প্রিয় পাঠকবৃন্দ, আজকের নিবন্ধে আমরা ভোজ্য তেলের দাম (Vojjo Teler Dam) অর্থাৎ সয়াবিন ও সরিষা তেলের দাম সম্পর্কে জানবো। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রির সর্বশেষ বাজার দর আপনাদের উপস্থাপন করতে। আপনাদের বাজার করার সুবিধার জন্য অর্থাৎ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির মধ্যে বাজারে যাওয়ার আগেই ঘরে বসে আজকের বাজার দর সম্পর্কে ধারণা দিতেই আমরা আজকের সয়াবিন তেল ও সরিষার তেলের সর্বশেষ দাম জেনে নিতে পারবেন।
সূচীপত্র
আজকের নিবন্ধের মাধ্যমে ভোজ্য তেলের দাম (Vojjo Teler Dam) কত। আজকে বোতল সয়াবিন তেলের দাম ও লুজ বা খোলা সয়াবিন তেলের দাম কেমন। এছাড়া আজকের বাজারে ১লিটার,২লিটার বা ৫লিটার সয়াবিন তেলের দাম ২০২৪ কত জনতে পারবেন। সরিষা তেলের দাম কত: ১লিটার,২লিটার ও ৫লিটার সরিষা তেলের দাম কত তাও জেনে যাবেন।
ভোজ্য তেল (Vojjo Tel) কাকে বলে ও ভোজ্য তেলের নাম
যে সকল তেল গাছ,ফুল ও ফল থেকে প্রসেস করা হয় সেই সকল তেলকেই ভোজ্য তেল বলা হয়ে থাকে। ভোজ্য তেলকে পলি-আনস্যাচুরেটেড ফ্যাটও বলা হয়। দেশের বাজারে প্রচলিত কিছু ভোজ্য তেলের নাম:সয়াবিন তেল, সরিষার তেল, ক্যানোলা তেল, জলপাই তেল, রাইস ব্র্যান তেল, সূর্যমুখী তেল, ভুট্টার তেল প্রভৃতি।
আজকের ভোজ্য তেলের বাজার দর ২০২৪
( ১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার বাংলাদেশের বাজারে সর্বশেষ সয়াবিন, পাম ওয়েল, রাইস ব্রান ও সরিষার তেলের দাম)
আজকের সয়াবিন তেলের দাম ২০২৪
সয়াবিন তেল রান্নায় ব্যাপক ভাবে ব্যবহার হয়। দেশের বাজারে সয়াবিন তেলের প্রচুর চাহিদা রয়েছে। সয়াবিন তেলের চাহিদার বেশির ভাগ আমদানি নির্ভর। বর্তমানে সয়াবিন তেলের দাম উর্দ্ধগতিতে রয়েছে মানে বেড়েই চলেছে। ২০২০ সালের দিকেও সয়াবিন তেল বর্তমান মূল্যের অর্ধেক ছিলো। আজকের সয়াবিন তেলের বাজার মূল্য নিচে ছক আকারে উপস্থাপন করা হয়েছে।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের মধ্যে রূপচাঁদা,তীর,ফ্রেস,বসুন্ধরা ও পুষ্টি ব্যান্ডের তেল অন্যতম। এসব ব্যান্ডের বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৬৫/১৬৭ টাকায় ক্রয় করতে পারবেন।
১ লিটার সয়াবিন তেলের দাম কত?
আজকের বাজার দর অনুযায়ী ১ লিটার লুজ বা খুলা সয়াবিন তেলের দাম ১৪৫/১৫৫ টাকা আর বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৬৫/১৬৭ টাকা।
আজকের পাম ওয়েলের দাম ২০২৪
সয়াবিন তেলের চেয়ে পাম ওয়েলের দাম প্রতি লিটারে ৩০/৩৫ টাকা কম যার কারণে অনেকেই পাম ওয়েল কিনে থাকেন। পাম ওয়েল বেশিরভাগ সময় হোটেল/রেস্টুরেন্ট ও নিম্ন আয়ের মানুষ বেশি কিনে থাকে। সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় পাম ওয়েলের দামও কিছুটা বেড়ে গেছে।
আজকের বাজরে প্রতি লিটার পাম ওয়েল ১৩০/১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাম ওয়েল লুজ বা বোতলজাত অবস্থায় বাজারে পাওয়া যায়।
রাইস ব্র্যান অয়েল দাম ২০২৪
চালের কুঁড়া থেকে তৈরি হয় রাইস ব্র্যান তেল। সয়াবিন ও পাম তেল থেকে রাইস ব্র্যান অয়েল পুষ্টি গুনবেশি তাই লিটার প্রতি দামও বেশি। বাজারে প্রচলিত অন্যসব ভোজ্যতেলের তুলনায় চালের কুঁড়া থেকে উৎপাদিত তেল বেশি স্বাস্থ্যসম্মত। বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর তেল হিসেবেও এর স্বীকৃতি আছে। বাংলাদেশে বর্তমানে প্রায় দেশে ২০টি প্রতিষ্ঠান রাইস ব্র্যান অয়েল উৎপাদন করছে। দাম একটু বেশি হওয়ার কারণে চাহিদা কম রাইস ব্র্যান অয়েলের। স্বাস্থ্য সচেতন মানুষেরা সাধারণত রাইস ব্র্যান অয়েল কিনে থাকে।
আজকের রাইস ব্র্যান অয়েল বাজর দর নিচের ছকে উপস্থাপন করা হয়েছেঃ-
পণ্যের নাম | দাম |
রাইস ব্র্যান অয়েল (১ লিটার) | ১৮০-১৯০ টাকা |
রাইস ব্র্যান অয়েল ( ৫ লিটার) | ৮৮০-৯০০ টাকা |
আজকের সরিষার তেলের দাম ২০২৪
সরিষার তেলের দেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। সরিষার তেল শরীরে মাখার পাশাপাশি রান্নার কাজে ব্যবহার করা হয়। দেশীও রান্নায় সরিষার তেলের বিকল্প নেই। সয়ারিন তেলের দাম বাড়ার কারণে বর্তমানে সরিষার তেলের দামও বেড়ে গেছে। সরিষা বিজ থেকেই সরিষার তেলে পরিনত হয়। সয়াবিন তেলের দাম বাড়ায় ভোজ্যতেলের চাহিদা মেটাতে সরিষা চাষে ঝুঁকছে দেশের কৃষক। এ বছর গত বছরের তুলনায় সরিষার উৎপাদন বেড়েছে ৪০% ও সরিষার তেল উৎপাদন বেড়েছে ৩০ শতাংশ।
আজকের সরিষার তেলের বাজর দর নিচের ছকে উপস্থাপন করা হয়েছে।
পণ্যের নাম | প্রতি লিটারের দাম |
১ লিটার বোতলজাত সরিষা তেলের দাম | ৩৫০-৩৬০ টাকা |
১ লিটার লুজ বা খোলা সরিষা তেলের দাম | ২৮০-২৯০ টাকা |
আরো দেখুনঃ
- আজকের বাজার দর | Ajker Bazar Dor
- আজকের নির্মাণ সামগ্রীর দাম (রড, সিমেন্ট, বালি ও ইট) । Ajker Nirman Samogri Dam
- আজকের সারের দাম কত | ইউরিয়া,পটাশ,টিএসপি সারের দাম । Ajker Sarer Dam
বাংলাদেশের বাজারে বোতলজাত ভাবে সরিষার তেল বিক্রি করে অনেক ব্যান্ড যার মধ্যে সুরেশ সরিষার তেল,রাঁধুনী সরিষার তেল,পুষ্টি সরিষার তেল, প্রান সরিষার তেল, সজীব সরিষার তেল, ফ্রেস সরিষার তেলের ব্যান্ড অন্যতম। এসব ব্যান্ডের প্রতি লিটার সরিষার তেল ৩৫০-৩৬০ টাকায় মধ্যে পেয়ে যাবেন।
প্রতি (এক) লিটার সুরেশ সরিষার তেল বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়।
ঘানি ভাঙ্গা অরিজিনাল সরিষার তেলের দাম প্রতি লিটার এর ৫০০ টাকা। এলাকাভেদে ঘানি ভাঙ্গা সরিষার তেলের দাম কম বেশি হয়।
ভোজ্য তেল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
আজকের সয়াবিন তেলের দাম কত ২০২৪
আজকের বাজার দর অনুযায়ী ১ লিটার লুজ বা খুলা সয়াবিন তেলের দাম ১৪৫/১৫৫ টাকা আর বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৬৫/১৬৭ টাকা।
আজকের পাম ওয়েলের দাম ২০২৪
আজকের বাজরে প্রতি লিটার পাম ওয়েল ১৩০/১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাম ওয়েল লুজ বা বোতলজাত অবস্থায় বাজারে পাওয়া যায়।
আজকের সরিষার তেলের দাম কত ২০২৪
বাংলাদেশের বাজারে আজকে প্রতি লিটার সরিষার তেল ৩৫০-৩৬০ টাকায় মধ্যে পেয়ে যাবেন।
ঘানি ভাঙ্গা সরিষার তেলের দাম কেমন?
ঘানি ভাঙ্গা অরিজিনাল সরিষার তেলের দাম প্রতি লিটার এর ৫০০ টাকা। এলাকাভেদে ঘানি ভাঙ্গা সরিষার তেলের দাম কম বেশি হয়।
সুরেশ সরিষার তেলের দাম কত?
প্রতি (এক) লিটার সুরেশ সরিষার তেল বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়।
১ লিটার রাইস ব্র্যান তেলের দাম কত?
বাংলাদেশের বাজারে আজকে প্রতি লিটার সরাইস ব্র্যান তেলের দাম ১৮০-১৯০ টাকা।
আজকের নিবন্ধ দেখে এতক্ষনে দেশের বাজারে থাকা সকল প্রকার ভোজ্য তেলের দাম সম্পর্কে জেনে গেছেন। এখানে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় পন্যের সর্বশেষ বাজার দরের আপডেট পেয়ে যাবেন। এছাড়া বাজারে থাকা বিভিন্ন পণ্যের দাম জানতে আমাদের বাজার দর সেকশনটি ঘুরে দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ
বাজার মূল্য জানিয়ে দেয়ার জন্য ধন্যবাদ কিনতু এই দাম অনুযায়ী দোকানে বিক্রি করে না