প্রিয় পাঠকবৃন্ধ, আজকের নিবন্ধে আমরা সরকারি চাকরিজীবীদের বিভিন্ন প্রকার ছুটি ও মেয়াদকাল সম্পর্কে আলোচনা করবো। একজন সরকারি কর্মচারীর সরকারি ছুটির বিধিমালা জেনে রাখা জরুরী কারণ কখন কি ছুটি নিতে হবে। সরকারি কর্মচারী চাকরিকালীন সময়ে তাঁর ছুটি সংক্রান্ত বিধি বিধান সম্পর্কে ধারনা রাখা অত্যাবশ্যক। নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ অনুসারে, বিভিন্ন প্রকারের ছুটি, ছুটির মেয়াদকাল নিচে আলোচনা করা হবে।
সূচীপত্র
অনেকেই সরকারি চাকরিজীবীদের বিভিন্ন প্রকার ছুটি ও মেয়াদকাল সম্পর্কে জানতে চেয়েছেন সেজন্যই আজকের এই সরকারি ছুটি বিষয়ক নিবন্ধটি সাজানো হয়েছে। এছাড়াও সরকারি চাকরিজীবীদের ছুটি সম্পর্কে আমরা যেসকল বিষয় খুজেঁ থাকি- সরকারি চাকরিতে বিভিন্ন ছুটির মেয়াদ,বিভিন্ন প্রকার সরকারি ছুটির কারণ ও মেয়াদকাল,সরকারি ছুটি বিধিমালা,সরকারি চাকরির বিভিন্ন ছুটির বিধান,সরকারি চাকরির বিভিন্ন ছুটির নিয়ম,নৈমিত্তিক ছুটি বিধিমালা,সিএল ছুটির নিয়ম,সরকারি কর্মচারীদের ছুটি বিধি,সরকারি চাকরিজীবীদের ছুটির প্রকার ইত্যাদি।
সরকারি চাকরিজীবীদের বিভিন্ন প্রকার ছুটি ও মেয়াদকাল
বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীদের বিভিন্ন মেয়াদে ছুটির বিধান রয়েছে। নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ অনুসারে সর্বমোট ১২ রকমের ছুটির বিধান রয়েছে। নিচে ১২ প্রকার সরকারি চাকরিজীবীদের ছুটি ও মেয়াদকাল সম্পর্কে আলোচনা করা হয়েছেঃ
গড় বেতনে অর্জিত ছুটি/ ইএল ছুটি
সরকারি চাকরিজীবীদের ছুটি বিধিমালা ১৯৫৯ এর ৩(১) (i) নং বিধিমতে একজন সরকারি কর্মচারী কর্মকালীন সময়ের প্রতি ১১ দিনের জন্য ১ দিন হিসাবে গড় বেতনে ছুটি অর্জিত হবে। অর্থাৎ সে হিসাবে ছুটি অর্জনের হার হইবে কর্মকালীন সময়ের ১/১১। চাকরিতে যোগদানের পর থেকেই এই ছুটি অর্জন হতে থাকবে।
গড় বেতনে অর্জিত ছুটি/ ইএল ছুটি চার মাস ছুটি কাটানো যায় ছুটি প্রাপ্তি সাপেক্ষে তবে, চার মাসের অতিরিক্ত ছুটি ভোগের ক্ষেত্রে এই সীমা ছয় মাসে বর্ধিত করা যাইবে ।
অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি
কর্মকালীন সময়ের ১২ ভাগের ১ ভাগ হারে অর্ধ গড় বেতনে ছুটি অর্জিত হইবে এবং অর্ধ গড় বেতনে ছুটি সীমাহীনভাবে জমা হতে থাকবে।
অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি এক (০১) বছর ছুটি কাটানো যায় তবে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে দুই বছর পর্যন্ত ছুটি নেওয়া যাবে।
আরো দেখুনঃ
- ৬৪ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট । 64 Zila of Bangladesh
- এক নজরে বাংলাদেশ | Bangladesh At a Glance
- সরকারি ছুটির তালিকা । পাবলিক হলিডে
অসাধারন ছুটি
যখন কোন সরকারি কর্মচারীর অন্য কোন ছুটি পাওনা থাকে না তখন শুধুমাত্র অস্বাভাবিক ছুটির জন্য আবেদন করা যায়।অসাধারণ ছুটির মেয়াদ একনাগাড়ে তিন মাস ছুটি নেওয়া যায় তবে স্বাস্থ্যগত সমস্যা থাকলে সবোর্চ্চ এক (০১) বছর পর্যন্ত নেওয়া যাবে।
অক্ষমতা জনিত ছুটি
কোন সরকারী কর্মচারী দায়িত্ব পালনকালে আহত হয়ে অক্ষম হলে সেক্ষেত্রে বিশেষ অক্ষমতা জনিত ছুটি নিতে পারবে। সরকারী কর্মচারীরা প্রয়োজনে এই ছুটি একাধিকবার নিতে পারে। অক্ষমতা জনিত ছুটির ক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে অথবা সর্বোচ্চ দুই (০২) বছর ছুটি কাটাতে পারবেন।
অধ্যয়ন ছুটি
সংগনিরোধ ছুটি
প্রসূতি/মাতৃত্বকালীন ছুটি
নারী কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ১৬ সপ্তাহ (১১২ দিন)। এই ছুটি প্রসবের আগে আট সপ্তাহ ও পরে আট সপ্তাহ নেওয়ার বিষয়ে ভাগ করা ছিল। এটিকে এখন সব মিলিয়ে ১২০ দিন করা হয়েছে। এটি প্রসূতি তাঁর সুবিধামতো সময়ে নিতে পারবেন।
চিকিৎসালয় ছুটি
প্রাপ্যতাবিহীন ছুটি
এলপিআর এর ক্ষেত্র ব্যতীত একজন স্থায়ী সরকারী কর্মচারীকে সমগ্র চাকুরীর জীবনে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে সর্বোচ্চ বার মাস এবং মেডিকেল সার্টিফিকেট ব্যতীত সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অর্ধ গড় বেতনে প্রাপ্যতাবিহীন ছুটি নিতে পারবেন।
অবসর প্রস্তুতি ছুটি/পিআরএল ছুটি
PRL = Post Retirement Leave (অবসরোত্তর ছুটি) পদ্ধতিতে ছুটি জমা থাকা স্বাপেক্ষে সর্বোচ্চ ১ বছরের ছুটি এবং সর্বোচ্চ ১৮ মাসের নগদায়নের সুযোগ রাখা হয়েছে। তাছাড়াও পিআরএল অবস্থায় অন্য যে কোন চাকুরিতে যোগদান বা সরকারি কোন পদে চুক্তিভিত্বিক পদায়নের সুযোগ রাখা হয়েছে। তবে চুক্তিভিত্বিক নিয়োগে ছুটি বাতিল স্বাপেক্ষে যোগদান করতে হয়। উভয় ক্ষেত্রে ছুটি বলতে অর্জিত ছুটি বোঝানো হয়েছে। ১২ মাস মুল বেতন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পাবেন। যদি শিক্ষা ভাতা চালু থাকবে তাও পাবেন। আর ১৮ মাসের মুল বেতন এর সমপরিমাণ অর্থ গ্রহণ করা যায়।
নৈমিত্তিক ছুটি/সিএল ছুটি
সরকারি কর্মচারীরা বছরে ২০ দিন নৈমিত্তিক ছুটি ভোগ করে থাকেন। আসলে নৈমিত্তিক ছুটি কোন ছুটিই নয়। নৈমিত্তিক ছুটি কালীন সময়কে কর্মরত কাল হিসাবেই গন্য করা হয়। সর্বোচ্চ ১০ দিন ছুটি এক সাথে ভোগ করা যাবে। এর বেশি প্রয়োজন হলে অর্জিত ছুটি নিতে হবে।
শ্রান্তি বিনোদন ছুটি
সরকারি চাকরিজীবীদের ছুটি ও মেয়াদকাল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
গড় বেতনে অর্জিত ছুটি/ ইএল ছুটি কত দিন?
গড় বেতনে অর্জিত ছুটি/ ইএল ছুটি চার মাস ছুটি কাটানো যায় ছুটি প্রাপ্তি সাপেক্ষে তবে, চার মাসের অতিরিক্ত ছুটি ভোগের ক্ষেত্রে এই সীমা ছয় মাসে বর্ধিত করা যাইবে ।
অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি কত দিন?
অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি এক (০১) বছর ছুটি কাটানো যায় তবে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে দুই বছর পর্যন্ত ছুটি নেওয়া যাবে।
অসাধারন ছুটি কত দিন?
অসাধারণ ছুটির মেয়াদ একনাগাড়ে তিন মাস ছুটি নেওয়া যায় তবে স্বাস্থ্যগত সমস্যা থাকলে সবোর্চ্চ এক (০১) বছর পর্যন্ত নেওয়া যাবে।
অক্ষমতা জনিত ছুটি কত দিন?
অক্ষমতা জনিত ছুটির ক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে অথবা সর্বোচ্চ দুই (০২) বছর ছুটি কাটাতে পারবেন।
প্রিয় পাঠক, আশা করছি আজকের সরকারি চাকরিজীবীদের ছুটি ও মেয়াদকাল সম্পর্কিত আলোচনা আপনাদের চাকরির ক্ষেত্রে কাজে আসবে। নিবন্ধটি ভালো লাগলে শেয়ার করে আপনার টাইমনলাইনে রেখে দিতে পারেন। এমন আরো প্রয়োজনীয় তথ্য জানতে আমাদের সাইটের সাধারন জ্ঞান সেকশনে দেখে নিতে পারেন। ধন্যবাদ
Very Good