এক্সপ্রেস বিডি একটি অনলাইন ওয়েব পোর্টাল। এর গোপনীয়তার নীতি পেজে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইটের সেবা গ্রহণ করার আগে আমাদের সকল গোপনীয়তার নীতি মনোযোগ সহকারে পড়ে নেওয়ার জন্য অনুরোধ রইলো।
সূচীপত্র
আপনি আমাদের ওয়েব পোর্টলে ভিজিট করেছেন মানে এই যে, আপনি আমাদের শর্তাবলি মেনে নিয়েছেন!
তথ্য সংগ্রহ এবং ব্যবহার
আমাদের ওয়েব পোর্টালের গোপনীয়তার নীতি আমাদের ওয়েবসাইটের সকল ভিজিটর দের জন্যই প্রযোজ্য। আপনি যখন এক্সপ্রেস বিডি ওয়েবসাইট ভিজিট করবেন, তখন আমরা আপনার ব্যক্তিগত তথ্যাবলির সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখব। আপনি আপনার ব্যক্তিগত কোনো তথ্যাবলি প্রদান না করেও এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। আমাদের ওয়েবসাইটের নিবন্ধনের ব্যবস্থা বর্তমানে রাখা হয়নি তাই আমরা আপনার ব্যক্তিগত তথ্য আমরা সংরক্ষন করছি না।
এক্সপ্রেস বিডির বিভিন্ন পোস্টে বা বিভিন্ন কমেন্ট বা কমেন্ট রিপ্লাইয়ে বিভিন্ন প্রোডাক্ট, অ্যাপস বা ওয়েবসাইট রিকমেন্ড করা হয়ে থাকে। প্রত্যেকটি রিকমেন্ড করা প্রোডাক্ট, অ্যাপস বা ওয়েবসাইট শুধু নিজ দায়িত্বে বা নিজ পছন্দে ব্যবহার করবেন। কোন প্রকারের ক্ষতি/প্রোডাক্ট নষ্ট/অ্যাপস কাজ না করলে তার জন্য এক্সপ্রেস বিডি দায়ী থাকবে না।
লগ ফাইলস
লগ ফাইল ব্যবহার করার একটি আদর্শ পদ্ধতি অনুসরণ করে। এই লগ তখনই ফাইল করা হয় যখন কোনো ভিজিটর ওয়েবসাইট পরিদর্শন করে। সমস্ত হোস্টিং কোম্পানি এটি করে এবং হোস্টিং পরিষেবার বিশ্লেষণের একটি অন্যতম অংশ। লগ ফাইলের মাধ্যমে সংগৃহীত তথ্যের মধ্যে রয়েছে ইন্টারনেট প্রোটোকল (IP) ঠিকানা, ব্রাউজারের ধরন, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (ISP), তারিখ এবং সময় স্ট্যাম্প, ল্যান্ডিং/এক্সিট পেজ এবং ক্লিকের সংখ্যা। এগুলি ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য এমন কোনও তথ্যের মধ্যে পড়ে না। এসব তথ্য সংগ্রহ করার উদ্দেশ্য হলো বর্তমান ট্রেন্ডিং বিশ্লেষণ করা, সাইট পরিচালনা করা, ওয়েবসাইটে ব্যবহারকারীদের গতিবিধি ট্র্যাক করা এবং সাইটের মোট ভিজিটর সংক্রান্ত তথ্য সংগ্রহ করা।
কুকিজ
Google আমাদের ওয়েবসাইটের একটি অ্যাডভারটাইজিং পার্টনার। এটি আমাদের সাইটের ভিজিটরদের আমাদের ওয়েবসাইট এবং ইন্টারনেটে অন্যান্য ওয়েবসাইটগুলোতে ভিজিট করার উপর ভিত্তি করে বিজ্ঞাপন পরিবেশন করতে কুকিজ, যা DART কুকি নামে পরিচিত। তবে যেকোনো গুগল ইউজার নিম্নলিখিত URL এ Google বিজ্ঞাপন এবং সামগ্রী নেটওয়ার্ক গোপনীয়তা নীতিতে গিয়ে DART কুকিজ ব্যবহার প্রত্যাখ্যান করতে পারে –https://policies.google.com/technologies/ads
বিজ্ঞাপন পার্টনার
আমাদের সাইটে কিছু বিজ্ঞাপনদাতা আপনার বাউজারের কুকি ব্যবহার করতে পারে। আমাদের বিজ্ঞাপনদাতাদের নীচে তালিকাভুক্ত করা হয়েছে। আমাদের বিজ্ঞাপনদাতারা প্রত্যেকের ব্যবহারকারীর ডেটা সম্পর্কিত তাদের নীতিমালার জন্য তাদের নিজস্ব গোপনীয়তা নীতি রয়েছে৷ সহজে সেই গোপনীয়তার নীতি অ্যাক্সেসের জন্য, আমরা তাদের গোপনীয়তা নীতি পেজের লিংক সংযুক্ত করে দিয়েছি। https://policies.google.com/technologies/ads।
এই ওয়েবসাইটে অবস্থিত কোন বাহিরের লিঙ্কের প্রতি এক্সপ্রেস বিডি কোন নিরাপত্তা প্রদান করে না, নিজ দায়িত্বে বাহিরের লিঙ্কে প্রবেশ করতে পারেন। সেখানে কোন তথ্য প্রবেশের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। উল্লেখ্ আবশ্যক যে, এই ওয়েবসাইটে সময়ে সময়ে অন্যান্য ওয়েবসাইটের লিংক দেওয়া হয়ে থাকে। আপনি যখন এ ধরনের লিংক ব্যবহার করে অন্য কোনো ওয়েবসাইট ভিজিট করলে সে ক্ষেত্রে নতুন সাইটের গোপনীয়তার নীতিমালাই প্রযোজ্য হবে।
শিশুদের অনলাইন গােপনীয়তা সুরক্ষা আইনের সম্মতি
আমাদের সাইটের পরিষেবাগুলাে সর্বনিম্ন ১৩ বছর বা তার বেশী বয়সের ব্যক্তিদের কাছে পরিচালিত হয়। আপনি যদি আমাদের ব্লগটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্যবহার করে থাকেন এবং আপনার বয়স যদি ১৩ বৎসরের কম হয়, তাহলে এই সাইটটি ব্যবহার না করার জন্য পরামর্শ দিচ্ছি। কারণ আমাদের ব্লগটি COPPA (Children’s Online Privacy Protection Act) অনুসারে ১৩ বছরের কম বয়স্কদের ব্যবহারে অনুমতি প্রদান করে না।
গোপনীয়তা নীতি পরিবর্তন
আমরা সময়ে সময়ে আমাদের গোপনীয়তা নীতি আপডেট করতে পারি। কোনো প্রকার নোটিশ ছাড়া এক্সপ্রেস বিডি কর্তৃপক্ষ যেকোনো সময় এই নীতিমালা সংশোধন করতে পারবে অথবা এই ওয়েবসাইটের ব্যবহারকারীদের নোটিশের মাধ্যমে জানানো হবে। নীতিমালার পরিবর্তনের পর যদি কোনো তথ্য সংগ্রহ করা হয়, তা অবশ্যই পরিবর্তিত নীতিমালার মাধ্যমে পালনীয় হবে।
সম্মতি
আমাদের ওয়েবসাইট এক্সপ্রেস বিডি ব্যবহার করে, আপনি এতদ্বারা আমাদের গোপনীয়তা নীতিতে সম্মত হয়েছেন এবং এর নিয়ম ও শর্তাবলীতে হয়েছেন বলে ধরে নেওয়া হয়েছে।