আজ ১১ অক্টোবর ২০২৪ ইং রোজ শুক্রবার। আজকের নিবন্ধে টাকার সাথে বিভিন্ন দেশের মূদ্রার দাম সম্পর্কে আলোচনা করা হবে । এখান থেকে আপনি আজকের টাকার রেট (সকল দেশ), আজকের বিকাশ রেট, ১ রিয়াল = কত টাকা, ১ ডলার=কত টাকা, সকল দেশের টাকার রেট ২০২৪, বাংলাদেশ টাকার রেট, ডলার রেট, ওমানের টাকার রেট, কাতারের টাকার রেট, ইন্ডিয়ার টাকার রেট কত, আরব আমিরাতের টাকার রেট, সকল দেশের টাকার রেট, আজকের টাকার রেট কত, আজকের টাকার রেট ২০২৪, সৌদির টাকার রেট,দুবাইয়ের টাকার রেট, ইউনাইটেড আরব আমিরাত (১ দিরহাম) এর রেট, আজকের দিরহাম রেট, বাংলাদেশের টাকার রেট, দুবাই টাকা বাংলাদেশে কত, দিরহাম টু টাকা,Ajker Takar Rate 2024 সম্পর্কে জানতে পারবেন।
সূচীপত্র
আজকে আমরা আজকের টাকার রেট (সকল দেশের),সকল দেশের মুদ্রার রেট লাইভ আপডেট,বাংলাদেশের আজকের টাকার রেট,প্রবাসীদের আজকের টাকার রেট কত?,বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট,প্রবাসী দিগন্ত টাকার রেট সম্পর্কে বিস্তারিত জানবো এবং যারা প্রবাসে অবস্থান করছেন তাদের কষ্টার্জিত টাকা কখন দেশে পাঠালে লাভবান হবেন সে বিষয়ে জানতে পারবেন ।
আজকের টাকার রেট | Ajker Takar Rate 2024
সর্বশেষ ০৮:০০ (সকাল) ১১ অক্টোবর ২০২৪
মধ্যপ্রাচ্য দেশসমূহের টাকার রেট
অন্যান্য দেশ সমূহের টাকার রেট
- ▲ গতদিনের তুলনায় আজকে টাকার রেট বেড়েছে।
- ▼ গতদিনের তুলনায় আজকে টাকার রেট কমেছে।
- ● অপরিবর্তিত
উল্লেখিত মূদ্রার বিনিময় হার শুধুমাত্র প্রাবস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে কার্যকর হবে। উপরে উল্লেখিত মূদ্রার দাম সব সময় উঠানামা করে সে হিসেবে আপডেট করার সময় দেখে হিসাব করতে হবে এছাড়া ব্যাংক থেকেও আপডেট টাকার রেট জেনে নিতে পারবেন।
মূদ্রাস্ফিতি‘র ফলে টাকার রেট/টাকার দাম/টাকার মূল্য যে যাই বলেন না কেন, ক্রমশ বাড়তে বা কমতে থাকে। এতে প্রভাব পড়ে সকল পণ্য ও যেকোন পরিষেবার উপর, তাই মানুষের ক্রয় ক্ষমতা কমতে থাকে।
আপনার কষ্টে উপার্জিত টাকা হুন্ডির মত অবৈধ পন্থায় দেশে না পাঠিয়ে নিরাপদে দেশে পাঠান ব্যাংকের মাধ্যমে। এছাড়া যেকোন বৈধ উপায়ে রেমিটেন্স দেশে পাঠালে সরকারের পক্ষ থেকে ২% হারে নগদ প্রণোদনা পাবেন। বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট জানতে নিয়মিত চোখ রাখুন এক্সপ্রেস বিডি এই ওয়েবসাইটে।
সকল দেশের মূদ্রার নাম
- আমেরিকা (ইউ এস ডলার)
- ইউরোপ (ইউরো)
- ব্রিটেন (পাউন্ড)
- সৌদিআরব (রিয়াল)
- ইউনাইটেড আরব আমিরাত (দিরহাম)
- ওমান (ওমানি রিয়াল)
- বাহরাইন (বাহরাইন দিনার)
- কাতার (কাতারি দিনার)
- কুয়েত (কুয়েতি দিনার)
- মালয়েশিয়া (রিংগিত)
- ইন্ডিয়ান (রুপি)
- সিঙ্গাপুর (সিঙ্গাপুর ডলার)
- অস্ট্রেলিয়া (অস্ট্রেলিয়ান ডলার)
- কানাডা (কানাডয়ান ডলার)
- জাপান (জাপানি ইয়েন)
- দক্ষিণ আফ্রিকান (রান্ড)
- দক্ষিণ কোরিয়ান (ওন)।
কখন দেশে পাঠালে লাভবান হবেন
প্রতি দিন বিশ্বের যেকোন দেশের টাকার রেট উটা-নামা করে থাকে। আপনার কর্মস্থল দেশের মূদ্রা যখন দেখবেন বিনিময় হার বা টাকার রেট বৃদ্ধি হয়েছে, ঠিক তখনই দেশে টাকা পাঠাবেন। এতে আপনার কষ্টার্জিত উর্পাজনের মূদ্রার দামটা একটু বেশি পাবেন। প্রতিদিন আমাদের “আজকের টাকার রেট” এর নিবন্ধটি দেখুন এবং এই লেখার মাধ্যমে জেনে নিতে পারবেন কখন কোন দেশের টাকার মান বৃদ্ধি পেলো এবং কোন দেশের টাকার মান হ্রাস হলো।
টাকার রেট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
টাকার মান বেশি কোন দেশে?
বর্তমান বিশ্বে কুয়েত, ওমান ও বাহরাইনের টাকার রেট সবচেয়ে বেশি। এরপরই ইউরো এবং ডলার, দিরহামের স্থান।
কোন দেশের মুদ্রা সবথেকে বেশি ব্যবহৃত হয়?
বিশ্বে সবথেকে বেশি ব্যবহৃত মূদ্রা হচ্ছে আমেরিকান ডলার। পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশের জনসাধারণ এটি কম-বেশি ব্যবহার করে থাকে।
কখন দেশে পাঠালে লাভবান হবেন?
আপনার কর্মস্থল দেশের মূদ্রা যখন দেখবেন বিনিময় হার বা টাকার রেট বৃদ্ধি হয়েছে, ঠিক তখনই দেশে টাকা পাঠালে লাভবান হবেন।
কখন টাকা পাঠালে আপনি কম টাকা পাবেন?
আপনার কর্মস্থল দেশের মূদ্রা যখন দেখবেন বিনিময় হার বা টাকার রেট কমে যায়, ঠিক তখন দেশে টাকা পাঠালে আপনি কম টাকা পাবেন।
১ ইউ এস ডলার কত টাকা?
১ ইউ এস ডলার আজকের মূল্য ১১৯.২১ টাকা।
”আজকের টাকার রেট (সকল দেশের)” দেখতে প্রতিদিন আমাদের সাইটি দেখতে পারেন। এছাড়াও বাজার দর দেখতে আমাদের বাজার দর সেকশনে দেখে আসতে পারেন। আশা করছি আজকের টাকার রেট নিবন্ধটি প্রবাসী ভাইদের কাজে আসবে। ধন্যবাদ
আমি কুয়েত জেতে চাই কতো টাকা লাগবে আর কি কি লাগবে কত দিনের মধ্যে জেতে পারমু
আপনাদের লোকেশন কই?
যোগাযোগ সেকশনে আমাদের ডিটেইলস তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ
VERY GOOD POST
সুইজারল্যান্ড যেতে চাই
আসসালামু আলাইকুম
আমি আরব আমিরাতের টাকা ভাঙ্গাবো কোথায় নিয়ে গেলে রেট সুবিধা পাব
দিরহাম ভাঙ্গাতে কি কি লাগে এবং কোথায় ভাঙাবো একটু জানালে উপকৃত হতাম
এখান থেকে টাকার রেট দেখে অনেক সুবিদ্ধা হয়
ধন্যবাদ
সৌদির টাকা কোথায় থেকে ভাঙাতে হয় ??
খুব ভালোভাবে সাজিয়ে লিখেছেন অনেক ধন্যবাদ