NEXG N70: ১১,৫৪৮ টাকায় ওয়ালটন নেক্সজি এন৭০ স্মার্টফোন

দেশীয় ব্যান্ড ওয়ালটন যার সম্পর্কে জানে না এমন বাংলাদেশী পাওয়া দুস্কর। ইলেকট্রিক্যাল,ইলেকট্রনিক্স,অটোমোবাইল ও হোম এ্যপ্লাইয়েন্স সকল পন্যই তৈরি করে আমাদের দেশীয় ব্যান্ড ওয়ালটন। ওয়ালটন এর তৈরিকৃত স্মার্টফোনের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। কম বাজেটের ওয়ালটন ফোনের চাহিদা বাকি সব দেশীয় কোম্পানি থেকে বেশি।

সূচীপত্র

ওয়ালটন সম্প্রতি বাজারে নিয়ে এসেছে নেক্সজি সিরিজের নতুন বাজেট স্মার্টফোন নেক্সজি এন৭০ (NEXG N70)। ১১,৫৪৮ টাকায় ওয়ালটন নেক্সজি এন৭০ স্মার্টফোনটিতে রয়েছে ৮ জিবি RAM ও 52 MP ক্যামেরা। নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনটিকে পাওয়ার আপ করার জন্য ব্যবহার হয়েছে Unisoc Tiger T60। 1.6 GHz Octa Core এর CPU ও ব্যাটারিতে থাকছে ৫০০০ মিলি এম্পিয়ারের একটি Li-Pro ব্যাটারি।

ওয়ালটন নেক্সজি এন৭০,Walton NEXG N70 Price
ওয়ালটন নেক্সজি এন৭০

আজকে আমরা ওয়ালটনের নতুন স্মার্টফোন নেক্সজি এন৭০ (NEXG N70) এর ফিচার্স ও দাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া নেক্সজি এন৭০ (NEXG N70) এর যে সকল বিষয়ে জানতে পারবেন ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের ডিজাইন ও ডিসপ্লে সাইজ,ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের প্রসেসর ও স্টোরেজ,ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের ক্যামেরা,ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের ব্যাটারি ও ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের দাম।

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের ডিজাইন ও ডিসপ্লে

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের বডিটি প্লাস্টিক বিল্ড বাজেট ফোন হিসেবে মানানসই। নেক্সজি এন৭০ ফোনের দৈর্ঘ্য ১৬৩.৪৫ মিমি, প্রস্থ ৭৫.৪ মিমি এবং পুরুত্ব ৮.৭৫ মিমি। বাজেট ফোন হওয়ার পরেও ওয়ালটন ফিচার এর কমতি রাখেনি সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে এই ফোনের সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট। স্কাই গ্রে, জর্ডি ব্লু, মিডনাইট গ্রীন এই তিন কালার ভ্যারিয়েন্টের পাওয়া যাবে নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনটি।

নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির IPS INCELL LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে। ২৬৭ পিপিআই ডেনসিটি সম্পন্ন এই স্ক্রিনের এসপেক্ট রেশিও ২০:৯ এছাড়া ফোনের রিফ্রেশ রেট ৯০ হার্জ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্জ। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৮৩%।। ফন্টে থাকছে V আকৃতির নচ ক্যামেরা কাট আউট। এই ফোনের ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার হয়েছে ২.৫ ডি কার্ভড গ্লাস।

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের প্রসেসর ও স্টোরেজ

নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার হয়েছে Unisoc Tiger T60। 1.6 GHz Octa Core এর CPU আর GPU তে থাকছে Mali – G57 MP1 প্রসেসর ইউনিটটি। আউট অফ বক্স ফোনটিতে ওএস হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।

নেক্সজি এন৭০ (NEXG N70) স্মার্টফোনে একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে অর্থাৎ ৮ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম থাকবে। এক্সটারনাল মেমরি স্লট থাকায় মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের ক্যামেরা

নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ফ্রন্ট এ ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা। রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটাপ যার মধ্যে প্রাইমারী ক্যামেরা হিসেবে ৫২ মেগাপিক্সেল ওয়াইড লেন্স ও ২ মেগা পিক্সেলের একটি ডেপথ ক্যামেরা লেন্স সাথে একটি LED ফ্ল্যাশ মডিউল। 1080p@30fps ফ্রেমরেটে ভিডিও ধারন করা যাবে ক্যামেরার মাধ্যমে।

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের ব্যাটারি

ফোনটিকে পাওয়ার আপ করার জন্য ব্যবহার হয়েছে ৫০০০ মিলি এম্পিয়ারের একটি Li-Pro ব্যাটারি। সাথে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের ভালো ও মন্দ দিক সমূহ

নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের ভালো দিকনেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের মন্দ দিক
প্রসেসর Unisoc Tiger T60। 1.6 GHz Octa Core এর CPUপ্লাস্টিক বডি
সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্টIPS INCELL LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে
৫০০০ মিলি এম্পিয়ারের একটি Li-Pro ব্যাটারি

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের দাম

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনটি একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে। স্কাই গ্রে, জর্ডি ব্লু, মিডনাইট গ্রীন এই তিন কালার ভ্যারিয়েন্টের সাথে ৮ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের সাথে ১১,৫৪৮ টাকায় ওয়ালটন নেক্সজি এন৭০ স্মার্টফোনটি পাওয়া যাবে।

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনটি কয়টি কালারে পাওয়া যাবে?

স্কাই গ্রে, জর্ডি ব্লু, মিডনাইট গ্রীন এই তিন কালার ভ্যারিয়েন্টে ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনটি পাওয়া যাবে।

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের প্রসেসর কোনটি?

নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার হয়েছে Unisoc Tiger T60। 1.6 GHz Octa Core এর CPU।

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের ডিসপ্লের সাইজ কত?

নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৬ ইঞ্চির IPS INCELL LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে।

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের র‌্যাম কত জিবি?

নেক্সজি এন৭০ (NEXG N70) স্মার্টফোনে একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে অর্থাৎ ৮ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম থাকবে।

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের ব্যাটারি কত mah?

নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনটিতে পাওয়ার আপ করার জন্য ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলি এম্পিয়ারের একটি Li-Pro ব্যাটারি।

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের দাম কত?

ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) ফোনের দাম ১১,৫৪৮ টাকা।

প্রিয় পাঠক,আশা করছি ওয়ালটন নেক্সজি এন৭০ (NEXG N70) স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এমন সকল মোবাইল ফোনের দাম জানতে আমাদের সাইটি ভিজিট করতে পারেন। ধন্যবাদ

4/5 - (2 votes)

মন্তব্য করুন

x