইল স্ক্রিনে একটি পপআপ ম্যাসেজের মাধ্যমে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার বা সিম কাড দেখাবে। এই পদ্ধতিতে আপনি রবি ভুলে যাওয়া সিমের নাম্বার দেখতে পারবেন।

টেলিটক সিমের নাম্বার চেক করার নিয়ম

টেলিটক মোবাইল নেটওর্য়াক এর সিম কার্ডের নাম্বার চেক করার জন্য *551# কোড মোবাইলে ডায়াল করতে হবে। ডায়াল করার সাথে সাথেই মোবাইল স্ক্রিনে একটি পপআপ ম্যাসেজের মাধ্যমে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার বা সিম কাড দেখাবে। এই পদ্ধতিতে আপনি রবি ভুলে যাওয়া সিমের নাম্বার দেখতে পারবেন।

সিমের নাম্বার বের করার কোড বিষয়ক প্রশ্ন ও উত্তর

গ্রামীণফোন সিমের নাম্বার বের করার কোড কত?

গ্রামীণফোন সিমের নাম্বার চেক করার কোড *2#।

বাংলালিংক সিমের নাম্বার চেক কোড কত?

বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড *511#।

রবি সিমের নাম্বার বের করার কোড?

রবি সিমের নাম্বার চেক করার কোড *2#।

এয়ারটেল সিমের নাম্বার বের করার কোড?

এয়ারটেল সিমের নাম্বার চেক করার কোড ‎*2 #‎।

টেলিটক সিমের নাম্বার চেক কোড?

টেলিটক সিমের নাম্বার চেক করার কোড *551#।

আশা করছি বাংলাদেশের সকল সিমের নাম্বার দেখার বা বের করার কোডে উপরে পেয়ে গেছেন। এমন আরো প্রয়োজনীয় টিপস এন্ড ট্রিকস দেখতে আমাদের সাইট নিয়মিট ভিজিট করার জন্য আমন্ত্রন রইলো। ধন্যবাদ

5/5 - (6 votes)

“সিমের নাম্বার দেখার কোড । ভুলে যাওয়া সিমের নাম্বার বের করার কোড । Sim Number Check Code”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন

x