টেকনো বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। টেকনো মোবাইল ব্যান্ডটি ২০১৭ সালে বাংলাদেশ তাদের কার্যক্রম শুরু করে। টেকনো বাংলাদেশের বাজারে অফিসিয়ালি কম দামে আরেকটি এন্ট্রি লেভেলের বাজেট ফোন নিয়ে এসেছে। নতুন মডেলটির নাম টেকনো স্পার্ক গো (Tecno Spark Go)।
সূচীপত্র
আজকে আমরা টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন (ডিসপ্লে,প্রসেসর,ক্যামেরা,র্যাম,ব্যাটারী) ভালো ও মন্দ দিক সম্পর্কে বিস্তারিত জানবো।
টেকনো স্পার্ক গো ২০২৩
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ স্মার্টফোনের বিস্তারিত স্পেসিফিকেশন (ডিসপ্লে,প্রসেসর,ক্যামেরা,র্যাম,ব্যাটারী)।
ডিজাইন ও ডিসপ্লেঃ টেকনো স্পার্ক গো ২০২৩ মোবাইলের ডিজাইনটি বেশ সুন্দর বুঝায় যায় না যে স্পার্ক গো ফোনটি একটি এন্ট্রি লেভেলের ফোন । টেকনো স্পার্ক গো বডি পলিকার্বোনেট দিয়ে বিল্ড করা হয়েছে। টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ ফোনটিতে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস (HD+ ৭২০ x ১৬০০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে। আর ফ্রন্টে থাকছে নচ। টেকনো স্পার্ক গো কালো, নেবুলা বেগুনি, ইউনি ব্লু এই ৪ টি কালারে পাওয়া যাচ্ছে। ফোনটিতে একটি ব্যাক মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে সিকিউরিটির জন্য।
প্রসেসর ও ব্যাটারিঃ টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ কোয়াড-কোর, 2.0 GHz প্রসেসর ও জিপিইউ হিসেবে থাকছে পাওয়ারভিআর GE8320। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার হয়েছে ৫০০০ mAh লিথিয়াম-পলিমার ব্যাটারী সাথে থাকছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো স্পার্ক গো ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১২।
ক্যামেরাঃ ক্যামেরা একটি স্মার্ট ফোনের গুরুত্বপূর্ন অংশ। টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ ফোনটিতে ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটাপ ও সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৫ মেগাপিক্সেল QVGA ক্যামেরা। এতে এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে।
স্টোরেজ ও র্যামঃ টেকনো স্পার্ক গো ২০২৩ ফোনটিতে ৪ জিবি র্যাম এর সাথে থাকছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও থাকছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট।
এক নজরে টেকনো স্পার্ক গো (Tecno Spark Go)
ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস (HD+ ৭২০ x ১৬০০ পিক্সেল) আইপিএস এলসিডি |
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২২ |
র্যামঃ ৪ জিবি |
স্টোরেজঃ ৬৪ জিবি |
প্রাইমারি ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা |
ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল |
ব্যাটারিঃ ৫০০০ mAh লিথিয়াম-পলিমার ব্যাটারী |
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) এর ভালো ও মন্দ দিক
স্পার্ক গো এর ভালো দিক | স্পার্ক গো এর মন্দ দিক |
৬.৬ ইঞ্চির ডিসপ্লে | ডিসপ্লে প্রটেকশন নেই |
স্টাইলিশ ডিজাইন | স্লো কোয়াড-কোর CPU |
৫০০০ mAh লিথিয়াম-পলিমার ব্যাটারী | কম পারফরম্যান্স চিপসেট |
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ মোবাইলের দাম
বাংলাদেশের বাজারে টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ ফোনটির একটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ মাত্র ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে হিসেবে ফোনটি পাওয়া যাবে।
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ এর দাম ১১,৯৯০ টাকা।
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) প্রশ্ন ও উত্তর
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ মোবাইলটি কবে লঞ্চ হয়েছে?
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ মোবাইলটি লঞ্চ হয়েছে ২৪ শে জানুয়ারি ২০২৩।
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ ফোনটিতে কি প্রসেসর ব্যবহার করা হয়েছে?
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ কোয়াড-কোর, 2.0 GHz প্রসেসর ও জিপিইউ হিসেবে থাকছে পাওয়ারভিআর GE8320।
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ মোবাইল কিকি কালালে পাওয়া যাবে?
টেকনো স্পার্ক গো কালো, নেবুলা বেগুনি, ইউনি ব্লু এই ৪ টি কালারে পাওয়া যাচ্ছে।
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ মোবাইলের দাম কত?
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ এর দাম ১১,৯৯০ টাকা।
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ ফোনে র্যাম ও রম কত জিবি?
টেকনো স্পার্ক গো ২০২৩ ফোনটিতে ৪ জিবি র্যাম এর সাথে থাকছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও থাকছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট।
টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ ফোনের ব্যাটারি কত mAh?
ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার হয়েছে ৫০০০ mAh লিথিয়াম-পলিমার ব্যাটারী সাথে থাকছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
আশা করছি টেকনো ব্যান্ডের স্পার্ক গো (Tecno Spark Go) ফোনটি সম্পর্কে বিস্তারিত জানেতে পেরেছেন। এন্ট্রি লেভেলের বাজেট ফোন হিসেবে টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ ফোনটি বাজরের এই রেঞ্জের অন্য সকল ফোনকে টেক্কা দিতে পারবে। আপনি যদি টেকনো স্পার্ক গো (Tecno Spark Go) ২০২৩ ফোনটি নিচে চান তবে দাম যাচাই করেই তারপর নিবেন। ধন্যবাদ