প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত ১৩ মে সোমবার ২০২৪ তারিখে প্রকাশ হয়েছে। এর মধ্যে সবাই নিজেদের পরীক্ষার ফলাফল দেখে নিয়েছেন ও সাথে মার্কশীট ও পেয়ে গেছেন। ফলাফল পেয়ে অনেকে পরীক্ষা দেওয়ার পর প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট হতে পারছেন না তাদের জন্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ/এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সূচীপত্র
আজকের নিবন্ধে আমরা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ (SSC BOARD CHALLENGE) 2024 ও কিভাবে এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ পদ্ধতি ও ফলাফল পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত জানবো। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার বিষয়ে আমরা যে বিষয় গুলো খুজে থাকি এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৪ কবে দিবে,এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল (উত্তরপত্র) পুনঃনিরীক্ষণ তারিখ,এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের নিয়ম ও ফি,এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ পদ্ধতি,এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে কত টাকা লাগে,এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফলাফল,এসএসসি বোর্ড চ্যালেন্জ 2024 নিয়ম,বোর্ড চ্যালেঞ্জ ২০২৪,এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪ করার নিয়ম,এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪ করতে কত টাকা খরচ হয় ।
এসএসসি বোর্ড চ্যালেন্জ 2024 (SSC BOARD CHALLENGE)
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত ১২ মে ২০২৪ তারিখে প্রকাশ হওয়ার পর সকলেই এসএসসি রেজাল্ট চেক করে নিয়েছেন। যারা আশানুরূপ ফল পাননি তারা বা পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন কিংবা কিছু নম্বরের জন্য ভালো ফলাফল করতে পারেননি তাদের মধ্যে অনেকেই এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃ নিরক্ষন বা এসএসসি বোর্ড চ্যালেন্জ করতে চাচ্ছেন কিন্তু নিয়ম কি তা জানেন না। এসএসসি বোর্ড চ্যালেন্জ কিভাবে করতে হয় তা এই নিবন্ধে বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে।
এক নজরে এসএসসি বোর্ড চ্যালেন্জ 2023 এর টাইমলাইন
পরীক্ষার নামঃ এসএসসি ও সমমান পরীক্ষা। |
ফলাফলের নামঃ এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৪। |
আবেদন শুরুর তারিখঃ ১৩ মে ২০২৪। |
আবেদনের শেষ তারিখঃ ১৯ মে ২০২৪। |
আবেদনের মাধ্যমঃ এসএমএস। |
বোর্ডের নামঃ যশোর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, কারিগরি, মাদ্রাসা। |
ফলাফল প্রকাশের তারিখঃ |
এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ পদ্ধতি । এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
যারা ভাবছেন এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করবেন কিন্তু কিভাবে করেন জানেন না। পুনঃ নিরক্ষন মানে আপনার এসএসসির উত্তর পত্র পূনরায় দেখা হবে কোন ভূল ত্রুটি হয়েছে কিনা। এসএসসির উত্তর পত্র পুনঃ নিরক্ষনের পর অনেকেই সন্তুষ্ট হয় আবার অনেকের নাম্বার কমেও যায়।
এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা এসএসসি বোর্ড চ্যালেন্জ করার জন্য একজন শিক্ষার্থীদেরকে টেলিটক সিমের মাধ্যমে একটি মেসেজ করে আবেদন করতে হবে। কিভাবে এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা এসএসসি বোর্ড চ্যালেন্জ করতে হয় তা নিচে দেওয়া হলোঃ
RSC_DHA_ROLL NUMBER_SUBJECT CODE লিখে টেলিটক সিমের মাধ্যমে এসএমএস পাঠাতে হবে ১৬২২২ এই নাম্বারে।
মেসেজ অপশনে গিয়ে প্রথমে RSC লিখতে হবে তারপর স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর বড় হাতের দিতে হবে। তারপর যথাক্রমে রোল নম্বর এবং বিষয় কোড বসাতে হবে (বিষয় বেশি হলে কমা দিয়ে লিখতে হাবে)। আর এসএমএসটি পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
ফিরতি এসএমএসে আপনার থেকে কত টাকা কেটে নেওয়া হবে তার একটি মেসেজ আসবে। সে সাথে থাকবে একটি পিন নম্বর। এরপর আপনাকে আবার একটি এসএমএস পাঠাতে হবে। কিভাবে এসএমএস পাঠাবেন তা নিচে দেওয়া হল।
RSC_YES_PIN NUMBER আর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
সকল শিক্ষা বোর্ডের নামের শর্টকোড
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের শর্টকোড সমূহ নিচে দেওয়া হলোঃ
DHA – ঢাকা বোর্ড
COM – কুমিল্লা বোর্ড
CHI – চট্রগাম
RAJ – রাজশাহী বোর্ড
JES – জশোর বোর্ড
BAR – বরিশাল বোর্ড
SYL – সিলেট বোর্ড
DIN – দিনাজপুর বোর্ড
TEC – টেকনিক্যাল বোর্ড
MAD – মাদ্রাসা বোর্ড
এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে কত টাকা লাগে
এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা এসএসসি বোর্ড চ্যালেন্জ করতে প্রতি বিষয়ে ১২৫/- টাকা করে লাগবে। এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা এসএসসি বোর্ড চ্যালেন্জ ফি প্রদান করতে অবশ্যই টেলিটক সিম ব্যবহার করতে হবে। টেলিটক সিম ব্যতীত কোন আবেদন গ্রহনযোগ্য হবে না।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪ করতে কত টাকা খরচ হয়
এসএসসি বোর্ড চ্যালেন্জ করতে প্রতি বিষয়ে ১২৫/- টাকা ফি লাগবে যদি দুইটি বিষয়ে বোর্ড করতে হয় তবে লাগবে ২৫০/- টাকা এভাবে প্রতি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে ১২৫/- টাকা লাগবে এবং অবশ্যই টেলিটক সিম ব্যবহার করতে হবে। টেলিটক সিম ব্যতীত কোন আবেদন গ্রহনযোগ্য হবে না।
এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফলাফল কবে দিবে
এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের শুরুর সময় হচ্ছে ২৯ জুলাই ২০২৩ এবং আবেদনের শেষ সময় হচ্ছে ৪ আগস্ট ২০২৩। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২৮ আগস্ট ২০২৩ (এর মধ্যে) এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এসএসসি পরীক্ষার গ্রেডিং সিস্টেম ও গ্রেড পয়েন্ট
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ৫ পয়েন্টে গ্রেডিং সিস্টেম ও গ্রেড পয়েন্ট সমূহ নিচে উল্লেখ করা হলোঃ
প্রাপ্ত নাম্বার | গ্রেড পয়েন্ট | লেটার গ্রেড |
৮০-১০০ | ৫.০০ | A+ |
৭০-৭৯ | ৪.০০ | A |
৬০-৬৯ | ৩.৫০ | A- |
৫০-৫৯ | ৩.০০ | B |
৪০-৪৯ | ২.০০ | C |
৩৩-৩৯ | ১.০০ | D |
০-৩২ | ০.০০ | F |
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
এসএসসি বোর্ড চ্যালেন্জ কবে থেকে আবেদন করা যাবে?
এসএসসি বোর্ড চ্যালেন্জ আবেদন শুরুর তারিখ ২৯ জুলাই ২০২৩।
এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ফলাফল কবে দিবে?
২৮ আগস্ট ২০২৩ (এর মধ্যে) এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪ করতে কত টাকা খরচ হয়?
এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা এসএসসি বোর্ড চ্যালেন্জ করতে প্রতি বিষয়ে ১২৫/- টাকা খরচ লাগবে।
এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে কত টাকা লাগে?
এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা এসএসসি বোর্ড চ্যালেন্জ করতে প্রতি বিষয়ে ১২৫/- টাকা খরচ লাগবে।
এসএসসি বোর্ড চ্যালেন্জ আবেদনের শেষ তারিখ কবে?
এসএসসি বোর্ড চ্যালেন্জ আবেদনের শেষ তারিখ ০৪ আগস্ট ২০২৩।
প্রিয় পাঠকবৃন্ধ, আশা করছি এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ও এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ পদ্ধতি ও ফলাফল 2024 সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। এ বিষবে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এমন আরো শিক্ষা বিষয়ক তথ্য পেতে আমাদের সাইটটি নিয়মিত দেখতে পারেন। ধন্যবাদ