তারিখ (বাংলা ইংরেজি আরবি)
আমাদের প্রতিদিনের কাজ সম্পন্ন করার জন্য তারিখ,সময়,বার জেনে নিতে হয়। সে জন্য ক্যালেন্ডার দেখে তারিখ নির্ধারন করতে হয়। আমরা অনেকে গুগলে তারিখ,সময়,বার জানতে খুজে করে থাকি। তাছাড়া ইংরেজী মাসের নাম তারিখ জানা থাকলেও বাংলা বা আরবি মাসের নাম অথবা বারের নাম জানা থাকে না বা জানান প্রয়োজন পরে।
সূচীপত্র
আজকের নিবন্ধে বাংলা,ইংরেজী ও আরবি মাসের নাম,বারের নাম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো। আজকে আপনারা বাংলা আরবি ও ইংরেজি ২০২৫ তারিখ,বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার ২০২৫,আজকের তারিখ বাংলা ২০২৫,বাংলা ক্যালেন্ডার ২০২৫,ইংরেজী ক্যালেন্ডার ২০২৫,আরবি ক্যালেন্ডার ২০২৫,Today Date 2025,Ajker Tarikh 2025 জানতে পারবেন।
আজকের তারিখ কত (বাংলা,ইংরেজি,আরবি) | Ajker Tarikh 2025
এখন কোন ঋতু চলছে | বসন্ত |
আজকে কি বার | শুক্রবার |
আজকের বাংলা তারিখ | ০৭ চৈত্র ,১৪৩১ বঙ্গাব্দ |
আজকের ইংরেজি তারিখ | ২১ মার্চ, ২০২৫ ইংরেজি |
আজকের আরবি তারিখ | ২০ রমজান, ১৪৪৬ হিজরি |
আজকের নিবন্ধে যেসকল বিষয়ে তথ্য উপস্থাপন করা হবে৭
- আজকের তারিখ (বাংলা ইংরেজি আরবি)।
- বাংলা মাসের নাম।
- বাংলা মাসের বারের নাম।
- ইংরেজী মাসের নাম।
- ইংরেজী বারের নাম।
- আরবি মাসের নাম।
- আরবি মাসের বারের নাম।
- বাংলা,ইংরেজি,আরবি মাসের ক্যালেন্ডার।
বাংলা মাসের নাম
বাংলাদেশের অবস্থানরত সকল বাঙ্গালী হিসাবে বাংলা মাসের তারিখ জানা অতীব জরুরী। বিভিন্ন অফিসিয়াল কাজে বাংলা মাসের নাম জানা দরকার হয়। এমনকি জমিতে চাষাবাদের ক্ষেত্রে বাংলা তারিখ এর ব্যবহার করেন কৃষকরা। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১২ টি মাস মিলিয়ে এক বছর হয়। নিচে বাংলা ১২ মাসের নাম ছকে উল্লেখ করা হয়েছে।
- বৈশাখ।
- জ্যৈষ্ঠ মাস।
- আষাঢ়।
- শ্রাবণ।
- ভাদ্র।
- আশ্বিন।
- কার্তিক।
- অগ্রাহায়ণ।
- পৌষ।
- মাঘ।
- ফাল্গুন।
- চৈএ।
বাংলা মাসের বারের নাম
বাংলা মাসের ক্যালেন্ডার অনুযায়ী ৭ দিনে একটি সপ্তাহ হয়। নিচে ৭ দিনের নাম দেওয়া হয়েছে।
- শনিবার।
- রবিবার।
- সোমবার।
- মঙ্গলবার।
- বুধবার।
- বৃহস্পতিবার।
- শুক্রবার।
বাংলা ছয় ঋতুর নাম
বাংলাদেশে ছয়টি ঋতুর প্রতিটি ঋতুর মেয়াদ দুই মাস হয়। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর উপর ভিত্তি করে ৬টি ঋতুতে ভাগ করা হয়েছে।
- গ্রীষ্মকাল।
- বর্ষাকাল।
- শরৎকাল।
- হেমন্তকাল।
- শীতকাল।
- বসন্তকাল।
বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী ৬টি ঋতুর নাম
বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী ৬টি ঋতু রয়েছে। প্রতি দুই মাসে একটি ঋতুর আর্বিভাব ঘটে। নিচে তার বিবরণ ছক আকারে দেয়া হলোঃ-
ঋতুর নাম | শুরু | শেষ | বাংলা মাসের নাম |
গ্রীষ্ম | মধ্য-এপ্রিল | মধ্য-জুন | বৈশাখ, জ্যৈষ্ঠ |
বর্ষা | মধ্য-জুন | মধ্য-আগস্ট | আষাঢ়, শ্রাবণ |
শরৎ | মধ্য-আগস্ট | মধ্য-অক্টোবর | ভাদ্র, আশ্বিন |
হেমন্ত | মধ্য-অক্টোবর | মধ্য-ডিসেম্বর | কার্তিক, অগ্রহায়ণ |
শীত | মধ্য-ডিসেম্বর | মধ্য-ফেব্রুয়ারি | পৌষ, মাঘ |
বসন্ত | মধ্য-ফেব্রুয়ারি | মধ্য-এপ্রিল | ফাল্গুন, চৈত্র |
ইংরেজী মাসের নাম
ইংরেজী ক্যালেন্ডার বিশ্বে বহুল ব্যবহৃত ক্যালেন্ডার। আমাদের দেশের প্রায় সকল কাজ ইংরেজী ক্যালেন্ডার অনুসারেই করা হয়ে থাকে। নিচে ইংরেজী ১২ মাসের নাম দেওয়া হলো।
ইংরেজী বারের নাম
ইংরেজী মাসের নাম তো উপরে জানলাম এবার ইংরেজী ৭ টি বারের নাম জানবো।
- Saturday.
- Sunday.
- Monday.
- Tuesday.
- Wednesday.
- Thursday.
- Friday.
আরবি মাসের নাম
আরবি মাসসমূহকে মূলত হিজরি সনে গণনা করা হয়। আরব দেশ থেকে উৎপত্তি এ আরবি মাসের বা হিজরি গণনার। ১৪৪০ সন পূর্ব থেকে হিজরি গণণা শুরু হয় । এর পূর্বে আরব/মধ্যপ্রাচ্য জনসাধারণ বিভিন্ন ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে সন, দিন মনে রাখতেন।
নিচের ছকে আরবি ১২ মাসের নাম ও অর্থ সহ উল্লেখ করা হলো।
- মহররম অর্থ (মর্যাদাপূর্ণ)।
- সফর অর্থ (খালি কিংবা শূন্য)।
- রবিউল আওয়াল অর্থ (বসন্তের শুরু)।
- রবিউস সানি (আখের অর্থ হল শেষ )।
- জমাদিউল আউয়াল (অর্থ জমে যাওয়া কিংবা স্থবির হয়ে যাওয়া)।
- জমাদিউস সানি (উখরা শেষ)।
- রজব (সম্মান করা)।
- সাবান(ছেড়ে দেওয়া কিংবা বিচ্ছিন্ন হয়ে যাওয়া)।
- রমজান (জ্বালিয়ে দেওয়া)।
- শাওয়াল (তোলা কিংবা উঠানো)।
- জিলকদ (বসে থাকা )
- জিলহজ (হজের মাস )
আজকের তারিখ বিষয়ক প্রশ্ন ও উত্তরঃ
আজকের বাংলা তারিখ?
০৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ।
আজকের ইংরেজি তারিখ?
২১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ।
আজকের আরবি তারিখ?
২০ রমজান, ১৪৪৬ হিজরি।
আশা করছি উপরে উল্লেখিত সকল বাংলা,ইংরেজি ও আরবি মাসের নাম বারের নাম আপনাদের কাজে আসবে। এছাড়াও বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি প্রতিষ্ঠান ও অনান্য সকল ছুটির ক্যালেন্ডার আমাদের ক্যালেন্ডার বিভাগে পাবেন।
আরবি ১৪৪৫ হবে
ধন্যবাদ
আর্টিকেল এর মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ এক্সে্প্রেস বিডি কে!
শুকরান, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে।
এই পোষ্টটি অনেক উপকারি । অনেক কিছু লিখতে পেরেছি এখান থেকে। ধন্যবাদ এক্সপ্রেস বিডি।
আমিও আজকের দিন তারিখ দেখতে পেরেছি…
আমি মাঝে মাঝেই এই ওয়েবসাইটে আজকের তারিখ দেখে নেই।
আমি মাঝে মাঝে তারিখ দেখার জন্য এই সাইটে ঢু মারি। সাইটটা আমার খুব ভাল লাগে।
masallah
Nice to visit this site….to get current dates time….